![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক
আমি একজন ফেসবুকার। প্রথম দিকে তেমন একটা ভাল লাগত না।কয়েকটা মাস পরে দেখি খারাপ সাইট নয়। মনে যা আসে তাই তো লেখা যায়! মন্দ নয়। অবসরে সময় কাটান যায়। বাংলা সিরিয়ালের চেয়ে তো অন্তত ভাল মনে হয়। শুরু হলো পথচলা। আমি একটু প্রকৃতিমনা মানুষ । আর্ট করতে জানি না কিন্তু আর্ট ভাল লাগে। তাই আমার আছে হাজারো আর্ট পেজে লাইক দেয়া। ভাল লাগে ভাল লেখাতে কমেন্ট করতে।
ওখানে যা লিখি তাতেই লাইক। পাঁচ মিনিটে ৫০ লাইকও পরে।অবাক হয়ে ভাবি কি ব্যাপার! আমার লেখাটা পড়তেও তো পাঁচ মিনিটের বেশি লাগা উচিত তো কি করে সম্ভব? উত্তর পেয়ে গেলাম। এখানে নামে টানে---কাজে নয়। এখানে লাইকের বন্যা হয় সেলিব্রেটি বা যিনি পোস্ট দিয়েছেন তার পরিচিতির উপর। সেই জন্য আপনি যদি লিখেন মাথা ব্যথা করছে তাতেও লাইক।হিহিহি। কেউ কেউ আছেন টয়লেটে গেছেন সেটাও স্টেটাসে দিয়ে যান।হিহিহি। আর কেউ কেউ তো তার সব লেখাই যেন আমাকে ট্যাগ করার চুক্তি নিয়েছেন এ জীবনের জন্য।
আমি একটু বাস্তববাদী মানুষ। তাই সাধারনত বাস্তবতার গান গাই। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে, এই বাস্তব সম্মত লেখা গুলোতে লাইকের সংখ্যাও কম আর কমেন্টের যে শ্রী !!!
সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, ফেসবুকাররা বেশিরভাগই সব লেখাকে পারসোনাল করে ফেলেন। আর এখানে ধর্মীয় বাণী এবং নানান লেখকদের বানীই বেশি দেয়া হয়।
দিনে দিনে চরম বিরক্তি চলে আশা শুরু হলো এই ফেসবুকের উপর। কেন জানি মনে হলো, ফেসবুকও গণতন্ত্রের মতো অশিক্ষিতের জায়গা।
ব্লগ
হঠাত এক সিনিয়র আপু বললেন, তুমি ভাল লেখ। তুমি ব্লগে লেখ। আপুর অনুপ্রেরনায় এই ব্লগে আসা। আমি নব্য ব্লগার। এখানে আমি কিছু লেখাও দিলাম। মাগো মা! অনেকেই দেখি পড়ছেন। কমেন্টও করছেন। কেউ কেউ শিখিয়েছেন কিছু। তাদের কাছে শুকরিয়া।অনেকের ব্লগ আমি পড়েছি আর অনেকেরটা পড়ার সুযোগ পাইনি সময়ের অভাবে। তবে অনেকেই এত ভাল লিখেন যে কি বলব! খুব ভাল লাগছে এখানে আসতে পেরেছি বলে। তবে কতদিন ভাল লাগবে সেটা বড় কথা। আমার ধারনা, ব্লগে যারা আছেন তারা অনেকটাই উদার মনের এবং স্পষ্টভাষী । আমি এই ব্লগ থেকে আশা করি এখানে লিঙ্গান্তর করা হবে না। আমি আরো আশা করি—আমরা সবাই একই পরিবার। তাই মনে হয় এখানে কেউ কাউকে আক্রমনাত্মক আচরন করবে না। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ধর্মীয় শিক্ষা এখানে আমার কোন লেখায় না দিলে আমি খুশি হবো। কারন ধর্ম প্রচারের নিদ্দিষ্ট জায়গা আছে। আমি ধর্ম বিদ্বেষী নই।ধর্ম ধারন করায় বিশ্বাসী, প্রচারে নই। নারী পুরুষ বলে কোন কথা নাই। সবাই প্রথমত মানুষ।
ব্লগকে আমি একটু বড়ো করে দেখছি ফেসবুকের চেয়ে। ব্লগ যদি আমি পত্রিকার সাথে তুলনা করি তবে দেখা যাবে পত্রিকা হাজার লোক পড়ে ওখানে কোন লাইক বা কমেন্টর কোন অবকাশ নেই। তবে এটাও সত্য অশিক্ষিত বা শ্রমিক শ্রেণী পত্রিকা পড়ে না বললেই চলে। সরি, আমি কাউকে খাট করে দেখছি না। আমি বুঝাতে চাচ্ছি, পত্রিকা যেমন একটি শ্রেণী পড়ে তেমনি ব্লগও একটি শ্রেণী লিখে এবং পড়ে। তাহলে ভাবুন আমি এক একজন ব্লগারকে কত উপরে ভাবছি।একজন নতুন ব্লগার হিসেবে তাহলে আপনাদের সহযোগীতাটাও তেমনি আশা করছি। আমি আমার ভাবনা তুলে ধরেছি। অন্য কোন কারন নাই।
