নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

আয়নাবাজি; ঢালিউড সিনেমার দিন বদলের শুরু

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮

"লাগ ভেলকি, লাগ ভেলকি
আয়নাবাজির ভেলকি লাগ।"
সত্যিই প্রথম বারেই অমিতাভ রেজা আয়নাবাজির ভেলকি লাগিয়ে দিলো। আর চঞ্চল চোধুরী তো এক কথায় অসাধারণ। ইনাদের হাত দিয়ে সিনেমা হলগুলো আবার হাউজফুল হতে শুরু করল।
আমি মাঝেমাঝেই হলে গিয়ে বাংলা সিনেমা দেখি। তবে বাংলা সিনেমা বলতে মানুষ যে তাচ্ছিল্যের সুর টানে, এরকম আর কয়েকটা সিনেমা যদি ঢালিউড থেকে বের হয়, তবে সত্যিই সেই তাচ্ছিল্যটা আর থাকবে না।
আজকে বলাকা সিনেমা হলে বন্ধুরা মিলে আয়নাবাজি দেখলাম। আয়নাবাজি সিনেমার কাহিনী, লোকেশন, ক্যামেরা কোয়ালিটি, অভিনয় সব কিছুই চমৎকার।
শরাফত করিম আয়নার (চঞ্চল চোধুরী) মায়ের ক্যানসার। চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। আয়না সামান্য স্কুল মাস্টার। কে দিবে এতো টাকা?
তখন আয়না জড়িয়ে পরে এক আজব কাজে। তার একমাত্র সম্বল অন্যকে নকল করার অসাধারণ গুণ। সে শুরু করলো অন্যের বদলে জেল খাটা। এক কথায় জেলখানায় প্রক্সি দেয়া। কখনো কোন দুশ্চরিত্র ব্যবসায়ীর হয়ে, আবার কখনো কোন দুধের শিশুর প্রক্সি। কখনো দুই মাস, কখনো ছয় মাস। সেভাবেই টাকা লেনদেনের চুক্তি।
এর মধ্যেই চঞ্চল নাবিলার অসঙ্গায়িত কিছু একটা হয়ে যায়। ঠিক প্রেম বলা চলে না। বন্ধুত্বের চেয়ে বেশী কিন্তু প্রেমের চেয়ে কম।
সে ঠিক করে এই কাজ আর করবে না। কিন্তু আবার বাধ্য হয় এক রাজনৈতিক নেতার হয়ে প্রক্সি দিতে। তবে এবার আর বাঁচার উপায় নেই। হয়ে যায় ফাঁসির আদেশ।
শেষ পর্যন্ত ফাঁসি কি হলো? চঞ্চল নাবিলার মিল কি হলো?
অনেক বলে ফেলেছি। আর বলবো না। বেশী বললে পাইরেসীর কেস খেয়ে যেতে পারি।
বাকিটা নগদ টাকা খরচ করে দেখে আসুন। কথা দিচ্ছি লস্ হবে না। পয়সা উসুল হবেই। শিটি বাজাতে না পারলে শিখে যান। শিটি বাজাতে ইচ্ছা করবেই। আর হাসতে হাসতে পেট ব্যাথা হলে আমি বা অমিতাভ রেজা দায়ী নই।
আর হল থেকে ফিরে আইএমডিবি রেটিং এ ১০ এ ১০ দিতে কিন্তু ভুলবেন না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: কিছু টাকা ধার দিবেন্নি, হল থেকে ঢু মেরে আসি :-B

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩০

রিয়াদ আল সাহাফ বলেছেন: ঠিকানা দেই, নিয়ে যান।

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৬

খোকান বলেছেন: good movio from chonchol.

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

রিয়াদ আল সাহাফ বলেছেন: সত্যি ই অনেকদিন পর অনেক ভালো একটা মুভি দেখলাম।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

গেম চেঞ্জার বলেছেন: অল্প কথায় ভাল বলেছেন কিন্তু-

আর হল থেকে ফিরে আইএমডিবি রেটিং এ ১০ এ ১০ দিতে কিন্তু ভুলবেন না।

এটা ঠিক না। ওভার-রেটিং মোটেও ভাল ফল বয়ে আনবে না। এই মুভির রেটিং ৮.৫ এর বেশি হওয়া ঠিক হবে না। সো, ১০ এ ১০ দেয়াটা মোটেও ভাল সিদ্ধান্ত না। মুভিটির ১ম শো-ই দেখেছি! আর প্রতিক্রিয়া আমিও লিখেছি!

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই। আপনি সব পোস্টেই এত আগ্রহ নিয়ে পরেন এবং কমেন্ট করেন দেখে খুব ভালো লাগে।
আর রেটিং? ওটা আসলে বলার জন্য বলা! আমার কথা শুনে অনেকে হয়ত দেখবে কিন্তু শুধু ভালো লাগলেই রেটিং করবে। আমি তো ১০ এ ১০ ই দিলাম।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন:
ছোট কিন্তু ভালই বলেছেন।

তবে, এখনো যারা দেখেনি - তারা রিভিউ পড়ে পড়ে খুব বেশি প্রত্যাশা করছে। অতিরিক্ত প্রত্যাশার কারণেই এখন যারা দেখবে তারা হতাশ হবে। :(
এটাই অসুবিধা দেরী করার।

ওভারঅল রেটিং-এ আয়নাবাজি বাংলাদেশের টপ রেটেড মুভি হবে নিশ্চিত। ৮.৭/৮.৮ থাকবেই।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৭

একজন অমানুষ বলছি বলেছেন: শীঘ্রই দেখতে যাব .।.।.।.।।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

দ্র্রীঘাংচু বলেছেন: অায়নাবাজির শুরু..... এখান থেকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.