![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোকেয়া ইসলাম। আমি খুব সাধারন একটা মেয়ে এবং খুবই আবেগপ্রবন। আমি খুব অল্পতে মানুষকে বিশ্বাস করি। এটা আমার জীবনের সবচাইতে বড় ত্রুটি বা দুর্বলতা। আর সেই কারনে সবাইকে দ্রুতই ভালোবেসে ফেলি। যার কারনে আমার জীবনে কষ্টের পরিমাণটা একটু বেশি। ভালোবাসা আর বিশ্বাসের মাঝে বিস্তর ফারাক। আমি শুধু সেই ফারাক টুকুরই সন্ধান করে চলেছি। জানিনা এর সন্ধান কোন দিন পাব কিনা।
সুখের ঠিকানা।
রোকেয়া ইসলাম।
সুখ মানে জানালায় বসা কিঁচিরমিঁচির দুটি হলুদ পাখি,
সুখ মানে আনন্দ আবেশে বন্ধ দুটি আখি।
সুখ মানে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা,
সুখ মানে জোছনা রাতে এক ঝাক তারার মেলা।
সুখ মানে শ্রাবনের ঝরঝর রিমঝিম বৃষ্টির ছন্দ,
সুখ মানে পুকুরের জলে ভেসে থাকা একটি নীল পদ্ম।
সুখ মানে রোদের আলোয় ঝলমলে শিশির কনা,
সুখ মানে কাঁটার আঘাত সয়েও একটি গোলাপ তুলে আনা।
সুখ মানে মেঘলা আকাশে রংধনুর সাত রঙের মেলা,
সুখ মানে প্রকৃতির মাঝে রৌদ্র মেঘের খেলা।
সুখ মানে বসন্ত কালে কোকিলের মিষ্টি কুহুতান,
সুখ মানে মাঝিমাল্লার কণ্ঠে পল্লি, ভাটিয়ালি গান।
সুখ মানে বিকেলে শোণা পুরানো দিনের গানের সুর,
সুখ মানে সবুজের মেলায় হারিয়ে যাওয়া দূর বহুদুর।
সুখ মানে ডাইরির পাতায় লেখা দিনলিপি,
সুখ মানে নতুন করে তোলা কোন গানের স্বরলিপি।
সুখ মানে বেঁচে উঠা মরন পথের যাত্রী,
সুখ মানে জোনাক জ্বলা ঘন কালো রাত্রি।
সুখ মানে দক্ষিণের একরাশ হিমেল হাওয়া,
সুখ মানে প্রতীক্ষার পর প্রিয়জনকে কাছে পাওয়া।
সুখ মানে ফুলের মেলায় এক ঝাক মৌমাছি,
সুখ মানে ভালোবাসায় দুজনের থাকা কাছাকাছি।
সুখ মানে ক্লান্ত দুপুরে কাছে পাওয়া বন্ধু স্বজন,
সুখ মানে নিঝুম রাতে প্রিয়ার বাহু বন্ধন।
সুখ মানে আমাবস্যার পর পূর্ণ চাঁদের আলো,
সুখ মানে সে সব কিছু যাই লাগে ভালো।।
২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৪
রোকেয়া ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন আর সুস্থ থাকুন। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮
সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে......
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
একটা কথা বলি কিছু মনে করবেন না তো? আপনার সিডির দোকানে কি সব ধরনের সিডি পাওয়া যায়? আর দোকানের ঠিকানা টা কি বলবেন?
ভালো থাকুন...............।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৪
এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটা.....!
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
রোকেয়া ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
ভালো থাকুন আর সুস্থ থাকুন। অনেক শুভেচ্ছা.........।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭
আমি বাঁধনহারা বলেছেন:
সবাই করে' সুখ-বন্দনা
সবাই খুঁজে সুখের ঠিকানা,
কিন্তু সবাই সুখি হতে পারে না!!!