পূনশ্চঃ একই হাতের পাঁচটি আঙুল আমরা। একটি কাটিলে যেন আর একটি ব্যথা পাই এই হোক আমাদের অঙ্গীকার। ব্লগ জিন্দাবাদ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
রুবিনা পাহলান বলেছেন: এটি আমার মোটা মাথার ভাবনা।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল লাগছে এখানে আসতে পেরেছি বলে। তবে কতদিন ভাল লাগবে সেটা বড় কথা। আমার ধারনা, ব্লগে যারা আছেন তারা অনেকটাই উদার মনের এবং স্পষ্টভাষী।
ব্লগেও সমাজের আর দশটা মানুষ থেকে ব্লগিং করেন। এখানে সবাইকে কোয়ালিফায়েড পাবেন সে আশা করা অবান্তর। ব্লগেও নোংড়ামি আছে তবে এড়িয়ে যেতে হবে এই হলো সঠিক পন্থা! তবে যে যার মতো ব্লগিং করবে এতে বাঁধা দেয়ার অবকাশ নাই।
হ্যাপি ব্লগিং!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
রুবিনা পাহলান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
শরতের ছবি বলেছেন: ব্লগিং এ আপনাকে স্বাগতম।আপনার ফেইস বুকিও কথায় আমি সম্পূর্ণ একমত। তবে গেম চেঞ্জার যে কথাটি বলেছেন সেটি খুবই খাঁটি।এটাই মেনে চলা উচিত ব্লগের ক্ষেত্রে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
রুবিনা পাহলান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
খোলা মনের কথা বলেছেন: ফেসবুক হল সব শ্রেনীর লোকের বসবাস। যেখানে কোন ধরনের প্রাইভেসি নেই। বুঝ অবুঝ, শিক্ষিত-অশিক্ষিত, ভাল খারাপ সব লোকের বসবাস। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসে ভরে গেছে ফেসবুক। ইদানিং ব্লগেও ফেসবুক ক্যাটাগরি লোক চলে আসছে। কত দিন ব্লগ পরিছন্ন থাকবে সেটাই দেখার বিষয়।
ব্লগে আপনাকে নতুন করে স্বাগতম।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
রুবিনা পাহলান বলেছেন: সেজন্যই তো লিখেছি---- কতদিন ভাল লাগবে সেটা বড় কথা। তবহে আশা করছি অনেকদিন থাকতে পারবো। আপনাকে ধন্যবাদ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
পবন সরকার বলেছেন: ব্লগেও কিছু খোঁচানো পার্টি আছে তারা একে অন্যেরে খোঁচাখুচি করে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
রুবিনা পাহলান বলেছেন: কিছু খোচাখুচি না থাকলে জমবেও না। ধন্যবাদ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
হাতুড়ে লেখক বলেছেন: মাঝে মাঝে ব্লগেও লগিং করে বুঝতেই পারি না ফেসবুকে আছি নাকি ব্লগে!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
রুবিনা পাহলান বলেছেন: হিহিহি-----নতুন এসেও আমার মনে হলো কবি পাড়া আছি। দারুন সব কবিতা। ধন্যবাদ।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
সাহসী সন্তান বলেছেন: লিঙ্গ ভেদে কখনো ব্লগার বিবেচনা করা হয় না! ভাল ব্লগার নির্বাচন করা হয় সম্পূর্ণ তার লেখার উপরে ভিত্তি করে! আপনি সাধারণত ফেসবুকে দেখবেন পুরুষের তুলনায় নারীদের আধিপত্ত বেশি! একজন নারী ফেসবুকার যদি শুধু 'আমার খুব স্বর্দি হইছে.....' এটা লিখে কোন স্ট্যাটাস ঝাড়ে, তাহলে সাথে সাথে হাজার হাজার ডাক্তারের আগমন ঘটবে সেখানে!
