![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
বুঝতে পারি –ভীষন রকম জ্বালাই তোকে,
যখন তখন মুঠো ফোনে হামলা করি;
মেসেজ দিয়ে টেক্সবক্সটা ভরিয়ে ফেলি ।
কমেন্ট আর এই অযাচিত লাইক বাটনে বিরক্ত তুই ;
বুড়ো কালে কিশোরীময় আচরনে বিদগ্ধ তুই ।
তোর সুনিপূন সাজানো ঘর, বালিশ –তোষক;
সাজানো থাক আলমারীটা ,
বুক সেলফে সাজানো থাক আমার বইয়ের মলাটখানা।
তাতেই আমি ধন্য হবো,
উঁই পোকাদের আক্রমনে মাঝে মাঝে কুকড়ে যাবো।
তখন না হয় আলতো হাতে মুছিয়ে দিস ,
পুরোন এক ছেঁড়া কাঁথায় ধূলোগুলো জমাট বাঁধুক।
যতোখানি জমাট বাঁধে কষ্টরা এই বুকের মাঝে ।
দিব্যি আমি কাটতে থাকি প্রতি রাতে –
জ্বালাবোনা ,প্রমিস করি বারে বারে ।
তাওতো আবার বেহায়া এক মেয়ের মতোন তোর জন্য ভেবেই মরি ,
দোষটা আমার ,বন্ধ থাকা জানালাটা খুলে দিলাম ;
আসতে দিলাম উতল হাওয়া;
সেই হাওয়াতে মিশে গেলাম সেই সে আমি রোবটিনী।
তুইতো কেবল অটল পায়ে বৃক্ষ হয়ে রয়ে গেলি।
ছায়াবিহীন-বৃষ্টি বিহীন একা একা বেঁচে থাকা ,
ক্ষতি আবার এমন কি বল ?
এইতো ছিলো কপালে মোর ভাগ্য রেখা।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
রোদেলা বলেছেন: ইচ্ছে করেই শুরু থেকে বাংলা ইংরেজী মিশিয়েছি-অন্যরকম করার অপচেষ্টা আর কি।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে নারী মনের অনুভূতি ব্যক্ত করেছেন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: শূন্যতা যেখানে বিস্তৃতি লাভ করে ভালোবাসা সেখানে পূর্ণতা পায়।
কবিতার প্রতিটি লাইনে কবির যে সরল স্বীকারউক্তি তা সত্যি মুগ্ধকর।
/সেই হাওয়াতে মিশে গেলাম সেই সে আমি রোবটিনী। /
এখানে রোবটিনী শব্দটার ব্যবহার বুঝলাম না। একান্তই আমার সীমাবদ্ধতা।
যে মেয়ের মাঝে এতো প্রেম। প্রতিশ্রুতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভালোবাসার টানে যে ছুটে আসে বারবার সে কিভাবে রোবটিনী হতে পারে।
কবিতায় অনিঃশেষ ভালোলাগা জানবেন। নিরন্তর শুভ কামনা রঈ'ল্ল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০
রোদেলা বলেছেন: ওটা একটা ব্যক্তিগত অভিব্যক্তি,তার জন্যে যোগ্য কোন শব্দ আর পেলাম না।যখনঙ্কোন পুরুষ কোন নারীর কাছ থেকে উপেক্ষিত হয় তখন সেই নারীকে এই জাতীয় শব্দ দিয়েই সম্বোধন করে থাকে।আক্ষরিক অর্থে হয়তো এর কোন মানে নেই।
শুভেচ্ছা নিন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
রোদেলা বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
জেন রসি বলেছেন: ভালো লাগলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
রোদেলা বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
মায়াবী রূপকথা বলেছেন: খুবই সুন্দর আর মায়া মায়া আপু। ভালোলাগা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
রোদেলা বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগল । +++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
রোদেলা বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো ভালোবাসাকে যে মানুষ উপেক্ষা করতে পারে, তাকে বৃক্ষের সাথে যথার্থই তুলনা করেছেন। ভালোবাসা বঞ্চিত হয়েও নিজের ভাগ্যকেই দোষারূপ করার মধ্য দিয়ে নিঃস্বার্থ প্রেমের দৃষ্টান্ত রচনা করেছে নারী।
জ্বালাবোনা ,প্রমিস করি বারে বারে ।
এখানে 'প্রমিস' এর পরিবর্তে 'পণ' অথবা 'প্রতিজ্ঞা' কিংবা এই রূপ বাংলা শব্দ লিখতে পারেন।
সেই হাওয়াতে মিশে গেলাম সেই সে আমি রোবটিনী।
এখানে 'রোবটিনী' এর পরিবর্তে 'যন্ত্রমানবী' লিখতে পারেন।
কবিতা ভালো হয়েছে রোদেলা। নিরন্তর শুভ কামনা রইলো।