মারভেলাস কবিতা আপু।
খুব ভালো লাগল:+++++
তাই প্রিয়তে না নিয়ে পারলাম না।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫
রোকেয়া ইসলাম বলেছেন: আপনার সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে এবং প্রিয়তে নিয়েছেন দেখে আরও ভাল লাগলো।
একরাশ শুভেচ্ছা আর অনেক শুভ কামনা।
ভালো থাকুন। অনেক অনেক ভালো প্রত্যাশার চেয়েও বেশি......
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪
অঞ্জলি বলেছেন: ফাটাফাটি কবিতা আপুনি।পড়ে খুব ভালো লাগলো।তাই ৯৯টা প্লাস দিলুম।+++++++++।
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়।
শুভ রজনী!!
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
রোকেয়া ইসলাম বলেছেন: আহারে আপু......। আর একটা প্লাস বেশি দিলে কি হতো। তাহলে তো অন্তত ১০০ তে ১০০ পেতাম।
খুব ভালো লাগলো আরও ভালো লাগলো তোমার ফিরে আসা।
ধন্যবাদ আপু তোমার সুন্দর মন্তব্যের জন্য এবং মনে রাখার জন্য।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৫
এসএমফারুক৮৮ বলেছেন: সুখ মানে রোদের আলোয় ঝলমলে শিশির কনা,
সুখ মানে কাঁটার আঘাত সয়েও একটি গোলাপ তুলে আনা।
দারুন লাগলো আপু।
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য এবং লেখার পাশে থাকার জন্য।।
অজস্র শুভেচ্ছা আর শুভ কামনা আপনার জন্য।
ভালো থাকুন আর সুস্থ থাকুন।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ ছন্দবদ্ধ কবিতা। অনেক ভালো লাগল।
শুভ কামনা
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
রোকেয়া ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নতুন বছরের সুভেচ্ছা আর অনেক শুভ কামনা আপনার জন্য
ভাল থাকুন।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
নীলফরিং বলেছেন:
কবি মনের বিস্তৃত ভাবনায় সুখের সংগা।
সুখ আপেক্ষিক অপেক্ষার নাম। সোনার হরিণ। একেকে হৃদয়ে একেক স্বত্তায় বাস। বাস্তবের টানাপোড়েনে বেচারা বড্ড হতবিহ্বল থাকে বুঝি সারাক্ষণ। হৃদয়ে হৃদয়ে ঝলক দেখাতে গিয়ে বড্ড ক্নান্ত বোধহয়। এপাশ, ওপাশ সবপাশেই সুখের নেশায় পাগল পথিক প্রাণ। অসংখ্য সে হিসেবের খতিয়ান।
চোখের পলক আর দৃষ্টি - মাঝখানে যতটুকু ব্যবধান; ততটুকুতেই তো সুখের বসবাস।
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১
রোকেয়া ইসলাম বলেছেন: চোখের পলক আর দৃষ্টি - মাঝখানে যতটুকু ব্যবধান;
ততটুকুতেই তো সুখের বসবাস।
সুন্দর বলেছেন আপনি। খুব ভালো লাগলো আপনার কথাগুলো।
সুখ নামক সোনার হরিণটার পিছনে আমরা কেবল ছুটেই বেড়াই। আসলেই ধরতে পেড়েছি কিনা বা আদৌ পারবো কিনা তা জানিনা। তবে এই ছুটে চলার নামইতো জীবন। ভালো থাকুন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৩
প্রিন্স হেক্টর বলেছেন: কোবতে ভাল্লাগছে খালা
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৩
রোকেয়া ইসলাম বলেছেন: ভালো লাগছে জেনে খুশি হইলাম মামু............।
নতুন বছরের অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সুখার্থ অনুসন্ধান !
অসাধারণ অন্ত্যমিল ।
( ছন্দের মিল না থাকলে কবিতা পড়ে মজা পাই না )
কবিতায় প্লাস ।