মামুলি একটা স্ট্যাটাসেও হাজার হাজার লাইক, শত শত কমেন্ট এমনকি সেটা আবার শেয়ারও করা হয়। কিন্তু ঠিক একই স্ট্যাটাস যদি কোন পুরুষ করে তাহলে শুরু হয়ে যাবে তার তুলোধনা! কেউ কেউ তো মোশাররফ করিম স্ট্যাটাইলে বলেও ফেলে- 'তোর অসুখ হইছে, ডাক্তারের কাছে যাবি; ঔষধ খাবি ভাল হয়ে যাবে! তো আবার স্ট্যাটাস দেওয়ার কি দরকার?'
কিন্তু ব্লগ প্লার্টফর্মটা সম্পূর্ণ ভিন্ন! এখানে প্রথমে আপনি নারী না পুরুষ সেটা বিবেচনা করা হয় না। প্রথমেই মনে করা হয় আপনি একজন ব্লগার, তারপরের হিসাব আসবে আপনার লিঙ্গ নিয়ে! যদিও আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক হলেও এখানে নারিদের প্রতি পুরুষের একটা আলাদা আকর্ষণ কাজ করে, তথাপি ব্লগে আপনি সেই খাতিরটা পাইবেন না!
ভাল লিখলে যেমন সবাই আপনার প্রশংসা করবে, ঠিক তেমনি ভাবে খারাপ কিছু লিখলে তুলোধনা করতেও কম যাবে না! সুতরাং যাই লিখবেন, বা শেয়ার করবেন একটু বিবেচনা সাপেক্ষে করবেন!
নতুন কাউকে সামনে পাইলে আমি আবার থিসিস ঝাড়ার ওস্তাদ! আশাকরি আমার এই সুবৃহৎ মন্তব্যটা আপনার বিরোক্তির কারণ হয়ে দাঁড়াবে না?
হ্যাপি ব্লগিং........
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
রুবিনা পাহলান বলেছেন: ব্লগ নিয়ে আপনি শেষের যে অংশটি লিখেছেন আপনার মন্তব্যে সেটা ভাল লেগেছে কিন্তু কিছুটা হ্যা বুঝলেন তো খানিকটা অবজেকশন আমার ঐ ফেসবুকের মেয়েদের সেটটাস নিয়ে। বিকজ আমার কিছু ছেলে ফেরেনড্ আছেন তাদের এক একটি লেখায় ২ হাজার বা বেশিও লাইক পায় অথচ আমার চেহারাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু পাই না। ( একে বলে নিজের ঢোল নিজে পিটান) । তাই এটি একেবারেই সত্য নয় যে, নারী আইডিধারী যা দিবে তাতেই লাইক বা কমেন্ট। হ্যা তবে সম্পূর্ন দিবমতও পোষন করি না। ধন্যবাদ।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন: অনেক বছর আগে একবার ব্লগ পড়েছি,পরে আর পড়া হল না।হঠাৎএকদিন google এ বাংলা লিখে কিছু একটা খুজি,পরে এই ব্লগ আসে।তারপর আমি আবার somewhere blog যাই, কিছু লেখা পড়ে আমার কাছে ব্লগ ভাল লাগলো।পরে থেকে facebook এত একটা ভাল লাগে না,কেননা বাংলা ব্লগ পড়ে দেখি অনেক ভাল লাগে তাই।
আমাদের এই ব্লগ অনেক এগিয়ে যাবে আশা করি।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
রুবিনা পাহলান বলেছেন: আপনাকে ধন্যবাদ আমাকে আপনার ব্লগে আসার সংক্ষিপ্ত বর্ণনা দেবার জন্য।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ব্লগে স্বাগতম আপু।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
