![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
“Some people seem to fade away but then when they are truly gone, it's like they didn't fade away at all.”
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই’… রবি ঠাকুরের ছোটগল্প ‘জীবিত ও মৃত’ র একটি বিখ্যাত উক্তিকে কিছুটা পরিমার্জিত করে আজকের শিরোনাম দিলাম... ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই’ । হ্যাঁ সেই কাদম্বরী দেবীর কথায় বলছি... রবি ঠাকুরের শৈল্পিক সৃষ্টিগুলোর প্রেরণা ছিলেন যিনি...জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী। অনেকেই তার সাথে রবি ঠাকুরের সুপ্ত প্রণয়োপাখ্যান বর্ণনা করেছেন সাবলীলভাবে!! তার প্রণয়ের সম্পর্ক নিয়ে চর্চা চলে বেশি, যতটা না তার নিজ অস্তিত্ব ঘিরে...মানবসৃষ্ট প্রণয়োপাখ্যানের ট্রাজিডিক নায়িকা ছাড়া কাদম্বরী দেবী কি আর কিছুই ছিলেন না? কাদম্বরী দেবীর জীবনকাল রহস্যে ঘেরা না থাকলেও তার মৃত্যু অনেক বেশি রহস্যমণ্ডিত ছিল। অনেকে বলেন রবি ঠাকুরের বিবাহের চার মাসের মাথায় তার আত্মহত্যার ঘটনা নাকি নিছক অভিমান ছাড়া আর কিছু নয়। সত্যি কি তাই? না এর পিছনে লুকিয়ে রয়েছে আরও কোন ঘটনা। আজকের ব্লগ স্বয়ং কাদম্বরী দেবী এবং খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কাদম্বরী’ মুভিটি নিয়ে...
কাদম্বরী দেবীর ইতিবৃত্ত :
১৮৫৮ সালের দিকে জন্ম নেয়া কাদম্বরী দেবী ছিল ঠাকুর বাড়ির কর্মচারীর মেয়ে। তার বাবা ঠাকুরদের বাজার হাট করে দেয়ার, ফরমায়েশ পূরণ করার কাজ করত। অনেকে প্রশ্ন রাখবে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কর্মচারীর মেয়ে কিভাবে ঘরের বৌ হল? ঠাকুর পরিবার ব্রাহ্ম সমাজের অনুসারী বিধায় তাদের কোন ধরণের কূলভেদ প্রথা ছিল না মূলত কি তাই? এটা আংশিক সত্য, পুরোটা না। ঠাকুর পরিবার পিরালী ব্রাহ্মণ গোত্রীয় এবং এই শ্রেণীর ব্রাহ্মণেরা অতিশয় গোঁড়া মানসিকতা সম্পন্ন নয় আদিকাল থেকেই... ডোমের হাতে ভাত খেতে নেই, মেথরের ছোঁয়া লাগতে নেই এগুলো তৎকালীন সমাজের অন্ধ এবং কুসংস্কারাচ্ছন্ন নিয়ম কানুন তারা মানত না।কিন্তু তাদের প্রতিপত্তির কারণে তাদের সমপর্যায়ের উচ্চবংশীয় মানুষেরা তাদের বিরুদ্ধে কোন কথাও বলতে পারত না, পক্ষান্তরে তারা একটু সংকীর্ণ চোখে দেখত পিরালী ব্রাহ্মণ ঠাকুরদের। এসব কারণে উচ্চবংশীয় কোন পরিবার সাধারণত নিজেদের মেয়ের বিবাহের সম্বন্ধ ঠাকুর বাড়িতে করতে অপারগ হত। সেই ক্ষেত্রে ঠাকুর বাড়ির কর্মচারী কিন্তু বংশ পরিচয় ভালো, সম্বন্ধের ক্ষেত্রে এসব পরিবারের মেয়েদের একটা প্রাধান্য থাকত তাদের কাছে। কাদম্বরী দেবী সেরকম একজন ছিলেন এবং সে ছোটকালে ঠাকুরবাড়িতেই মানুষ হয়েছিলেন। তার বিবাহ সম্পন্ন হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের সুপুত্র জ্যোতিরিন্দ্রনাথের সাথে, বয়সে যে তার থেকে দশ বছরের বড় ছিল। তৎকালীন সমাজ ব্যবস্থায় ঠাকুর বাড়িতে মেয়েদের শিক্ষাব্যবস্থার উত্তম পরিবেশ ছিল। তারা নারীশিক্ষা, চিন্তার স্বাধীনতা, ব্যাক্তি পরিস্ফুটনের ব্যাপারে অন্যান্য অনেক উচ্চকূলশীল পরিবারের তুলনায় আলাদা ছিল। ১৮০০-১৯০০ শতকে বাঙালি উচ্চবিত্ত সমাজের নারীদের শিক্ষিত হওয়া যেখানে অচিন্ত্যনীয় ব্যাপার ছিল, নারীরা অসূর্যস্পর্শ্যা হয়েই জীবন পার করে দিত কোন কোন ক্ষেত্রে...