নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থনীতিবিদ

অর্থনীতিবিদ › বিস্তারিত পোস্টঃ

একজন আনিকা আহমেদ

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩২


আমার দু’চোখে অশ্রুর বন্যা বইয়ে দেয়া মেয়েটা তার স্বামীর কাছে ফিরে যাক,
এক লহমায় অস্বীকার করা দীর্ঘ বছরের সম্পর্কও নিক্ষিপ্ত হোক আস্তাকুঁড়ে।
হারিয়ে যাক সেগুলি অগুনতি পাজর ভাঙ্গা দীর্ঘশ্বাসের ভীড়ে।
আমি জেনে গেছি, আমি এখন নিমিষের মধ্যে পাস্ট হয়ে গেছি।
আমি এও জেনে গেছি, চার দিনের পরিচয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলো চার বছরের সম্পর্ককে।
তুমি সংসারী হও আনিকা।
আমার মায়ের কোলে মাথা রেখে বুক ফাঁটা কান্নার ঢল নেমেছিলো সেদিন।
তুমি কখনও জানবে না তার কোলখানি কত অশ্রুজলে সিক্ত হয়েছিলো।
অসহায় মায়ের চোখের কোনেও জমেছিলো অশ্রু।
তুমি সংসারী হবে আনিকা।
একটি ছেলের বুক ফাটা কান্না আর তার অসহায় জননীর অশ্রুকে সাক্ষী রেখে।
আমি অভিশাপ দেই না তোমাকে।
কিন্তু দিব্যি দিয়ে বলছি, এই বুক ফাটা কান্না একদিন তোমার বুকের ভিতরকেও বিদীর্ণ করবে।

(কবিতাটা নিজের জীবন থেকে নেয়া। কৃতজ্ঞতাঃ আর্শীবাদ কবিতা। লিখেছেন খাদিজা ইভা।)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

বলেছেন: বাহ--বেশ

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

রাকু হাসান বলেছেন:


বেদনাঘন একটি মুহূর্তে ছিলাম ,পড়ার সময় । অসহায় মায়ের চোখের কান্না ! আহ ,সেটা লেখা বুঝানোর না ,মুহূর্তটা চোখে দেখার ,কবিতায় সেটার একটা চিত্র পেলাম । খাদিজা ইভা আপু কে শুভেচ্ছা । অনেক দিন পর ,আপনার পোস্ট ।
দোয়া করি ভাল থাকুন সব সময় ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

অর্থনীতিবিদ বলেছেন: কবিতাটা যখন লিখতেছিলাম তখন আমার চোখ দিয়েও দরদর করে অশ্রু গড়িয়ে পড়ছিলো। আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

কাইকর বলেছেন: সুন্দর মনছোয়া কবিতা

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

অর্থনীতিবিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কাইকর।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহী কবিতা। ভালো লেগেছে।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: দুর্দান্ত ।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

অর্থনীতিবিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

আখেনাটেন বলেছেন: সুনীলের একটি উপন্যাস পড়েছিলাম সেখানে উনি লিখেছেন যে মেয়েরা কিশোরী অবস্থা থেকে প্রেমে পড়ে এবং প্রেমিকের সাথে তা দীর্ঘদিন চালিয়ে যায় আর বিয়ের সময় প্রেমিককে রেখে অজানা লোকের গলায় মারা পরায় তারা নাকি সুখী হয়।

তবে পোড়া হৃদয়ের প্রেমিকের হালৎ খুব ভালো থাকে না। সারাজীবন সে ব্যথা বুকে নিয়ে বেড়াতে হয়। আপনার কবিতা পড়ে কেন জানি সুনীলের সে কথাটা মনে পড়ে গেল।

ভালো লেখা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ ভাই। একদম বাস্তব সত্যি কথা বলেছেন।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮

রাকু হাসান বলেছেন: কেমন আছেন আপনি । ভালো আছেন তো? অনেক দিন নেই ব্লগে । মিস করি ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ ভাই। একটু ব্যস্ততার মধ্যে আছি। আশা করি আপনি ভালো আছেন।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: ঠিক হুবহু একই রকমের একটি দৃশ্য আমি নিজ চোখে দেখেছি, শুধু মানুষটি ছিল ভিন্ন। সুতরাং আপনার কবিতার প্রতিটি শব্দ আমি অনুধাবন করেছি।
কবিতা পড়ে আপনার প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমব্যথী হ'লাম। আশাকরি, সময় আপনার হৃদয়ের ক্ষতে বিস্মৃতির প্রলেপ বুলিয়ে দেবে, এবং আপনি জীবনে সুখী হবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। এটা অনেক বছর আগের ঘটনা। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.