![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৮ সালে যখন প্রথম ফেসবুক চালাতাম, তখন হাতে গোনা কয়েকজন বাদে সবাই বাংলিশ লিখতো। কিন্তু গত কয়েক বছরে এ্যান্ড্রয়েড মোবাইলের সহজলভ্যতা, অভ্র, রিদ্মিক সহ ব্যবহারবান্ধব এ্যাপের কল্যাণে বাংলা বর্ণে লেখালেখির একটা জোয়ার বয়ে গেছে। বাংলা বর্ণে স্ট্যাটাস দেখতে খুব ভালো লাগে। কিন্তু পরিচিত, অপরিচিত অনেকেই বাংলা বানানের কিছু কঠিন কঠিন নিয়ম না জানায় বেশকিছু ভুল করে, যা দৃষ্টিকটু। এসব ভুলের জন্য সুন্দর স্ট্যাটাসগুলো তাদের সৌন্দর্য হারায়। বেশি ভুলগুলো হয় যুক্তাক্ষর লিখতে গিয়ে। তাই বহুল প্রচলিত কিছু যুক্তাক্ষরের নিয়ম লিখে দিচ্ছি।
মনে করেন কেউ "ছাত্রছাত্রী" লিখবে। এখন 'ত্র' আর 'এ' একরকম দেখায়, লিখে ফেলছে "ছাএছাএী" "ছায়েছায়ী"। বানানটা হবে, ছাত+র; ছাএ না।
তেমনি,
বিজ্ঞান কিন্তু বিগ্গান না। এটা হবে বিজ+ঞান।
জ্ঞান = জ+ঞান
অঞ্জন = অঞ+জন (ন+জ নয়)
চঞ্চল = চঞ+চল (ন+চ নয়)
কৃষ্ণচূড়া = কৃষ+ণচূড়া (ষ+ঞ নয়)
অক্ষয় = অক+ষয় (ক+খ নয়)
ব্রাহ্মণ = ব+রাহ+মণ
দ্বীপ = দ+বীপ
মৃন্ময় = মৃণ+ময় (ন+ম নয়)
আলিঙ্গন = আলিঙ+গন
অভ্র = অভ+র
রিদ্মিক = রিদ+মিক (দ+ন নয়)
অঙ্কন = অঙ+কন
বৃদ্ধ = বৃদ+ধ
ডিসেম্বর = ডিসেম+বর
ফাল্গুন = ফাল+গুন
গুণ= গ ু ণ
আত্মা = আত+মা
পাণ্ডিত্য= পাণ+ডিত+য
প্রস্তুত = প+রস+তুত
পরস্পর = পরস+পর
বঞ্ছনা = বঞ+ছনা
মুখস্থ = মুখস+থ (স+হ নয়)
ইনবক্স = ইনবক+স (ক+র নয়)
উত্তর = উত+তর (উওর নয়)
গ্রীষ্ম = গ+রীষ+ম (তবে উচ্চারণটা গ্রীস্য)
ভাষা হোক প্রাঞ্জল, নির্ভুল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
রিয়াদ আল সাহাফ বলেছেন: স্বাগতম।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৬
ওমেরা বলেছেন: ধন্যবাদ ।