![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
আমাদের পার্থিব জীবন হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষা মধ্যে যে ভাল করে তাঁর ফলাফল অপেক্ষা করচ্ছে পরকালে। আমাদের জীবনকে সাফল্য মণ্ডিত করবার জন্য প্রানান্ত চেষ্টা করি আর যখন হেরে যাই তখন কপাল বা বিধাতাকে দোষারোপ করি। কিন্তু আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব, তিনি আমাদের সব কিছু দিয়েছেন। ইচ্ছা করলে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন দিতে পারেন এক সফল নাম। ভুলে যান অতীতে কি হয়েছিল, সামনে চিন্তা করুন, কিভাবে সফল হওয়া যায়। পৃথিবীতে এমন অনেক দৃষ্টান্ত আছে যারা , নিজের ইচ্ছা শক্তি দিয়ে জীবনের সফল এক রং দিয়েছে। অনেকে ভাবতে পারেন অতীত ছাড়া বর্তমানের কি সম্ভব? ,কিন্তু আপনি যদি শুধু মাত্রর অতীতের গ্লানি নিয়ে চিন্তা করেন, তাহলে নিরাশা বেড়াজালে জড়িয়ে যাবেন আলোর মুখ দেখবেন না।
মনে করেন , আপনি হাজার ফুট গভীর গুহাতে পড়ে গেছেন, এখ্ন কি শুধু বসে , বসে চিন্তা করলে আপনি গুহা থেকে কি উদ্ধার পাবেন?
আপনি অন্ধকারে হাঁটা শুরু করলেন, এক সময় ক্ষীণ আলোর দেখা পেলেন,
আপনি হাঁটতে থাকলেন , এক সময় নিজেকে মুক্ত করতে পারলেন অন্ধকার থেকে, আর যদি মুক্ত নাও হতে পারেন তাহলে মৃত্যুর আগে শান্তনা সুরূপ ভাবতে পারবেন, আমি আলোর দেখা পেয়েছি।
মানুষের ভিন্নতায় সফলতা সংজ্ঞা নানা রকম হয়ে থাকে। সফলতা বলতে আসলে আমরা কি বুঝি?
১) জীবনে একটা ভাল অবস্থান।
২) পরীক্ষায় ভাল ফলাফল।
৩) অনেক বিষয় সম্পদের মালিক।
৪) কাউকে নিজের মত করে পাওয়া।
৫) বড় একজন ব্যবসায়ী হওয়া।
৬) কর্ম স্থলে দঢ় অবস্থান।
৭) পারিবারিক সুখশান্তি।
8) সমাজে খ্যাতিযশ।
আরও অনেক রয়েছে। কিন্তু এগুলো কি সফলতা?
আপনি মানুষ হিসেবে কেমন? সমাজ বা দেশের জন্য কি করেছেন?
মানবজাতির উন্নয়নে কি করেছেন সেটা সফলতার নিরুপনের এক মাত্র মাধ্যম।
পৃথিবীতে আজ যারা নেই , কিন্তু আমরা তাঁদের মনে রেখেছি এক মাত্র মানবজাতির উৎকর্ষ সাধনের তাঁদের অবদানের জন্য , আপনি আপনার কর্ম স্থল থেকে চেষ্টা করুন ,নিজেকে সফলতার চূড়ায় পোঁছানোর জন্য, তবে সততা, মনোযোগ, সাহস নিয়ে, তাহলে আপনি সফল হবেন । আর যদি সফলতা যদি হয় আপনার জন্য তবে শুধু তা থাকবে খানিক সময়ের জন্য মাত্র। আপনার মধ্যে সব সময় ভয় কাজ করবে, চেষ্টা করুন মন থেকে ভাল একজন মানুষ হয়ে সফল হতে, তবে তা হবে দীর্ঘ মেয়াদি।
©somewhere in net ltd.