![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নহি কোনো,মেঘ,রোদ্দুর,চন্দ্র,সুর্য,বৃষ্টি
আপন মনে উচ্ছসিত, তোমায় করিয়া সৃষ্টি।
করিয়াছি কোমল,মায়াবী কমল
বিঁধিয়াছি তোমার মনে।
দিয়াছি তাহাতে এতই মধু ,
যে কেও পড়িবে প্রেমে।
প্রেমে পড়ি-নেকো,ভালোবাসি তোমায়,
তুমি আমারি সন্তান।
নাহি তুমাতে , বহিছে মোর খুন
তবু দিয়াছি এই স্থান।
তুমি মোর সৃষ্টি,তুমি মম প্রাণ,
দিব কি তুমাতে ব্যাথা?
যদি দিয়ে থাকি,বুঝিয়াও ফেলি
পুতিব এই বৃথা হিয়া সেথা।
আমিও সৃষ্টি!তুমারি মতন,
অন্য কাহারো হাতে।
গড়িয়াছেন তিনি,এই শির মোর
ঢের বেশি ভালোবাসাতে।
গড়িয়াছেন তিনি,ভোলা মন মোর
যদি করি কোনো ভুল?
কেন স্রষ্টা দিবেন শাস্তি?
আমিতো তাঁহার হাতেরই পুতুল।
প্রথম ব্লগ লিখা এই আইডি থেকে,
ভুল হলে ক্ষমাপ্রার্থী ।
©somewhere in net ltd.