সেখানে ঠাকুর পরিবার তাদের ঘরের নারীদের জন্য শিক্ষা, সংস্কৃতির পরিবেশ কিছুটা হলেও উন্মুক্ত করেছিল। কাদম্বরী দেবী তার স্বামীর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেছিল বিবাহ পরবর্তী জীবনে। কিন্তু সে কিছুটা নিম্নবিত্ত পরিবার থেকে ঠাকুর বাড়ির বৌ হওয়ায় সেই পরিবারের অনেকেই সেটা স্বাভাবিক দৃষ্টিতে দেখেননি এবং মেনেও নিতে পারেননি বিশেষত সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং তার পত্নী জ্ঞানদানন্দিনী দেবী। অত বড় বাড়িটিতে স্বামী ভিন্ন তার কথা বলার একমাত্র সাথী হিসেবে এগিয়ে আসে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের অসংখ্য সাহিত্যকর্ম এমনকি শেষ বয়সের চিত্রকর্মের প্রেরণা এবং আধার সেই কাদম্বরী দেবীই ছিল। ‘তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা...এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ’ কথাটি যেন রবি ঠাকুরের সাথে তার বৌঠানের আত্মিক এবং পারলৌকিক সম্পর্ককে নির্লিপ্তভাবে ব্যাখ্যা করে। রবীন্দ্রনাথ রচনা করতেন, কাদম্বরী নিজের জীবদ্দশাতে তা পরিমার্জন। তাকে সংশোধনের দায়ভার, সাহিত্যের ভুলত্রুটির অভিভাবকত্ব কাদম্বরীই যেন নিয়েছিলেন। অনেকে বলে থাকেন ‘নষ্টনীড়’ এর ছোটগল্প নাকি রবি ঠাকুর আর কাদম্বরী দেবীর জীবনেরই গল্প... একাকিনী চারুশশী যেমন অমলকে নিজের মনস্তত্ত্বের সঙ্গী এবং সুখ দুঃখের অবলম্বন বানিয়েছিল, কাদম্বরীও ঠিক তাই। অনেকে তাদের ঘিরে রগরগে প্রেমের উপাখ্যান তৈরি করেছেন বছরের পর বছর ধরে...... মেনে নিতে পারেনি রবি ঠাকুরের জীবনে আরেক মানুষের আগমন, এই কারণে কাদম্বরী মরেছিল !! সে আগেও বিতর্কে ছিল, এখনও... তাকে নিয়ে তত্ত্বের কমতি নেই... কিন্তু সত্যি তার জীবন যদি খুব খতিয়ে দেখা হয় অনেক বেশি দুঃখজনক ছিল তার পরিণতি। নষ্টনীড়ের ঘটনাটিও যদি দেখা যায় তাদের সম্পর্কের উপাখ্যান রূপে ,সেখানে কি কোন রগরগে প্রেমের চনমনে বর্ণনা আদৌতে রয়েছে? অপেক্ষা আর দীর্ঘশ্বাস এর মাধ্যমে চারুর দিন শেষ হয়... কাদম্বরীর পরিণতিও কি তাই নয়? কাদম্বরী দেবী বিহারীলাল চক্রবর্তীর অত্যন্ত গুণগ্রাহী ছিল এবং বিহারীলালও তাকে খুব স্নেহের চোখে দেখতেন। সারদামঙ্গল প্রকাশের পর কাদম্বরী দেবী বিহারীলালকে এক খানি আসন বুনে দিয়েছিলেন দুই ছত্র পঙক্তি সহ--
‘হে যোগেন্দ্র! যোগাসনে ঢুলু ঢুলু দু-নয়নে
বিভোর বিহ্বল মনে কাঁহারে ধেয়াও? ’
সেই বিহারীলালের-ই কিছু কিছু কথার সাথে কাদম্বরী দেবীর জীবন যেন দৈবিকভাবে মিলে যায়—
‘হা নাথ! হা নাথ! গেল গেল প্রাণ,
মনের বাসনা রহিল মনে!
