নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাইটিয়াস রিগেন

রাইটিয়াস রিগেন › বিস্তারিত পোস্টঃ

স্প্যানিশ ভাষা শিখিয়েই ছাড়বো !!! (১)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

৪০০ মিলিয়নেরও বেশী মানুষের ভাষা স্প্যনিশ। আমেরিকাসহ যে কোনো দেশে ভ্রমনের ক্ষেত্রে, ভ্রমণকারীকে একাধিক পরিস্থিতি তে পরতে হবে যখন সে বেসিক স্প্যনিশ জানার প্রয়োজন উপলব্ধি করবে।



স্পানিশ ভাষী দেশগুলো হলো, Argentina, Belize, Bolivia, Chile, Colombia, Costa Rica, Cuba, Dominican Republic, Ecuador, El Salvador, Democratic Republic of Congo, Equatorial Guinea, Guatemala, Honduras, Mexico, Nicaragua, Panama, Paraguay, Peru, Spain, Uruguay and Venezuela.



এই ভাষা রপ্ত করা অন্য অনেক ভাষার তুলনায় সহজতর, এখানে ব্যক্তি সংক্রান্ত কিছু এক্সপ্রেশন দেয়া হলো, সাড়া পেলে নিয়মিত দেয়া হবে...



►আমি

yo (ইয়ো)



►আমি এবং তুমি

yo y tú (ইয়ো ই তু)



►আমরা দুজনে (আমরা উভয়েই)

nosotros / nosotras dos (নসোত্রস দস)



►সে (ছেলে)

él (এল)



►সে (ছেলে) এবং সে (মেয়ে)

él y ella (এল ই এজা)



►তারা দুজনে

ellos / ellas dos (এলোস দস)



►পুরুষ

el hombre (এলোম্বরে)



►স্ত্রী / মহিলা

la mujer (লামুখের)



►শিশু



el niño (এলনিনো)



►একটি পরিবার



una familia (ইনা ফেমিলিয়া)



►আমার পরিবার

mi familia (মী ফ্যমিলায়া)



►আমার পরিবার এখানে ৷

Mi familia está aquí. (মী ফ্যামিলিয়া এস্তা একি)



►আমি এখানে ৷

Yo estoy aquí. (ইয়ো এস্তয় একি)



►তুমি এখানে ৷

Tú estás aquí. (তু এস্তাস একি)



►সে (ছেলে) এখানে এবং সে (মেয়ে) এখানে ৷

Él está aquí y ella está aquí. (এল এস্তা একি ইয়েজা এস্তা একি)



►আমরা এখানে ৷

Nosotros /-as estamos aquí. (নসোত্রস এস্তামস একি)



►তোমরা এখানে ৷

Vosotros /-as estáis aquí. (ভসোত্রস এস্তা একি)



►তারা সবাই এখানে ৷

Todos /-as ellos /-as están aquí. (তদোস এলোস এস্তা একি)







ফেইসবুকে

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

প্রফেসর সাহেব বলেছেন: chalie jan.

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

শাহেদ খান বলেছেন: প্রয়াসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভাষার প্রতি আগ্রহ আছে, কিছুটা শিখে গেলাম।

শুভকামনা।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

নূর আদনান বলেছেন: এতোদিনে যে একটা কাজ করলেন...... :P :P
কিন্তু ফেবু তে তো এইবিষয়ে কিছু পেলামনা!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শফিক১৯৪৮ বলেছেন: চমৎকার প্রচেষ্টা!

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

শ্রাবণধারা বলেছেন: খুব ভাল প্রচেষ্টা ভাই। সাধুবাদ জানাই।

আমার গোটা তিনেক ভাষা শেখার খুব ইচ্ছা - ফ্রেন্চ (কিছুদিন শিখেছিলাম), স্পেনিশ আর আর আরবি - খুব সম্ভব ইংরেজীর বাইরে এই তিন ভাষাতেই পৃথিবীর অনেক বড় একটা জনগোষ্ঠী কথা বলে।

বাই দা এয়ে ভাষা শিখতে চাইলে (একদম বেসিকটা) বিবিসির একটা ওয়েব সাইট আছে, দেখতে পারেন। শুভকামনা।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রামন বলেছেন:
ভালো উদ্যোগ। আপনার অনুমতি নিয়েই কয়েকটি উচ্চারণ ঠিকঠাক করে দিলাম। শুভকামনা।

el niño (এলনিনো)= এল নীঞ ।

aquí. (একি) = আকি।

ella. (ইয়েজা ) = এইয়া ।

estáis aquí. ( এস্তা একি) = এসতাইস আকি।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ড. জেকিল বলেছেন: সাথে আছি, চালিয়ে যান।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

নীল জানালা বলেছেন: পাশাপাশি বাংলা ভাষার কোর্সও চালু করেন

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমার কিছু ক্লায়েন্ট আছে ভেনিজুয়েলায়, এদের সাথে কমিউনিকেট করা যে কি সমস্যা তা বলে বোঝাতে পারবনা। গ্রাজুয়েট কিন্তু ইংরেজীতে শুধু হ্যালো বলতে পারে। তাই ফোেন কথা হয় না। শুধু চ্যাট হয় (ট্রান্সলেটেড) হয়। তাও আবার এক্সপ্রেশন বোঝা দায়।

ভাল লাগল আপনার উদ্যোগ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

অলস_ছেলে বলেছেন: শিখেই ছাড়বো ... চালিয়ে যান B-)

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

প্রফেসর সাহেব বলেছেন: উস্তাদজি আপনার দেখি খবর নাই। ১ দিলেন ২ কবে দিবেন

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

একা স্বপ্নীল পথিক বলেছেন: ওরে বাবা, এর চেয়ে বাংলা ভাষা অনেক সহজ :-/

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

ভষ্ম মানব বলেছেন: যারা ইংরেজি ভাষা জানেন তারা চাইলে -ই স্প্যানিশ শিখতে পারেন। ইংরেজির চেয়ে ৩ টি বর্ণ ওদের বেশি। ইংরেজির সাথে অনেক শব্দের মিল । উচ্চারণ ও কাছাকাছি ।সেনর রিগেন এর চেষ্টা চলুক !


Bueno tardes.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.