নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

মন বনাম মস্তিষ্ক; সাধ বনাম সাধ্য; কল্পনা বনাম বাস্তবতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কেউ একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত, হেটে যাচ্ছেন মিষ্টির দোকান "রস" এর সামনে দিয়ে। উনি মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছেন হা করে, আর মিষ্টি গুলোও উনার দিকে তাকিয়ে আছেন হা করে। মন চাচ্ছে মিষ্টি খেতে আর ওদিকে মস্তিষ্ক বলছে, না না মিষ্টি খাওয়া যাবে না; মিষ্টি খেলে তোমার ক্ষতি হবে।
এটা মন বনাম মস্তিষ্কের যুদ্ধ।
আরেকজন মার্কেটে গেছেন শার্ট কিনতে। পকেটে আছে সব মিলিয়ে ১৬০০ টাকা। কিন্তু, যেই শার্টটা পছন্দ হয়েছে সেটার দাম ২৫০০ টাকা। সেটা কেনার অনেক ইচ্ছা থাকলেও কোন উপায় নেই।
এটা সাধ আর সাধ্যের লড়াই।
কারোও ইচ্ছা লেখক হবেন বা লেখাপড়া শেষ করে নিজের একটা ব্যবসায় দাড় করাবেন কিন্তু বাঁধ সাধলো পরিবার। বাবার স্বপ্ন ছেলে বা মেয়ে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে। বড় সরকারী আমলা হবে। অথবা মায়ের স্বপ্ন অন্য রকম কিছু একটা।
এটা নিজের স্বপ্নের সাথে অন্যের স্বপ্নের লড়াই।
কোন ছোট্ট একটা ছেলের স্বপ্ন অনেক বড় হবার। নিজের একটা বাড়ির, নিজের একটা গাড়ির। কিন্তু, বাস্তবতার মারপ্যাচে লেখাপড়া ছেড়ে সে ভর্তি হয় ড্রাইভিং স্কুলে। সে হয়ে যায় অন্য এক লোকের গাড়ির ড্রাইভার।
এটা কল্পনা আর বাস্তবতার লড়াই।
যেই মেয়েটা বরাবরই ক্লাসে ফার্স্ট হয়ে আসতো, ইচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হবার, পরিবারের পছন্দমতো বিয়ে করে সে হয়তো আজ শুধুই একজন সুগৃহিণী। আজোও ইচ্ছা করে ক্লাসে দাড়িয়ে লেকচার দিতে কিন্তু স্বামীর অনিচ্ছা আর শাশুড়ির নিষেধ, ইচ্ছাপূরণের চেষ্টা করতেও সাহস পান না।
যুদ্ধটা নিজের সাথে নিজের।
প্রতিনিয়তই আমরা এমন অনেক যুদ্ধের ভিতর দিয়ে যাই। কত স্বাদ, আহ্লাদ, ইচ্ছা, স্বপ্ন জলাঞ্জলি দেই হয়তো বাবামায়ের স্বপ্ন পূরণ করার জন্য বা বাস্তবতা মেনে নিয়ে বা নিজেকে প্রকাশ করার সাহসের অভাবে।
সবার স্বপ্নই পূরণ হোক। সবাই পাক নিজের স্বপ্ন পূরণের শক্তি আর সমর্থন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.