নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

কাজের বুয়া ও সততা

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭

২০১০ সালের কথা। তখন মতিঝিলে মেসে থাকি। কোচিং এ ভর্তি ও নানাবিধ খরচের জন্য বাড়ি থেকে প্রায় ১৫,০০০ টাকা পাঠিয়েছে।

টাকা তুলে রুমে এসে গোণার সময় বুয়া এসে জিজ্ঞেস করল "এত টাকা দিয়া কি করবেন?" উত্তর দিয়ে টাকা টেবিলের ড্রয়ারে রেখে দিলাম। কি রান্না করতে হবে বলে বাসা থেকে বাইরে আসলাম।

ড্রয়ারের চাবি সবসময় আমার মানিব্যাগেই থাকে। হঠাৎ খেয়াল করলাম মানিব্যাগে চাবি নেই। তার মানে ভুলে ড্রয়ারে তালা দেইনি। এক দৌড়ে বাসায় এসে দেখি ড্রয়ারে তালা দেয়া কিন্তু তালাটা উল্টা করে লাগানো। আমি কখনই উল্টা করে তালা মারি না। তাহলে নিশ্চয়ই অন্য কেউ ড্রয়ারে হাত দিয়েছে। ভয়ংকর কিছু একটা মনে আসছে। কি করবো বুঝতে না পেরে তালা ভেঙ্গে ফেললাম।

দুরুদুরু বুকে খামটা খুলে টাকা গুনে দেখি সব টাকা ঠিক ই আছে। কিন্তু, আমার মনে খটকা আমি তো উল্টা করে কখনই তালা লাগাই না, আজকে এমন হল কেন?
বিকাল বেলা ঘুমাচ্ছি এমন সময় বুয়া এসে জিজ্ঞেস করলো, "চাবিটা পাইছিলেন?" আমি বললাম, "না।" তখন উনি বললেন, সকালে আমার কাছে অনেক টাকা দেখলেন যে আমি ড্রয়ারে রেখেছি। কিন্তু যাওযার সময় দেখলেন ড্রয়ারটা খোলা। আমি তালা দেইনি। তালাটা টেবিলের উপর পরে ছিলো। তাই, উনি তালা দিয়ে চাবিটা আমার বালিসের কভারের ভিতরে রেখে গেছেন। আমি কভারে হাত দিয়ে চাবিটা বের করলাম।

সত্যিই ভালো মানুষ এখনও আছে তাই পৃথিবীটা এখনও টিকে আছে। স্যালুট এইসব মানুষদের।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

মজিদ মাহমুদ বলেছেন: সত্যিই ভালো মানুষ এখনও আছে তাই পৃথিবীটা এখনও টিকে আছে। স্যালুট এইসব মানুষদের।

+

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ মজিদ ভাই, সহমত প্রকাশ করার জন্য।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

গোধুলী রঙ বলেছেন: এই সব সততার যত গল্প শুনি তারা বেশির ভাগই সমাজের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষ, রিকশাওলা, সিএনজি ড্রাইভার, পুলিশের কনস্টেবল। আর যত বড়সড় চুরি চামারির খবর শুনবেন, পুলিশের এস পির এয়ারপোর্টে বিদেশি মহিলার মোবাইল চুরি, গুনে গুনে ঘুষ নেন, ইত্যাদি ইত্যাদি। তাই সমাজের এই সুবিধাবঞ্চিতদের সততায় চোখে জল এনে লাভ নাই , কারন তাতে কিছুই আসলে পরিবর্তন হয় না।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

রিয়াদ আল সাহাফ বলেছেন: তবু এরকম দুয়েকটি গল্প শুনিয়ে এদের প্রতি আমাদের কিছু মানুষের যদি সম্মান টা বাড়ে, আমরা যদি আরেকটু সহানুভুতিশীল হতে পারি, সমাজের উচু স্তরের একটা মানুষ যদি পরিবর্তন হয় তবেই এই গল্পের সার্থকতা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ছাসা ডোনার বলেছেন: ভাইজান পৃথিবীতে ভালমানুষের সংখ্যাই বেশী , তাদের খেয়াল করা হয় কম তাই বুঝা যায় না।আপনিও ভাল মানুষ তাই আপনার ভাগ্যেও ভাল মানুষ জুটেছে।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ ছাসা ডোনার, চমৎকার কমেন্টের জন্য । আসলে কারো ভালো কোন গুন সবসময় প্রচারের আড়ালে থাকে। এই গুন গুলো, গল্প গুলো সবার সামনে আনতে পাড়লে কিছু মানুষ তো উৎসাহী হবেই।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাল মানুষ!
আছে| অনেক আছে|