ধেয়ায়ে ধেয়ায়ে সে শুভ বয়ান,
বিরহিণী তব মরিল বনে।
এস এস অয়ি এস এক বার,
জনমের মত দেখিয়ে যাই;
এ হৃদয়-ভার নাহি সহে আর,
দেখে ম’লে তবু আরাম পাই।
হা হতভাগিনী জনমদুখিনী!
শিরোমণি কেন ঠেলিনু পায়;
মাণিক হারালে বাঁচে না সাপিনী,
শুনেছিনু তবু হারানু হায়!
অয়ি! নাথ তুমি দয়ার সাগর,
আনি মাতাপিতা-বিহীনা বালা;
আহা! তবু কত করিয়ে আদর
খুলে দিলে গলে গলার মালা।
আবোধিনী আমি কেহ নাই মোর,
কেন শুনে কান ভাঙানো কথা
ফিরে দিনু তব প্রেম-ফুল-ডোর;
বুঝিতে নারিনু ব্যাথীর ব্যাথা!
সেই তুমি সেই সজল নয়ানে,
কাতর হইয়ে গিয়েছ চলি;
যে বিষম ব্যাথা পেয়েছি পরাণে,
এ বিজন বনে কাহারে বলি।
খেদে অভিমানে চলি চলি যায়,
ফিরে নাহি চায় আমার পানে;
দেহে থেকে যেন প্রাণ লহে ধায়,
যাই যাই আমি, যায় যেখানে।
পিছনে পিছনে তোমার সহিতে,
ধেয়েছিনু নাথ আনিতে ধোরে;
মান লাজ ভয় আসি আচম্বিতে,
ধোরে বেঁধে যেন রাখিল মোরে।
হাঁপায়ে উঠিল প্রাণের ভিতর
বিঁধিতে লাগিল মরম-স্থান;
ডুবিল তিমির ধরা চরাচর,
ঘোর অন্ধকার হইল জ্ঞান। ’
অবশেষে এই কাদম্বরী দেবীই আত্মহত্যা করেছিলেন ১৮৮৪ সালের ২১ শে এপ্রিল মাত্রাতিরিক্ত আফিম সেবনে। প্রবঞ্চনায় সে নিজের প্রাণ সমর্পণ করেছে নাকি প্রণয়ে, অভিমানে মরেছে নাকি পারিবারিক অশান্তির শিকারে কোনটারই স্বচ্ছতা ঠিকভাবে নাই এটা যেমন সত্যি তেমন আরেকটি ব্যাপারও লক্ষণীয়, তার আত্মহত্যা সম্পর্কে ঠাকুর পরিবার আগাগোড়াই নির্বিকার এবং নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। হাজারো বিতর্কের সূচনা তার পর থেকেই...রবি আর কাদম্বরীর সম্পর্ক যেন শুধু গুপ্ত প্রণয়ের সুপ্ত উপাখ্যান হয়ে পড়ল...এর বেশি আর কিছু নয়। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের অন্যতম প্রেরণাদাত্রী এই অনন্য মানুষটি হয়ে পড়ল ঠাকুর পরিবারের বিতর্কিত সদস্যা। এবং সেই সাথে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।
কাদম্বরী সিনেমার সংক্ষিপ্ত বর্ণনাঃ
সিনেমা শুরু হয় নতুন বৌঠান কাদম্বরীর মৃত্যুর মধ্যে দিয়ে। কি কারণে, এবং ঠিক কেন সে নিজের এমন পরিণতি টানতে বাধ্য হয়েছিল সেই ঘটনা উন্মোচিত করেছেন পরিচালক মহাশয় সর্বশেষে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এই নতুন বৌঠানের আগমন ঘটেছিল ১২৭৫ বঙ্গাব্দের আষাঢ় মাসের এক রবিবারে। দশ বছর বয়সী কাদম্বরী দেবীর বিবাহ সম্পন্ন হয়েছিল উনিশ বছর বয়সী জ্যোতিরিন্দ্রনাথের সাথে। ঠাকুর বাড়িতে তার বয়সী বলতে আর কেউ ছিল না সেই সময়... শুধুমাত্র তার দুইবছরের ছোট ঠাকুরপো রবীন্দ্রনাথ বাদে। কাদম্বরী ছিল ঠাকুর বাড়ির কর্মচারীর মেয়ে...ঠাকুর বাড়ি খুব একটা রক্ষণশীল এবং জাত-কূল ভেদাভেদ সম্পন্ন না হলেও উচ্চ-নিম্ন কূল জ্ঞান তাদের বাড়ির কিছু কিছু মানুষের মধ্যে ভালো ভাবেই ছিল। বিবাহের পর থেকে কাদম্বরী বুঝতে পারে তার বাবা আর কিছু হলেও উচ্চবিত্ত এই পরিবারের আত্মীয়ের সম্মান পাবে না। সব কিছু মেনে নিয়ে সংসার করতে থাকে সে। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ অনেক বড় মানসিকতার মানুষ হলেও সঙ্গী হিসেবে তাকে কখনই সময় দিতে পারতেন না বিভিন্ন অজুহাতে। তার ব্যবসা, প্রিন্টিং শিল্প তার কাছে মুখ্য বিষয় ছিল,আর কাদম্বরী দেবী সুসজ্জিত আসবাব স্বরূপ। ঠাকুরবাড়ি খুব একটা রক্ষণশীল এবং গোঁড়া পরিবার না হওয়ায় এই বংশের মেয়ে, বৌরা সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার জন্য পুরুষদের মতই সমান সুযোগ পেত। ঘরের বৌ রান্নাও করবে, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনও পড়বে... বিভেদ ছিল না। নতুন বৌঠানের বিশেষত্ব ছিল তার সংস্কৃতিমনা চিন্তা চেতনা। যখন থেকে সে ঠাকুর বাড়িতে আসে তার পর থেকে সে সারা বাড়ি ঘুরে ঘুরে এর ওর সাথে কথা বলার ফাঁকে ফাঁকে নিজের জ্ঞানের সীমিত ভাণ্ডারকে ব্যাপ্ত করতে থাকে। আর তার খেলার, খুনসুটি করার, মনস্তত্ত্বের সঙ্গী হয়ে পড়ে ঠাকুরপো রবি। রবি কিছু একটা লিখলে প্রথমেই দেখাতে নিয়ে আসত তার নতুন বৌঠানকে। কাদম্বরী নিজের গভীর দৃষ্টিকোণে তার ভুলগুলো সংশোধনে কখনও ত্রুটি করত না। তার অন্দরমহল শূন্য থাকলেও, অন্তরমহল পরিপূর্ণ ছিল। তার এই বৈশিষ্ট্যের কারণে তাকে এমনও শুনতে হয়েছে ‘ঠাকুর বাড়ির বৌ হয়েছ বলে কি রান্না ঘরে আসতে নেই, সারাদিন সাহিত্যচর্চা নিয়ে থাকলেই হবে’...সবার মাঝে থেকেও কাদম্বরী কোথায় যেন একা ছিল। যে মানুষটি অভিভাবকত্ব নিয়ে কাদম্বরীকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিয়ে আসে, এক সময় তার কাছেই সে মূল্যহীন হয়ে পড়ে। তাকে বরণ করে নিতে হয় নিয়তির অসীম পরিহাস। ঠিক কি কারণে কাদম্বরী আত্মহত্যার পথ বেছে নেয়? রবির সাথে প্রণয়ঘটিত সম্পর্ক মূখ্যত দায়ী না অন্য কিছু? যদি প্রণয়ঘটিত কোন কারণে সে আত্মহত্যা করেই থাকে তাহলে তার ময়নাতদন্ত কখনও হয়নি কেন? ঠাকুরবাড়ির সদস্যরা মৃত্যুর সম্পর্কে কোন মাথা ব্যথা আর করেনি কেন? এই সিনেমা দেখার আগ্রহ সৃষ্টি হয় একটা কারণেই, এর শিরোনাম---‘কাদম্বরী’… এই একটা চরিত্র নিয়ে বছরের পর ধরে এত বেশি বিতর্ক হয়েছে যে বলতে বাধা নেই ‘কাদম্বরী মরেও বাঁচে নি’। সিনেমার ভুল ভ্রান্তি প্রচুর চোখে পড়বে, বিশেষ করে ১৯০০ শতকের আন্দাজে তাদের জীবনযাত্রার প্রণালী। তিন তলা কেক থেকে গ্লসি পেপারের বঙ্গদর্শন...অনেক কিছুরই অসম বিন্যাস রয়েছে এতে। কিন্তু এসব কিছু বাদ দিলে যদি সিনেমার দিকে তাকানো যায় তাহলে বলব, একবার হলেও দেখা উচিত। একা কাদম্বরী নিজের মৃত্যুর জন্য দায়ী যে নয় তা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছি এই সিনেমা দেখার পর। মানুষের অবজ্ঞা, সম্মানের নামে প্রবঞ্চনা বেশিদিন চিত্তে সয় না... ১৯০০ সালের কাদম্বরী আর ২০০০ সালের আলেয়া বিবির মধ্যে খুব একটা বেশি যে পার্থক্য নেই তা দুর্বোধ্য ব্যাপার মনে হয়না এটা দেখার পর। জন্ম থেকে জন্মান্তরে মেয়ে মানুষ দোষী ছিল, দোষী থাকবে... প্রবঞ্চনা সইতে না পেরে আত্মহত্যা করলে মানুষ বলবে ‘কুলটা ছিল হয়ত, যা হয়েছে ভালোই হয়েছে’! কাদম্বরী দেবীর চারিত্রিক ব্যবচ্ছেদ এর বাইরে কেউ তার একটা আলাদা মনস্তাত্ত্বিক দিক নিয়ে ভালভাবেই বিশ্লেষণ করেছে সিনেমাটাতে। সুমন ঘোষের পরিচালনা ত্রুটিপূর্ণ হলেও যুক্তিশূন্য মনে হবে না।
“কাদম্বরী ২০১৫”
অভিনয়: কঙ্কনা সেনশর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, কৌশিক সেন।
কাদম্বরী দেবীর জীবনাবসানের পর বিহারীলাল চক্রবর্তী তাকে উৎসর্গ করে ‘সাধের আসন’ নামের একটি কাব্যগ্রন্থ লেখেন যার কয়েক লাইন উদ্ধৃত করে আজকের পোস্টের ইতি টানব—
‘হা দেবী! কোথায় তুমি
গেছ ফেলে মর্ত্যভূমি?
সোনার প্রতিমা জলে কে দিল রে বিসর্জন?
কারো বাজিল না মনে,
বজ্রাঘাত ফুল-বনে!
সাহিত্য-সুখের তারা নিবে গেল কি কারণ?
ওই যে সুন্দর শশী,
আলো করে আছে বসি!
চিরদিন হিমালয়,
কি সুন্দর জেগে রয়!
সুন্দরী জাহ্নরী চির বহে কলস্বনে;
সুন্দর মানব কেন,
গোলাপ-কুসুম যেন-
ঝ’রে যায়, ম’রে যায়, অতি অল্পক্ষণে!’
**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!!
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৪
রিকি বলেছেন: আপু অনেক কষ্টের পরে আজ দুপুরে পোস্ট করতে সমর্থ হলাম অবশেষে। মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইল
২| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৪
অপু তানভীর বলেছেন: কাদম্বিনীকে রেস্পেক্ট !!
১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৪
রিকি বলেছেন: অপু ভাইকে স্যালুট
কিন্তু কাদম্বিনী কে নিয়ে তো লিখিনি আমি, কাদম্বরীকে নিয়ে লিখেছি !!!!! কাদম্বিনী তো জীবিত ও মৃত তেই ঘ্যাচাং হয়ে গেছে !!!!
৩| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: পুরোটি পড়িনি। কিছু পড়লাম তবে ছবিটি দেখার লিস্টে রাখলাম।
১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
রিকি বলেছেন: দাদা এই একটা চরিত্র নিয়ে যত বিতর্ক রয়েছে...কিছুটা হলেও সিনেমাটাতে কাদম্বরীর একান্ত ব্যাক্তিগত জীবনটাকে তুলে ধরা হয়েছে নাকি তার পরকীয়া দিক...এবং যে কারণে তাকে নিয়ে লেখা....তার ব্যাক্তিসত্ত্বা নিয়ে কিন্তু কেউ কোন কথা বলে না, সে কেমন ছিল, কি ছিল...কিন্তু চরিত্র নিয়ে ব্যবচ্ছেদ করতে কেউ বাদ দেয় না...সে অনেক Enriched ছিল দাদা....
৪| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
উর্বি বলেছেন: ভালো লাগল
১১ ই জুন, ২০১৫ রাত ৮:০৩
রিকি বলেছেন: আপুকে প্রথমত আমার ব্লগে স্বাগতম জানায় এবং মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ....
৫| ১১ ই জুন, ২০১৫ রাত ৮:১৪
কোজাগরী চাঁদ বলেছেন: দারুন লিখেছেন। অসাধারণ!
১১ ই জুন, ২০১৫ রাত ৮:২৫
রিকি বলেছেন: আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ রইল
ভালো থাকবেন
৬| ১২ ই জুন, ২০১৫ রাত ৩:৩৬
প িথক বলেছেন: তুমি কি কেবলি ছবি এই গানটি কাদম্বরীর মৃত্যুর পর কাদম্বরীর উপর লেখা।
১২ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৭
রিকি বলেছেন: অনেক গানই তার উপর লেখা ভাই--- যেমন আমার প্রাণের পড়ে চলে গেল কে। এই গানের একটা ছোট্ট ঘটনা ব্লগার শায়মা আপু বলেছিল
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৭| ১২ ই জুন, ২০১৫ ভোর ৪:৪০
ঊনজ্ঞানী বলেছেন: বিষয়টি বেশ ইন্টারেস্টিং আর মিস্টেরিয়াস। 'প্রথম আলো'তে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কটারে প্রেমে/পরকীয়ায় সীমাবদ্ধ করেন নাই বোধ হলো। তবে অভিমানটা কার উপর তা এক রহস্যই।
পোস্টের জন্য ধন্যবাদ। মুভিটাও দেখব।
১২ ই জুন, ২০১৫ সকাল ৭:৪৩
রিকি বলেছেন: 'প্রথম আলো'তে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কটারে প্রেমে/পরকীয়ায় সীমাবদ্ধ করেন নাই বোধ হলো। কিছু কিছু সম্পর্ক রয়েছে ভাই, যেগুলোও অনেক বেশি অধিকারের, অনেক বেশি অভিমানের--- আমরা সাধারণ কয়েকটা সম্পর্কের নাম দিয়ে সম্পর্কগুলোকে ব্যাখ্যা করতে চায়---- সব সম্পর্ক কি ব্যাখ্যা করার মত না তার নাম দেয়া যায় ??? এই সম্পর্ক হয়ত ঠিক তাই ছিল
মুভিটা দেখেন। মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইল।
৮| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:৪১
আরণ্যক রাখাল বলেছেন: প্রথম আলোর কাদম্বরীই বোধহয় আসল কাদম্বরী| খুব চেনা মনে হয় তাঁকে| রবীন্দ্রনাথ মানেই বাংলা সাহিত্য আর রবি ঠাকুরের প্রেরণা তাঁর বৌঠান|তাদের রহস্য আরো অনেকদিন বেঁচে থাকবে| মোনালিসা রহস্যের মত| থাকনা কিছু রহস্য
১২ ই জুন, ২০১৫ সকাল ১০:২১
রিকি বলেছেন: রহস্যের আছে জন্যই হয়তবা এখনও মানুষের আগ্রহবোধ রয়েছে ভাই--- সেই মোনালিসাই হোক, আর কাদম্বরী দেবীর ক্ষেত্রেই হোক
অমলিন রয়ে যাবে তারা রহস্যজনক ভাবে
৯| ১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৪
সাহসী সন্তান বলেছেন: মন্তব্য করার জন্য এর আগে অনেক বার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি.......!!
অবশেষে সফল হলাম মনে হয়!! অনেক কথা বলার ছিল, কিন্তু এখন আর তা মনে নেই!! তবে লেখাটা খুব সুন্দর। ছবিটা দেখার আশা রাখছি!!
১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৩
রিকি বলেছেন: ভাই দুইদিন ধরে মন্তব্য করতে গিয়ে আমারও দশা বেহাল !!!!!
পোস্টটি পড়ার জন্য এবং মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ রইল
ছবিটা মিস করেন না
১০| ১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৯
জেন রসি বলেছেন: কবিগুরু এমনিতেই ভীতু ছিলেন।
তাই নির্বিকার ছিলেন।
পোষ্ট ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৬
রিকি বলেছেন: আহা কতদিন পর আপনার মুষ্টিবদ্ধ অ্যানিমিটার ছবি আবার দেখলাম !!!! মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
১১| ১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২
নতুন বলেছেন: দেখতে হবে ছবিটা,,,
১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
রিকি বলেছেন: আশা করি মুভিটা ভাল লাগবে
১২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ১১:০৫
রাবেয়া রব্বানি বলেছেন: আমার কাছে পুরোটাই একটা গোজামিল কাহিনী লেগেছে। যে স্ক্রিপ্ট লিখেছে সেও ভীতু যে পরিচালনা করেছে সে অ ।
যথেষ্ট জড় একটা মূভি। কাদম্বরীর পক্ষ থেকে গল্পটা দেখানোর মানে এই না যে ছোট একটা বাকশে কাপড় গূজতে থাকা । আপনার সাথে একমত আমিও একটা রিভিউ লিখব।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:১১
রিকি বলেছেন: ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু
১৩| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাদম্বরী দেবীর সম্পর্কে জানার খুব ইচ্ছা ছিল, আপনার পোস্ট পড়ে অনেকটা জানা হল। ইচ্ছা আছে সিনেমাটি দেখে ফেলার।
ভালো থাকুন সবসময়।
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৮
রিকি বলেছেন: বোকা ভাই বোকা ভাই
এই মুভি দেখা চাই----
তবে এই লেখার মুখ্য উদ্দেশ্য কিন্তু কাদম্বরী দেবীর এক অন্য চিত্র তুলে ধরা--- সিনেমাটা যোগ করেছি একটা কারণে ঐ যে বললাম কিছুটা হলেও ব্যাক্তিগত দিকটা ফুটিয়ে তুলেছে সিনেমাটা-- বিশেষত মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো
১৪| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:০০
দীপংকর চন্দ বলেছেন: মানুষের জীবন বহুবিচিত্র মনস্তাত্ত্বিক স্রোতপ্রবাহে পূর্ণ!
বিভিন্ন মনোরাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় কোনটি কখন সত্যিকার অর্থে প্রভাবকের ভূমিকা পালন করে মানুষের কার্যক্রমে, সরল সিদ্ধান্তে উপনীত হওয়া সহজসাধ্য নয় মোটেই!
