![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদিনের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনে মরছে কোটি কোটি বাঙালী। এবছর-ওবছর-সেবছর করে কেটে যাচ্ছে যুগের পর যুগ। সোনালী দিনের স্বপ্নগুলো বিষাক্ত নিঃশ্বাসে মরে যাচ্ছে লতানো শুকনো কুমড়ো ডাঁটার মত।
প্রজন্ম চত্বর মাইনাস হয়েছে হেফাজতের জাদুকরী উত্থান আর ডাবল জাদুকরী পতনের মাধ্যমে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ফুলিশ কেরানি- কেউ ঘুষ ছাড়া কোন কথা বলে না। ঘুষ ছাড়া জীবন রক্ষা তো দূরে থাক, জীবন ই পাওয়া যায় না হাতে। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে পাবলিক শৌচাগার- কোথায় নেউ দূর্নীতি। যাঁরা দু’দশক আগেও ছিলেন মহান বিশ্ববিদ্যালয় শিক্ষক, আজ তারা নেমে এসেছেন ফুলিশ কেরানির কাতারে। দলবাজি, নাস্তাচুরি আর কন্সাল্টেন্সি করাই তাদের জীবনের একমাত্র কাজ। গবেষণা- ওটা নেই আর ডিকশনারিতে। কি রিপোর্ট চান- নেট থাকলে সে যত বড় গবেষণা রিপোর্টই হোক না কেন- সে এক রাতের মামলা। চুরি ধরবার তো লক নাই কোন।
বিল্ডিং ভেঙে পড়ছে, আগুনে লোক পুড়ছে, নিয়ত লোক মরছে অ্যাক্সিডেন্টে- এসব কোন ব্যাপার না। হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নাই, সরকারি অফিসে ফাইল দেওয়ার লোক নাই, বাজারে গিয়ে চোখে ঝাপসা দেখা ছাড়া আর কোন গতি নাই- এসবও কোন সমস্যা নয়। যুগে যুগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়গন ওষ্ঠাগত মানুষের জীবনে নিয়ে আসেন কিঞ্চিত হাসি-ঠাট্টার পরশ। ভাগ্যিস তারা ছিলেন-আছে-থাকবেন।
বাকি ছিল প্রকৃতি আর ক্রিকেট। প্রকৃতি এখন ঘুষ হিসেবে ‘ব্যাঙের বিয়ে’ না দিলে রৌদ্র-দাব-দহে নিংড়ে বের করে নেবে জীবন। আর ক্রিকেট- বলার কোন শক্তি নাই...কিছুই নেই বলার মত। এত ভালোবাসা- কি হবে এখন?
এত কিছুর পরে মানুষ কত ভালো। সবাই কি ধৈর্য্য ধরে অপেক্ষা করছে সুদিনের। সত্যিই কি আসবে সুদিন- আমাদের এই বাংলাদেশে।
ফেসবুক পেজঃ
http://www.facebook.com/mosrur.ridwanul
(ভাবনা আর মতামতের সাথে আপডেট থাকতে ফেসবুক পেজে লাইক দিন)
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৩৫
রিদওয়ানুল মসরুর বলেছেন: ফারুক ভাই, আপনি যথার্থই বলেছে্ন ... আশায় বুক বেঁধে চাই চেয়ে আছি সামনের দিকে।
২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৩৬
ভ্যাগা বন্ড বলেছেন: রওনক ভাই, আপনার কাছে এমন হতাশা মাখা কথা শুনতে ভালো লাগতাছেনা।আপনিতো সবসময় পজিটিভ টা খুজে বের করেন, সেটাই আপনার থেকে চাই।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫০
রিদওয়ানুল মসরুর বলেছেন: সেটা বলার আগেই এটা বলা
রিসার্স প্রবন্ধে যেমন সুপারিশ-তথ্য প্রমাণ ইত্যাদি উপস্থাপনের আগে সমস্যা ও তার পটভূমি তুলে ধরা হয় - এখানেও তেমনটি ঘটেছে
দেখি আর কি লিকতে পারি ভবিষ্যতে
৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫১
তাসজিদ বলেছেন: সুদিন আসবেই, তাকে যে আসতেই হবে।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫০
রিদওয়ানুল মসরুর বলেছেন: আমি আপনার সাথে একমত
৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৭
গিরিনদী বলেছেন: সুদিন আসবে এই আশাটুকুকেও যদি হতাশার হাতে তুলে দেই তাহলেযে সুদিন আসবে এই দ্বারটুকুকেও অবরূদ্ধ করে ফেলা হবে। সুদিন আসবে এই আশাকে আগলে রেখে সচেতন হই।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫২
রিদওয়ানুল মসরুর বলেছেন: অবশ্যই। আসলে আশা কে কখনও হারাতে চাই না। সচেতন থাকতে ও সচেতনতা বাড়াতেই এই গলা-খাকারি
৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: এসএমফারুক৮৮ বলেছেন: আমরা যেদিন সচেতন হবো, ভাল হবো সেদিনই আসবে।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
রিদওয়ানুল মসরুর বলেছেন: ফারুক ভাই এর মত তাই আপনাকেও বলতে চাই, আপনি যথার্থই বলেছে্ন ... আশায় বুক বেঁধে চেয়ে আছি সামনের দিকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:১৯
এসএমফারুক৮৮ বলেছেন: আমরা যেদিন সচেতন হবো, ভাল হবো সেদিনই আসবে।