![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরাই প্রথম আমরাই সেরা !!
১৯৪৭ আমরা ব্রিটিশ কলোনি থেকে
মুক্তি পেয়েছি সেই কবে ৬৮ বছর
আগে
১৯৫২ আমরা আমার ভাষার জন্য সেই
কবে ৬৩ বছর আগে লড়ে প্রান দিয়ে
জয়ী হয়েছি সেই কবে।
১৯৭১ আমরা দেশের জন্য যুদ্ধ করে ৩০
লক্ষ শহীদের যে স্বাধীনতা ভোগ
করছি
তাও আমরাই করেছি ।
তবে কেনই বা রবীন্দ্রনাথ বলতেন
বাংলাদেশের এই অংশ চাষা
ভুষাদের জাত,
আমরা বাংলার মান ধরে রাখতে
পারব না ।
তাই রবি ঠাকুর একবার এসে দেখে
যাও তোমার কলকাতায় যে উন্নয়ন
বাজেট হয়
তার অর্ধেকের ও বেশি খরচ হয়
বাংলাদেশের বৈশাখ ও
ফেব্রুয়ারিতে ।
এই খরচ কর্পোরেট ও বাক্তিগত উভয়ই হয়।
কলকাতার মানুষেরা বাংলার
চেয়ে হিন্দি বলায় প্রধান বেশি ।
আমরাই প্রথম আমরাই সেরা !
১৪২২ বাংলা নববর্ষের শুভেচ্ছা
সকলকে ।
শুভেচ্ছা সম্রাট আকবর ।
(সংগ্রহীত)
১৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:০২
Riazkhan বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬
ভ্রমরের ডানা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা