নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিসংগতার সংগী। খুঁজে ফিরছি নিজেকে বারংবার!

রোদেলা রোদ

রোদেলা রোদ › বিস্তারিত পোস্টঃ

বিপন্ন বিস্ময়

২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৯

বিস্মিত হই বিকৃত ইচ্ছায়-
প্রবল ঘৃণায় মুখ বেঁকে যায়-
তারপর ও কিছুতেই যেন কিছু যায় আসেনা,
জীবনযাপনে কোনও পরিবর্তন আসেনা তার।

তাহলে আমি কেন মাথা নিচু করে হেঁটে যাই?
দোষ তো আমার নয়!
আমি তো কিছু করিনি!

তবে কেন আমি পত্রিকার হেডলাইন হই?
আমার ছবি কেন পত্রিকার পাতায় করে পৌঁছে যায় সবার ঘরে ঘরে?
ধর্ষকের জায়গায় কেন ধর্ষিতা হয়ে আমাকেই মেনে নিতে হয় কারাজীবন?

এটাই কি আমার ন্যায় বিচার?
এই কি আমার গনতান্ত্রিকতা একবিংশ শতাব্দীতে?
নাকি আজও বিরাজমান আইয়ামে যাহ্‌লিয়াত?

আমি আবারও বিস্মিত হই- বিপন্ন বিস্ময়ে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬

আছির মাহমুদ বলেছেন: "মানুষ মানুষ হোক
মানুষের বুকের ভিতর আছে অমানুষ
মানুষ মানুষ হোক"
(প্রয়াত কবি আবুল হাসান)

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯

রোদেলা রোদ বলেছেন: সেটাই..মানুষের ভিতরই অমানুষের বসবাস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.