নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাইটিয়াস রিগেন

রাইটিয়াস রিগেন › বিস্তারিত পোস্টঃ

English Vocabulary শিখি গল্পে গল্পে...

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৯

এক লোক তূষার শুভ্র শিকাগো থেকে ফ্লোরিডায় গেছে তার স্ত্রীর সাথে দেখা করতে ।

তার স্ত্রী ছিল একটা ব্যবসায়িক ভ্রমণে, পরের দিন দেখা করবে ।

লোকটা তাই বাসায় পৌছেই দ্রুত স্ত্রীকে একটা ইমেইল পাঠালো ।



ভূলবশত, ঠিকানা লেখার সময় একটা অক্ষর বাদ পরে এবং তার স্ত্রীর পরিবর্তে এক Preacher এর স্ত্রীর ঠিকানায় চলে যায় যার স্বামী তার আগের দিনই মারা যায় ।

শোকার্ত Widow যখন তার ইমেইল দেখলো একটা তীব্র চিৎকার দিয়ে মেঝে তে পড়ে গেল ।

শব্দ শুনে, পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে এবং মনিটরে তাকিয়ে লেখা দেখতে পায়...



প্রিয় স্ত্রী,

আমি মাত্র পৌছলাম,

এখানে খুবই গরম,

তোমার আগামীকাল আসার জন্য সবকিছু প্রস্তুত!!!!!



#Preacher [প্রীচার] n: ধর্ম প্রচারক ।।

#Widow [উইডৌ] n: বিধবা ।।



ফেইসবুকে Subscribe করুন...

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

পলক শাহরিয়ার বলেছেন: ভালই।চালিয়ে যান....

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

রাইটিয়াস রিগেন বলেছেন: ধন্যবাদ ভাই...

২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

চুদুর-বুদুর বলেছেন: ভালা পাইছি।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

রাইটিয়াস রিগেন বলেছেন: ধন্যবাদ ভাই...

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

তৌহিদ জামান73 বলেছেন: ভাল লিখেছেন !

৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: :)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সুলতান আহমদ বলেছেন: চলুক........

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

নাসিরন আক্তার বলেছেন: কৌশলটা মন্দ নয়।ইংরেজী ভোকাবলারীর সাথে বাংলা শুদ্ধ বানান চর্চার কাজটি যুক্ত হলে ভালই হয়।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

ইষ্টিকুটুম বলেছেন: বুদ্ধিটা ভালো। সেই সাথে প্রতিটি শব্দের জন্য গল্প তৈরী করাটাও বিশেষ প্রতিভা।

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

অনেকের মধ্যে একজন বলেছেন: গুড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.