নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা শক্তি

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

আমরা ছোট বড় সবাই কিছু না কিছু নিয়ে হতাশাতে ভুগছি। হাতশা এক ধরনের মানুষিক রোগ ।আর আপনি এই রোগে যদি আক্রান্ত হয়ে পড়েন , তাহলে আপনি আপানার জীবনের লক্ষ্য থেকে ধীরে ধীরে সরে যাবেন। কিছু অর্জন তো করতেই পারবেন না , যা থাকবে তাও হারাবেন।
যার মধ্যে ইচ্ছা শক্তি থাকে হতাশা থাকে কখনও কাবু করতে পারবে না।
আমি অনেক যুগের পুরানো কোন উদাহরন দিবো না।
*কিছুদিন আগে আমাদের দেশের একটা পত্রিকাতে পড়লাম , এক দুরন্ত ছেলের ইচ্ছা শক্তির কথা। ছেলে চোখে দেখে না,তাঁর মা তাঁর বইয়ের পড়া গুলি মোবাইল রেকড করে রাখতেন , আর সেই সব মোবাইলের রেকড শুনে ছেলে পড়া মুখস্থ করত। পরবর্তীতে সে এইচ.এস.সি-২০১৪ পরীক্ষাতে গোল্ডেন A¬+ পেয়েছিল।
* আমরা যারা খারাপ রেজাল্ট করি , তারও খুব হতাশাতে ভুগে থাকি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । এই বিষয়ে একটা উদাহরন , দিতে চাই , বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছরে বি সি এস পরীক্ষাতে ১ থেকে ১০ম মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেধাতা্লিকাতে স্থান পায়।
* একদিন পাবেলো পিকাসো , চার্লি চ্যাপলিনের অভিনয় দেখে অনেক মুগ্ধ হলেন, তাঁর প্রসংশা করলেন। চার্লির জামা কাপড় ছিল ছেঁড়া , চার্লি পিকাসোকে বলেছিলন স্যার আপনি আপনার এক বছরের উপার্জন আমাকে দেন, আমার জীবনের প্রথম পাঁচ বছরের উপার্জন আপনাকে দিয়ে দিব, কিন্তু সেই দিন পিকাসো তাঁকে অর্থ দিয়ে সাহায্য করেননি। পরবর্তীতে চার্লি আমেরিকাতে পারি জমান, এবং তখন তাঁর এক বছরের উপার্জন পিকাসোর পাঁচ বছরের বেশি উপার্জন করেছিলেন।
এরকমের হাজারো উদাহরণ দেওয়া যেতে পারে।
লক্ষ্য নির্ধারণ করুন , সে অনুযায়ী কাজ চালিয়ে যান, আপনি সফল হবেনি , তাতে কোন সন্দেহ নেই।
আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সমালোচনা করবে আপনার কাজের, তাঁদের সাথে বেশি করে মিশুন। তাঁরা আপনার ভালো বা খারাপ কাজ নিয়ে সমালোচনা করবে, সেখান থেকে ,আপনি আপনার ভুলগুলি শুদ্ধ করার চেষ্টা করুন।
চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন......
১) চরিত্রহীন।
২) স্বার্থপর।
৩) মিথ্যাবাধি।
৪)অহংকারী।
নিজের সক্ষমতা আবিষ্কার করুন। অল্লাহ নিশ্চয়ই আপনার প্রতি সহায় হবেন।
আপনি একজন সাধারন মানুষ হয়ে জন্ম গ্রহণ করেছন , সেটা আপনার অপরাধ হবে নয় , কিন্তু আপনি যদি সাধারণ একজন মানুষ হয়ে মারা যান তাহলে সেটা হবে আপনার অপরাধ , কারণ আল্লাহ আপনাকে সব দিয়ে ছিলেন , যা দ্বারা আপনি আপনাকে পরিবর্তন করতে পারতেন , কিন্তু করেননি।
সময় খুব কম, নেমে পড়ুন নিজের লক্ষ্য অর্জন করতে, আপনার যোগ্যতা প্রমান করুন , আপনিও পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.