জ্যোতির চরিত্রের তীব্র বহির্মুখীনতার ধনাত্মক দিক বিবেচনায় রাখা উচিৎ কাদম্বরী সংক্রান্ত আলোচনায়।
স্বদেশী ভাবধারার অগ্রপথিক এবং বহুমুখী প্রতিভার অধিকারী জ্যোতির সাথে কাদম্বরী দেবীর অন্তর্মুখীন চরিত্রের একটা বিপরীতধর্মী বিরহভূমি তৈরী হয়েছিলো বিবাহ পরবর্তী সময় থেকে স্বাভাবিকভাবেই।
আরো অনেক অনেক বিষয় অনুপুঙ্খ ভাবনার এবং উপযুক্ত তত্ত্ব-তথ্য-প্রমাণের দাবী রাখে বহুল আলোচিত এই ঘটনার ব্যবচ্ছেদে।
হোক আলোচনা, হোক বিশ্লেষণ বিভিন্ন আঙ্গিকে!
প্রিয়তে থাকলো।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৫
রিকি বলেছেন: সত্যি বলতে কি দাদা এই পোস্টে আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। আমার আলোচ্য বিষয় কাদম্বরী ছিল, তাই জ্যোতিকে কিছুটা ঊহ্য রেখে দিয়েছি--- কাদম্বরী দেবীকে কেন্দ্র করে যে চরিত্রহরণ হয়ে থাকে তার একটা বিপরীতমুখী প্রয়াস ছিল, আর কোন বিষয় নিয়ে মানুষ মাথায় ঘামাতে চায় না...... এই কারণে শুধু কাদম্বরীর উপরেই focus টা করেছি। জ্যোতি যেমন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তার সহধর্মিণীও সে পর্যন্ত না গেলেও কিন্তু নেহাত কম কিছু ছিলেন না, গুণীর সান্নিধ্যে হোক না কেন তিনি গুণবতী ছিলেন... তারপরেও সে কিছুটা হলেও উপেক্ষিত ছিল দাদা। তখন কার সময়ের কথা যদি বিবেচনাতে আনা যায়, মেয়ে মানুষ হেঁসেল আর ঘর সামলানো ছাড়া কিন্তু আর কোন দিকে মাথা দাওয়ার মত অবকাশ পেত না দাদা--- কাদম্বরী দেবী ঠাকুরবাড়িতে সেটা পেয়েছিল, তার মনস্তাত্ত্বিক জগত অনেক বেশি বিস্মৃত ছিল যার কিছুটা ভাগীদার জ্যোতি বাবু নিজেই। কাদম্বরী focusing point কেন দাদা-- ঐ যে বললাম মানুষ তার চরিত্রের চিরহরণ করতে চায়, কিন্তু কেউ দেখতে চায় না, রবীন্দ্র সাহিত্য এবং অন্যান্য সৃষ্টিকর্মের অন্যতম অংশ সেই মানুষটি অনুপ্রেরণাদাত্রী বেশি ছিল--- সে নিজেও সমৃদ্ধ ছিল, এটা মানুষ পাশ কাটিয়ে যেতে চাই--- তাই এটা নিয়েই শুধু কথা বলেছি। মন্তব্যে অনেক অনেক ভালো লাগা দাদা।
ভালো থাকবেন
১৫| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:২১
সোহহম্ জিৎ বলেছেন: ধন্যবাদ এত তথ্যবহুল পোস্ট শেয়ারের জন্য ++++
৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:২১
রিকি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
আরজু পনি বলেছেন:
অনেক অভিনন্দন রইল, রিকি ।
জেনে অনেক ভালো লাগছে ।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২
রিকি বলেছেন: আপনার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা রইল আপু। উদ্যোগটা তো আপনিই নিয়েছিলেন।
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য লিখেছেন।খুব ভালো লাগল
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইল ভাইয়া...বেশ কয়েকমাস আগে লিখেছিলাম ।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
রুদ্র জাহেদ বলেছেন: হুম।ব্লগে নতুন আসাতে আমাকে দেরীতে পড়তে হচ্ছে।ধন্যবাদ আপুনি
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০
রিকি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:০০
সুফিয়া বলেছেন: তথ্যবহুল পোস্ট। ভাল লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ।