নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

এতিম ছেলে যখন বিয়ের জন্য উপযুক্ত পাত্র

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

আমার বাবা যেদিন মারা গেলো পরদিন রাতে পরিচিত এক মেয়ে আমাকে ফোন করলো। কুশল বিনিময়ের পর বললো,

- আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার একটু সময় হবে?
- হুম হবে। বলো
- আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনার মতামত কি?
- এখন কি এসব কথা বলার সময়?
- না, এক্ষুনি বলতে হবে।
- আমি চাইনা।
- কেন?
- আমি কোন কারণ ব্যাক্ষা করতে চাচ্ছিনা।
- না, বলতে হবে।
- তাহলে বলো, আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি।
- আপনার মা নেই, বাবাও নেই। বোনদের বিয়ে হয়ে গেছে। আপনার ঈদ করতে যাবারও কেউ নেই। তাই চাচ্ছি আপনার পাশে থাকতে। ঈদের সময় আপনাকে আমাদের বাসায় নিয়ে আসবো। আম্মুকে আপনার কথা বলেছি।
- আসলে এসব বিষয়ে হুট করে কোন কথা বলা ঠিক না। তুমি ভেবে দেখো, এটা আমার প্রতি তোমার সহানুভূতি, এটা ভালোবাসা না। কিছুদিন পর আমিও একটু ধাতস্থ হয়ে উঠবো, তোমার সহানুভূতিও কমে আসবে। তখন তোমার মনে হবে, আবেগের বশে কি বলে ফেললাম।
- আমার আবেগ ক্ষণিকের না। আর সত্য কথা হলো, এতিম ছেলে আমার খুব ভালো লাগে।
- এতিম ছেলে ভালো লাগে! কেন?
- কারণ ওদের যাওয়ার কোন জায়গা থাকে না। আমাকে ফেলে কখনো চলে যাবে না।
- এরকম মেন্টালিটি থাকা ঠিক না। তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, আমার সাথে এরকম কথা বলেছো, ঠিক আছে। কিন্তু, ভবিষ্যতে ভুলেও এরকম কথা আর কাউকে বলবে না। অন্যরা তোমাকে খুব খারাপ আর স্বার্থপর ভাববে। আড়ালে বা সামনেই গালি দিবে।
- আপনিও কি আমাকে তাই ভাবছেন?
- সেটা তোমার জানার প্রয়োজন নেই।
- তাহলে, আপনার উত্তর কি "না"?
- হুম, না।
- আপনি কি একটু ভেবে দেখবেন? আমি কছুদিন পর আবার ফোন করি?
- এ বিষয়ে আর ফোন না করাই ভালো। আর কয়েকদিন পর ফোন করলেও আমি একই কথা বলবো।
- আচ্ছা। পরে আমি বিয়ে করে ফেললে, আপনার কষ্ট হবে নাতো?
- না, বিয়ে করো। তবে আমার সাথে রাগ করে হুট করে বিয়ে করে ফেলোনা।
- সেটা নিয়ে আপনার ভাবতে হবে না।
- আচ্ছা, ভাববো না। আল্লাহ্ হাফেজ।

খট্ করে লাইনটা কেটে গেলো। মানুষের মানুষিকতা দেখে আমি অবাক হই। আর আমার মানুষিকতা দেখে ইনারা অবাক হয়। তারা ভাবে, মানুষ এতো খারাপ হয় কিভাবে। আমিই মনে হয় খারাপ।

(সম্পূর্ণটাই সত্য ঘটনা। শুধু অগোছালো কথাগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

মানবী বলেছেন: আপনার মা বাবার কথা জেনে খারাপ লাগলো, মহান আল্লাহ্ তাঁদের আত্মার শান্তি দিন।

মেয়েটি নিতান্তই সরল এবং বোকা। দুঃখজনক হলো এধরনের ভাবনা অনেকের মাঝেই দেখেছি, শুধু নারী পুরুষ ইভয়ের ক্ষেত্রেই অনেক নির্ঝন্ঝাট সংসার খুঁজে। এরা জানেনা পৃথিবীতে সম্পূর্ণ একা একটি মেয়ে বা ছেলেও যেকোন সময় ঘর ভেঙ্গে বেড়িয়ে পড়তে পারে। আর ঝন্ঝাট শশুরবাড়ি হওয়া অনেক ভালো তৃতীয় কোন নারী বা পুরুষ হবার চেয়ে- এই সত্যটা এরা বুঝতে পারেনা :-)

