নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থনীতিবিদ

অর্থনীতিবিদ › বিস্তারিত পোস্টঃ

আপনি কিভাবে বুঝবেন যে আপনি সামহোয়্যারইন ব্লগে আসক্ত

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫


সামহোয়্যারইন ব্লগ অত্যন্ত জনপ্রিয় একটি ব্লগ সাইট। দেশে্ এবং বিদেশে এর অসংখ্য সদস্য ব্লগার আছেন যারা নিয়মিত এই ব্লগে সময় দিয়ে থাকেন। অনেকের নিকট এই ব্লগ ভিজিট করা একটি নেশার মতো। আর নেশা থেকেই আসে আসক্তি। আজকে আমরা বিশ্লেষণ করবো আপনি এই ব্লগে আসক্ত কিনা। দেখুন নীচের কোনটি আপনার সাথে মিলে যায়। আর কোনোটি মিলে না গেলে মন্তব্যের ঘরে আপনি কীভাবে আসক্ত তা লিখে দিন। আমি পরবর্তীতে তা পোস্টে আপনার নামসহ যুক্ত করে দিব। তাহলে শুরু করা যাকঃ

1. কম্পিউটার খুলে যখন আপনি শুরুতেই সামহোয়্যার.ইন ব্লগ খুলবেন। কার কার নতুন লেখা এসেছে তা পরীক্ষা করবেন।

2. কোন কোন পোস্ট পড়ার পর মন্তব্য করার জন্য হাত নিশপিশ করবে। তখন লগইন করবেন এবং মন্তব্য না করা পর্যন্ত অস্বস্থি বোধ করবেন।
মনে হবে কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল।

3. কম্পিউটারে অন্য কাজ করা অবস্থায়ও একটি ট্যাবে সামহোয়্যার.ইন ব্লগ ওপেন করে রাখবেন এবং একটু পর পর পেজ রিফ্রেশ করবেন নতুন লেখা দেখার জন্য।

4. যখন কোন লেখা পোস্ট করার পর কতজন ব্লগটি দেখেছে, মন্তব্য করেছে ইত্যাদি দেখার জন্য একটু পর পর পোস্টটি দেখতে থাকবেন।

5. যখন আপনি কোন ব্লগে একটি মন্তব্য করেন এবং প্রতি মন্তব্য কি আসে তা দেখার জন্য মাঝে মাঝেই সেই পেজে ভিজিট করেন।

6. যখন কোন কারণে মন খারাপ হলে সামহোয়্যারইনে ঢুকে মনোযোগ সহকারে বিভিন্ন ব্লগ পড়তে থাকেন। বিশেষ করে কবিতা এবং গল্পগুলি।

7. যখন অন্যান্য ব্লগ অপেক্ষা সামহোয়্যারইন ব্লগকেই আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয়।

8. যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আপনাকে ব্লগে পাওয়া যায়।

9. যখন ওপেন করার পর দেখেন ব্লগে লগইন করা আপনার পরিচিত ব্লগারদের মধ্যে আর কে কে আছে?

10. যখন কোন প্রিন্টেড গল্প বা উপন্যাসের বই পড়া অপেক্ষা
সামহোয়্যারইন ব্লগের গল্প পড়তেই আপনার কাছে অধিক ভাল লাগে।

11. যখন তীব্রভাবে আশা করেন আপনার পোস্টটি নির্বাচিত পোস্টে স্থান করে নেবে।

12. যখন তীব্রভাবে আশা করেন আপনার পোস্টটি স্টিকি করা হবে।

13. যখন লগইন অবস্থায় ঢোকার পরও হঠাৎ লগ আউট হয়ে গেলে আপনার তীব্র রাগ লাগে।

14. যখন একাধিক ব্লগের সদস্য হওয়া সত্ত্বেও আপনি সামহোয়্যারইন ব্লগকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেন। এবং এই ব্লগকেই আপনার নিকট শ্রেষ্ঠ বলে মনে হয়।

15. যখন সামহোয়্যারইন ব্লগে লেখা পোস্ট করার জন্য আপনি একটি দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিবেন এবং যে পোস্টটি লিখতে যাচ্ছেন তার উপর বেশ পড়াশুনা করবেন।