রুবিনা পাহলান বলেছেন: মাই প্লেজার ডিয়ার ব্রাদার।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগ ও ফেসবুক দুইয়েরই ভালো মন্দ আছে। জাস্ট টাইম পাসিং-এর জন্য হলে ফেসবুক ভালো। সেখানে চ্যাট করে অনেকের সাথে (দেশে বিদেশে থাকা) কথাবার্তা বিনিময় করা যায়। তবে যারা লেখাপড়া করতে চান, অর্থাৎ লিখতে ও পড়তে চান, তাদের জন্য ব্লগই সবচেয়ে ভালো প্লাটফরম। আমি ব্যক্তিগতভাবে ব্লগকে অগ্রাধিকার দেই। ফেসবুকে যাই না বললেই চলে (যদিও সেখানে আমার একটা আই ডি আছে)।
ধন্যবাদ রুবিনা পাহলান।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাহসী সন্তান বলেছেন: মাশাআল্লাহ আপনি যে দেখতে শুনতে সুন্দর উহা জাতি আপনার প্রোপিক দেখে বুঝতে পারতেছে......আহেম..... আপনি ঢাক ঢোল পিডাইয়া না কইলেও চইলতো! যাহোক তয় নিজের ঢোল নিজে পিডানোই ভাল, অন্যে পিডাইলে ভাইঙ্গালতে পারে!
যাহোক, মূল কথাটা হলো ব্লগে আছি (নিকে) প্রায় ১ বছর ৪ মাস! যদিও বহুত চরাই উৎরাই পার কইরা এখনো টিকে আছি, তবে ফেসবুকিং অভিজ্ঞতাটা খুবই পুরানো! বলতে পারেন ফেসবুকের জন্মলগ্ন থেকেই এটার সাথে মিশে আছি!
আমি যখন রিয়েল আইডিতে ছিলাম (ফেসবুকে বর্তমানে ফেক আইডি চালাই) তখন এমন লাইকও আমি পাইতাম। কেননা সেখানে আন্ডা বাচ্চা বয়স থেকে শুরুকরে কলেজ, জব সব জায়গার বন্ধু মিলাইয়া বন্ধু ছিল প্রায় সাড়ে তিন চার হাজারের মত। এবং ফলোয়ারও ছিল প্রায় তদ্রুপ!
সুতরাং সেখানে আমার সবাই পরিচিত মহল যখন তখন আমার মামুলি একটা স্ট্যাটাসেই অমন লাইক কমেন্ট পাবো এটাইতো স্বাভাবিক! কেউ কেউ সামনা সামনি তেল মারার সাহস না পাইলেও ফেসবুকে ঠিকই তেলের ব্যারেল নিয়ে পিছে পিছে ঘুরতো।
এবার আর একটা প্রমাণ বলি! গত কয়েকমাস আগে খেয়াল বসে ফেবুতে একটা আইডি খুলি। কোন লিঙ্গ নাই, মানে নামটা এমন যেটা দিয়ে পুরুষও বুঝায় না আবার নারীও বুঝায় না! অথচ আইডি খোলার সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট, ম্যাসেজ, নোটিফিকেশনের জ্বালায় অস্থির হয়ে পড়েছিলাম।
এবার বলেন, শুধু ফেক তাই এই অবস্থা। যদি কোন মেয়েদের নামে খুলতাম তাইলে কি অবস্থা হইতো? তবে ব্যাপারটা হলো, ব্লগে এই ধরনের বিষয় গুলোর কোন স্থান নেই! কিন্তু তারপরেও যে এক্কেবারে নেই এমনটা বলা যাবে না, আছে তবে ব্যক্তিগত লজ্জায় ব্লগে সেটা প্রকাশ পায় কম!