অনেক অনেক ভালো থাকুন।
পোস্টের জন্য ধন্যবাদ রিয়াদ আল সাহাফ।


২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

রিয়াদ আল সাহাফ বলেছেন: তবে এটা বোঝানোর চেষ্টা করেছি যে, কথা বলার জন্য মানুষের সময় জ্ঞান থাকা উচিৎ। আর মাত্র এতিম হওয়া এক ছেলেকেও এতিম বলার আগে একটু ভাবা প্রয়োজন। তবে, মেয়েটা সরল কিংবা বোকা হলেই ভালো। অন্ততপক্ষে ওর সম্পর্কে আমার বাজে ধারণাটার পরিবর্তন হবে। মানবী আপনাকেও ধন্যবাদ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

মানবী বলেছেন: কথা বলার যথেষ্ট জ্ঞান নেই বা কোথায় কি বলতে হয় জানেনা দেখেই তো বোকা বলেছি।

খুব সম্ভবত বাবা না থাকলে এতিম বলা হয়, সে অর্থে আমিও এতিম। তাই বলছি, এতিম শব্দটিতে অফেন্ডেড বোধ করার কিছু নেই। নিশ্চিত নই, তবে মনে হয় কোথাও শুনে্ছিলাম প্রাপ্ত বয়সে পিতৃহারা হলে তাকে আর এতিম বলা যায়না- ভুলও হতে পারে এই তথ্যটি!
একজন সজন হারানো মানুষের সাথে এধরনের আলাপ নিঃসন্দেহে অণুচিত তবে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে অনেকের মাঝে ঔচিত্যবোধ তেমন কাজ করেনা।

ভালো থাকুন রিয়াদ আল সাহাফ।



*মন্তব্যের উপরে ডান দিকে একটি সবুজ তীর চিহ্নের মতো আছে, সেখানে ক্লিক করে মন্তব্যের জবাব দিলে তা মন্তব্যের সাথে এ্যাটাচড্ হয়ে প্রকাশিত হবে।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩২

রিয়াদ আল সাহাফ বলেছেন: ইনডিভিজ্যুয়াল রিপ্লাইয়ের নিয়মটা জানতাম। কিন্তু তখন মোবাইল থেকে নেট চালানোর সময় এটা করা যাচ্ছিলো না। আপনাকে ধন্যবাদ মানবী।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: সময়টা ফ্যান্টাসির তাই আজকালকার বাচ্চারাও ভাবে একটু ফ্যান্টাসি করি। বন্ধু জীবন কিন্তু ফ্যান্টাসি না, বরই বন্ধুর।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: মেয়েটা যা ভেবেছিল হয়তো সরল মনেই ভেবেছিল ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

নতুন বলেছেন: Maybe she likes u but don't want to mention that. She is not a complicated one that's why started the conversation in this way.

Girls will never wanted to marry for his condition unless she likes her.

I would suggest you don't just refuse her for that day and what she told. Maybe she couldn't express herself. Better you talk with her and find out how much she likes u. - sorry for English comment, typing from M.phone.


৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

নতুন নকিব বলেছেন:



#নিশ্চিত নই, তবে মনে হয় কোথাও শুনে্ছিলাম প্রাপ্ত বয়সে পিতৃহারা হলে তাকে আর এতিম বলা যায়না- ভুলও হতে পারে এই তথ্যটি!#

-মানবী,
যা শুনেছেন, সঠিক।

রিয়াদ আল সাহাফ,
মেয়েটি মনে হয়, বেশি সরল। সময় জ্ঞান বলতে যা বলেছেন, তা হয়তো তার অতটা হয়ে ওঠে নি। আপনার বাবা মা দু'জনকে আল্লাহ পাক জান্নাত দান করুন।

ভাল থাকবেন।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি সবাইই এখন একটু বেশি নিজ স্বার্থ চিন্তা করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.