16. যখন মন্তব্য করার সময় ধীরস্থিরতা অবলম্বন করবেন এবং একটি ভাল মন্তব্য করার চেষ্টা করবেন।

17. অফিস থেকে বাসায় এসে যখন ঘরের কোন কাজকর্ম না করে কম্পিউটারে সামহোয়্যারইন ব্লগ খুলে বসেন এবং এজন্য নিয়মিত স্ত্রীর কাছে বকা খান।

18. অন্য কোন কাজ করার থেকে সামহোয়্যারইন ব্লগে ব্লগ পড়াকেই আপনার কাছে সবচেয়ে সহজ কাজ বলে মনে হয়।

19. যখন সামহোয়্যার ইন ব্লগের কোন সমালোচনা আপনি সহ্য করতে পারেন না।

20. যখন টেকনিক্যাল সমস্যার কারণে ব্লগে ঢুকতে না পারলে আপনার সারা দিনটাই মাটি হয়ে যায়।

21. যখন আপনি শুধু সামহোয়্যারইন ব্লগের জন্যই ইন্টারনেট ব্যবহার করেন।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লিখছেন! না পড়েই জানি আমি আসক্ত! আসক্তি কমানোর চেষ্টা করছি!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

অর্থনীতিবিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২

আরজু পনি বলেছেন:

সামহোয়্যারইন ব্লগে কখনো রাত হয় না কি ?! জানতাম না তো !!!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: সামহোয়্যারইন ব্লগে কখনো রাত হয় কিনা তা আমিও জানি না। যতদূর জানি রাতদিন শুধু পৃথিবীতেই হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬

ঐকতান০০৮ বলেছেন: আঁই আঁসক্ত নঁ ;)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

অর্থনীতিবিদ বলেছেন: কোন কিছুতে আসক্তি না থাকাই ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

হৃদয় জিনিয়াস বলেছেন: পুরো ব্যাপার গুলোই ঘটে.... শুধু মাত্র ১৭ নম্বর টা ছাড়া...

ও রকম কেউ নাই তো..... ;)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

অর্থনীতিবিদ বলেছেন: ঝটপট একটি বিয়ে করে ফেলুন। তারপর দেখবেন ১৭ নম্বরটাও আপনার সাথে মিলে গেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

মামুন রশিদ বলেছেন: দারুণ পর্যবেক্ষন !


মোটামুটি সবগুলো পয়েন্ট আমার সাথে মিলে যায়, শুধু রাত জাগা ছাড়া । তার মানে কি আমার আসক্তির লেভেল উপরের দিকে ??


পোস্টে প্লাস +

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

অর্থনীতিবিদ বলেছেন: ব্লগে আপনার উপস্থিতি সাহিত্যপ্রেমীদের জন্য উদ্দীপনাময় ও উৎসাহজনক। আপনি আরো বেশি করে ব্লগে থাকুন এবং আমাদেরকে আরো গল্প উপহার দিন এই কামনা করছি। প্লাস ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

কাউন্সেলর বলেছেন:

যারা লিখে নিজেদের প্রতিষ্ঠিত করতে বেশি ইচ্ছুক তাদের ক্ষেত্রে ব্লগের আসক্তিটা মন্দ নাও হতে পারে, যদি সেটা বাস্তব জীবনে ক্ষতিকর প্রভাব না রাখে ।

ব্লগে নতুন কিছু শেখার, জানার সুযোগ থাকছে প্রতিনিয়তই ।।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: ব্লগের আসক্তিটা মন্দতো নয়ই বরং এটি একজন মানুষকে আরো পরিণত করে তোলে। অশুভ কোন কিছুর প্রতি আসক্তি মানুষের জন্য খারাপ হয়। কিন্তু শুভ কোন কিছুর প্রতি আসক্তি মানুষকে আরো মঙ্গলময়তার দিকে নিয়ে যায়। সামহোয়্যারইন ব্লগ হলো সেই শুভ কিছু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:

আরে ভাই আমি তো কম্পিউটারই খুলি সামু দেখার জন্য...

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

অর্থনীতিবিদ বলেছেন: সামহোয়্যারইন ব্লগের প্রতি আপনার এই ভালবাসা দেখে ভাল লাগলো।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

এম ই জাভেদ বলেছেন: একি সব পয়েন্ট দেখি মিলে গেল!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ। পয়েন্টগুলো আসলে আমার সাথেও মিলে গেছে।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

আপেক্ষিক বলেছেন: আমি আসক্ত! !!! :)

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৬

অর্থনীতিবিদ বলেছেন: ভাই, আমিও আসক্ত। সমগ্র কর্ম দিবসের একটি বৃহৎ অংশ এর পিছনে চলে যায়। কী করে এই আসক্তি কাটানো যায় বুঝতে পারছি না।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন: মহাসমস্যা

আমার আসক্তি তো অনেক বেশী

টেনশনে পরলাম

তিনদিনের জন্য কম্পিউটার থেকে দুরে থাকার প্ল্যান করছি

কারন কম্পিউটারের সামনে বসেও সামুতে না ঢোকা আর বাসর ঘরে থেকেও বউয়ের কাছ থেকে দুরে থাকা সমান কষ্টের =p~

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

অর্থনীতিবিদ বলেছেন: ব্যাপারটা কঠিন। মোটামুটি বেশ কঠিন। অর্থাৎ কম্পিউটার খুলে সামহোয়্যার ইন ব্লগে না ঢোকা। কতটি নতুন নোটিফিকেশনস আসলো, নতুন পোস্ট কী আসলো তা না দেখে থাকতে পারা যায় না। সামহোয়্যারইন ব্লগের সঙ্গে আপনার এত অবিচ্ছেদ্য সম্পর্ক যে আমার মনে হয় না আপনি তিনদিন কেন তিন সেকেন্ডও এর থেকে দূরে থাকতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য। আপনার মতো ব্লগার আছে বলেই সামহোয়্যার ইন ব্লগ এত জনপ্রিয়, এত উদ্দীপনাময়, এত প্রানবন্ত। ভালো থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

বশর সিদ্দিকী বলেছেন: আমার মধ্যে সবগুলাই আছে এখন আমার কি হপে?? :P :P :P

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

অর্থনীতিবিদ বলেছেন: আপনি অনেক ভালবাসেন সামহোয়্যারইন ব্লগকে। এজন্যই সবগুলো পয়েন্ট মিলে গেছে। আমার অবস্থাও আপনার মতোই। দিনের মধ্যে কয়েকবার এই প্লাটফর্মটিতে আসতে না পারলে সমগ্র দিনটাই মাটি হয়ে যায়। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার এই পোস্ট আমার


এই পোষ্টে দেয়া হয়েছে


ব্লগিং এর গুরুত্বপূর্ণ টিপস হিসেবে দিতেই হল!


ভালো থাকবেন ভাই , শুভকামনা....................

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ। আপনার পোস্টটিতে অসংখ্য ভালো ব্লগারের লেখা ব্লগ স্থান পেয়েছে। তাদের সাথে আমার পোস্টটিকেও স্থান দিয়েছেন দেখে যুগপৎ সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা আপনার জন্য।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি আসক্ত। দ্রুত নিরাময় কেন্দ্রে যাওয়া দরকার।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

অর্থনীতিবিদ বলেছেন: তাই? কিন্তু আমি তো চাইনা আপনি নিরাময় কেন্দ্রে যান। আমারতো মনে হয়, আমার সহব্লগারদের মধ্যে কেউই এটা চায় না। তো যেমন আছেন, তেমনই থাকুন। আপনার আসক্তিই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অপ্রচলিত বলেছেন: দারুণ পোস্ট তো!
আমার আসক্তি মোটামুটি পর্যায়ে আছে। ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

অর্থনীতিবিদ বলেছেন: আমি তো পুরাই আসক্ত। কম্পিউটার খুলে ঘন্টার পর ঘন্টা শুধু ব্লগই পড়ে যাই, কোন কাজ করা আর হয় না। আসলে এত ভালো ভালো লেখা, আর এত বৈচিত্র যে ছাড়তেই মন চায় না। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: আমি পাঁচ বছর ধরে আসক্ত। এটা একটা ভালো আসক্তি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

অর্থনীতিবিদ বলেছেন: অবশ্যই। ভালো কোন কিছুর প্রতি আসক্তি মানুষকে আরো মঙ্গলময়তার দিকে নিয়ে যায়। সামহোয়্যারইন ব্লগ হলো সেই ভালো কিছু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.