![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যেদিন চলে যাবো সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে, দেশপ্রেমিক, ত্যাগী, বীর বিদ্রোহী-বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে-বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের দিনে তুমি যেন যেয়ো না-যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটা কথা স্মরণ করো।"
উপরের কথাগুলো আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। জাতীয় কবির ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭৬ সালের ২৭ আগস্ট (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ১৪ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
মৃত্যুর আগে তিনি লিখেছিলেন- “মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তাঁর ইচ্ছেনুসারে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
আমাদের প্রিয় কবি তাঁর এক কবিতায় বলেছেন, “আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে”। আমরা কখনও তোমাকে ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না।
আমার অন্তরের অন্তস্থলঃ থেকে তাঁর বিদেহী আত্বার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
হে আল্লাহ! তাকে তোমার দয়ার পরশে আবদ্ধ করো। আমিন!!!
©somewhere in net ltd.