কেননা ব্লগে ধরিয়ে দেওয়ার লোক প্রচুর আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা কমিউনিটি প্লার্টফর্মে যতটা উচ্চ শিক্ষিত এক জায়গায় হতে পারে, পৃথিবীতে এমনটা আর কোথাও হওয়া সম্ভব নয়! এখানে সকল বয়সের সকল সমাজের মানুষেরই অবাধ বিচরণ চোখে পড়ার মত!
আপনি নতুন, কয়েকদিন ব্লগে থাকেন, ঘোরেন ফেরেন একসময় সব কিছু নিজ থেকেই বুঝতে পারবেন!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২
রুবিনা পাহলান বলেছেন: জ্বি।ধন্যবাদ।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাগতম!
বীনায় যে সুর তুলেছেন-তা প্রলয়ের!
আর প্রলয়ে ভয় পায় সকলেই পাগল আর অবুঝ ছাড়া
সুশীল, বক-ধার্মিক, সনাতন প্রিয় সকলেই আতকে উঠবে!
আবার সৃষ্টিশিলতাও যেন এমন না হয়ে যায়- কেবলই অবস্থানের জন্য ভিন্নতার আভরণ!!!!
সমন্বয়ের এক স্ব-মূর্তিতে স্থিতু হোন শুভ ও কল্যানের আশায়.........
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫
রুবিনা পাহলান বলেছেন: কঠিন পরামর্শ। ধন্যবাদ।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫
পবন সরকার বলেছেন: কিছু খোচাখুচি না থাকলে জমবেও না। ধন্যবাদ।
ব্লগটা খোঁচাখুচির জায়গা নয়, মগজ প্রসূত লেখালেখির পাশাপাশি গঠণমূলক মন্তব্য প্রতিমন্তব্যসহ সৃষ্টিশীল সাহিত্য চর্চার জায়গা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
রুবিনা পাহলান বলেছেন: অবশ্যই। ধন্যবাদ।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ভাল যুক্তিপুর্ণ লিখার জন্য ব্লগ একটি অনেক ভাল মাধ্যম। এখানে লিখাটির বিষয়ে অনেক ভাল ও গঠনমুলক মতামত পাওয়া যায়। নীজের প্রকাশ ভঙ্গীকে ব্লগ সংযত রাখতে সহায়তা করে । কোন লিখায় বিরোপ মন্তব্য পেলেও তা নীজকে সংশোধনের সুযোগ করে দেয় । ফেসবুক সেটাও মন্দ নয় তবে অনেক সময় অহেতুক বিরক্তির কারণ ঘটায় , তাই ফেবুতে একটি একাউন্ট থাকলেও সেখানে তেমন বিচরণ করা হয়না ।
ব্লগিং শুভ হোক, সুন্দর সুন্দর ভাল লিখা দেখতে পাব বলে আশা করি ।
শুভেচ্ছা রইল
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
রুবিনা পাহলান বলেছেন: ফেসবুকে কিছু কমেন্টেটরের কমেন্ট মিস করতে চাই না বলে প্রতিদিন সময় সুযোগ করেই গিয়ে একটি লেখা দিয়ে চলে আসি। তেমনি ব্লগেও এরকম কিছু কমেন্টেটরের কমেন্ট এর উপর আকৃষ্ট হচ্ছি মনে হচ্ছে। আজব প্রাণী এই মানুষ।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
রবিন আহম্মেদ রাজ বলেছেন: অসাধারন লিখেছেন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: প্রথমেই বলে নেই, আপনি চমৎকার ভাবে ব্লগ ও সামাজিক মাধ্যমের নিজ অভিজ্ঞতার আলোকে বিচার করেছেন। আপনার বিচারবোধ সত্যি প্রশংসনীয়! এখানে আশা করি আপনি সব পাবেন। তবে আমি বলব আপনার পছন্দসই বিষয়ে লেখুন! দক্ষতা বাড়বে!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
রুবিনা পাহলান বলেছেন: পরামের্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: শুভ ব্লগিং
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
প্রামানিক বলেছেন: ফেসবুকের চেয়ে ব্লগে সাহিত্য চর্চাটা বেশি হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
রুবিনা পাহলান বলেছেন: এখন পর্যন্ত তো সেটাই মনে হচ্ছে।
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
দুখু বাঙাল বলেছেন: মানের দিক হিসাব করলে প্রমানিক সাহেবের কথা ঠিক। তবে, মান অমানের মাথা খেয়ে বলতে গেলে ফেবুতেই যত সাহিত্য গিজ গিজ করে। কবির অভাব নাই। লেখক তো ভুরি ভুরি।।
আপুর গণতন্ত্রের প্রতি নেতিবাচকতা প্রকাশ হয়ে গেছে। তবে বলতে গেলে ফেজবুক আমাদের এই দিকে (মানে, দক্ষিন এশিয়ার আশপাশেই একটু বেশি চলছে। দারিদ্রতা বা রুচি হীনতা, যে করনেই হোক অন্যান্য এলাকায় এই দাপট কম। এবং সেখানে টুইট যায়গা দখল করে আছে। আর সেলেব্রেটির কথা বলতে গেলে ফেবু থেকে টুইটে বেশি।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
রুবিনা পাহলান বলেছেন: গণতন্ত্রের প্রতি নেতিবাচকতা প্রকাশ হবে কেন? ও কথাটি তো আমার নয়----এরিষ্টটল নিজেই বলেছেন।
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
আমিই মিসির আলী বলেছেন: ফেসবুক আর ব্লগের মধ্যে বিস্তর তফাৎ।
ব্লগেই সময় দিন। ভালো হবে। আমরাও কিছু জানতে পারবো। জানতে পারবেন আপনিও কিছু কিছু। ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
রুবিনা পাহলান বলেছেন: অবশ্যই ব্লগে সময় দেবো বেশি। ধন্যবাদ।
২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮
আরমান আরজু বলেছেন: বলেছেন, ধর্ম ধারণ করায় বিশ্বাসী, প্রচারে নয়। ধর্মটা আপনি কোথা থেকে পেয়ে ধারণ করলেন জানতে পারলে ভাল হত আর ধর্ম বুঝলে পরে প্রচারের কথা আসে। এখন ধর্মের নামে যা প্রচার হয় তার বেশিরভাগই অধর্ম। কারণ এরা গ্রন্থ পড়া গর্দভ। আর আমরা বলদেরা দু'চারটে বই পড়ে আর মিডিয়ায় গর্দভদের লেকচার শুনে এত বুঝে ফেলেছি যে ধর্মকে ডালভাত বানিয়ে যা তা বলতে দ্বিধা করি না। মহান আল্লাহর কাছে এদের শুভবুদ্ধি কামনা করছি।
সবার উপরে মানুষ সত্য বুঝলাম কিন্তু সবাই কি মানুষ?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
রুবিনা পাহলান বলেছেন: ধর্ম জানার জন্য যার যার ধর্মগ্রন্থ পড়লেই সব জানা যায় যেমন আমি যতটুকু জানি আল কোরআন থেকে কোন লেখকের বই পড়ে ধর্ম জানার কোন ইচ্ছাই নাই।
২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পার্থক্য অনেক।
হ্যাপী ব্লগিং।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ফেসবুকও গণতন্ত্রের মতো অশিক্ষিতের জায়গা।খুব ভাল বলেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭
জে আর সিকদার বলেছেন: ব্লগ জিন্দাবাদ, এ যেন আমারই না বলা কথা !
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দু জায়গাতেই পার্থক্য আছে কিছু না কিছু... আবার দু জায়গাতেই খোঁচাখুঁচির পাব্লিক আছে... সে যাক... শুভ হোক ব্লগিং!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
রুবিনা পাহলান বলেছেন: ধন্যবাদ।
২৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ------ফেসবুকও গণতন্ত্রের মতো অশিক্ষিতের জায়গা।
তা যা বলেছেন লাখ কথার এক কথা ।