নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদুল হক

আমি মার্কেটিং বিষয় নিয়ে পড়াশুনা করেছি। এবং সেলস নিয়ে ভাল কাজ করতে চাই এবং সমাজকে কিছু দিতে চাই।

রিয়াদুল হক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ৯৬

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

বন্ধুত্ব এই জাগতিক জিবনের সব চেয়ে বড় সম্পদ।এক মাত্র সম্পর্ক যে খানে যেকোনো কথা নির্ভয়ে ও নির্বিঘ্নে বলা যায়। একটি নিঃস্বার্থ অনুভূতি।গতকাল ছিল এক বর্ষণমুখর সন্ধ্যা।প্রাই ২০ বছর পর স্কুলজীবনের বন্ধুরা একত্রিত হই।তাইতো বর্ষার প্রবলতা বন্ধুত্তের টানের কাছে হার মেনেছে। প্রত্যেকেই কিছু না কিছু পারিবারিক ঝামেলা উপেক্ষা করে এই বন্ধু ভিড়ে সমাগম হয়েছে।রেজাল্ট যাই হোক অংশগ্রহণই প্রধান , আবার প্রমান হল বন্দুত্তের এই প্রতিযোগিতায়।যারা আসতে পারেনি অপেক্ষাই রইলাম পরের বছর।প্রত্তেকের অভিজ্ঞতার,বয়সের,চেহারার,কিছুটার পরিবর্তন আসলেও, সবাই আগেরমতই নিজ নিজ গুনে অনড়।হাসির ফোয়ারা ছুটেছিল গতকাল রাতে,উত্তেজনা ভরপর বন্ধুগন এদিক সেদিক ছোটাছুটি করছিলো। সত্যি! এই অল্প সময়ে কি বিশ বছরের তৃষ্ণা মিটে। সবাই সবার অর্ডার দেয়া ফুড এ ভাগ বসাচ্ছিলাম।এ যেন আজন্ম ক্ষুদা ভালবাসার,বন্ধুত্তের, শৈশবের।পুরো
রেস্তোরা টি ছল আমাদের দখলে। উত্তেজনা ছড়িয়ে গেল দেশ থেকে বিদেশে।প্রবাসি বন্ধুরা ডিজিটাল সপ্নে বিভোর ছিল। তাই তো ভিডিও বারতাই তাদের ছেলেপুলে কে সঙ্গে নিয়ে ছড়িয়ে দিল আনুপস্তিথির আকুতি।
বন্ধুরা সবাই ভাল থেকো, টিকে থেকো বেস্ততার ওই জংগলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বন্ধুরা সবাই ভাল থেকো, টিকে থেকো বেস্ততার ওই জংগলে।
++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.