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

রিয়াদ আল সাহাফ বলেছেন: সেই ভালো মানুষদের গল্প গুলি চলুন সামনে নিয়ে আসি।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

ধমনী বলেছেন: এমন মানুষরা এখনো আছে বলেই বিশ্বাস টিকে আছে।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ ধমনী। কিন্তু, খারাপ মানুষের ভিড়ে আর কত দিন এই বিশ্বাস তিকে থাকবে সেটাই এখন দেখার বিষয়। এই বিশ্বাস তিকে থাকুক আজীবন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: শুনে ভালো লাগল। দীর্ঘদিন বেঁচে থাকুক -- ভালো মানুষগুলো।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ সুমন কর। এই ভালো মানুষদের শুভেচ্ছা।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

গেম চেঞ্জার বলেছেন: এইসব মানুষরা ভাল থাকুক। শুভকামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ, গেম চেঞ্জার।আপনিও শুভেচ্ছা জানবেন।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

প্রলয়শিখা বলেছেন: আমাদের মেসের বুয়াটাও এরকম। এমন মানুষদের জন্য মন থাকে উদার। দোয়া করতে বলে দিতে হয় না :)

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রিয়াদ আল সাহাফ বলেছেন: সম্মান এই সৎ মানুষদের।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুয়া তালা মেরেছেন বলে তাকে ভালোমানুষ বলছি।আমাদের মাইন্ডসেট দেখুন আমরা ধরেই নিয়েছি বুয়া শ্রেণীর যারা তারা টাকার লোভ সামলাতে পারেনা...............এটা কি সেল্যুট করার আড়ালে বরং তাকে অপমান করা হচ্ছেনা?
যদি ভাবতে পারতাম বুয়াও একজন স্বাভাবিক দায়িত্বশীল আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ তাহলে তার এই কাজটিকে এতোটা বিশেষ করে দেখার কি প্রয়োজন হতো?
আরো সহজ করে বলি ধরুন আপনার রুমমেট বা বাড়ীওলা যদি একি কাজ করতেন তাহলে তাকে কি আমরা স্পেশালি সেল্যুট করতাম?
আসলে সমস্যা আমাদের মাইন্ডসেটেই...............আমরাই তাদেরকে প্রকৃত মানুষের সম্মান দেইনা।
বস্তুত, তারা আমাদের চাইতে অনেক বেশী খাঁটি মানুষ।সেল্যুট দিলেই বরং তাদের সম্মানকে খাঁটো করা হয়।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

রিয়াদ আল সাহাফ বলেছেন: আপনার কথা মেনে নিলাম। কিন্তু একটু বাস্তবতায় এসে দেখুন কয়তা মানিব্যাগ, মোবাইল হারিএ গেলে ফেরত পাওয়া যায়? আমি অনেক বছর মেসে কাটিয়েছি। অনেক বছর বুয়ার রান্না খেয়েছি। সৎ মানুষের দেখা যেমন পেয়েছি, তেমনি পেয়েছি অসৎ মানুসের দেখা। তেল সবজি যে কি পরিমান চুরি হত তা বলে শেষ করা জাবেনা। আসলে, সময়টাই পালটে গেছে, অসৎ মানুসের ভিড়ে সৎ মানুষ খুজে পাওয়া কঠিন। তাই, এক্তু নিরেপক্ষ মানুস যে সৎ ও না আবার অসৎ ও না, এমন মানুষ দেখেই আমরা স্যালুট করি। দুধের স্বাদ ঘলে মিটানো আর কই।
ধন্যবাদ আপনাকে, বিশ্লেষণধর্মী মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.