নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

অদৃশ জীব

২৫ শে মে, ২০১৫ রাত ১২:০৯

এক জোড়া লাল চোখ সব সময় আমার দিকে তাকিয়ে থাকে , এক অদৃশ জীব সব সময় আমার সাথে থাকে। কাউকে বললে বিশ্বাস করে না উলটো বলে আমার নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিভাবে নিজেকে বিশ্বাস করাবো? আজ থেকে তিন বছর আগে আমি আমার বুন্ধুদের সাথে খাগড়াছড়ি গিয়েছিলাম। সেই সময় থেকে এই জীবটা আমার সঙ্গ নিয়েছে। কেউ যখন আসে পাশে না থাকে সে আমার সাথে কথা বলে। তাঁর হাসির শব্দ এত বিকট আর ভয়ঙ্কর যে আমার মনে হয় যেন আমি আত্নহত্যা করে ফেলি,পুনরায় সিদান্থ নেই আমি এর শেষ দেখে ছাড়বো।
একদিন আমি রুমে বসে বই পড়ছিলাম।
-নিহাল , কি পড়ছ?
- আমি ভয় পেয়ে গেলাম। কারণ সেটাই ছিল তাঁর সাথে আমার প্রথম কথোপকথন। আমি আগে তাঁর অস্তিত্ব বুঝতে পারতাম। আর সেইদিন থেকে আমার সাথে কথা বলা শুরু করে। আমি খেয়াল করলাম, পুরো রুমটা হিমশীতল হয়ে যায় যখন আমি তাঁর অস্তিত্ব অনুভব করি ।
- প্রশ্ন করলাম , আপনি কে ? কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছেন ? আমি অপনার কি ক্ষতি করেছি?
- না , তুমি আমার কোন ক্ষতি করনি।
- তাহলে , কেন আমার পিছু নিয়েছেন ?
আমাকে মুক্তিদিন, প্লিজ।
- এত সহজে আমার কাছে থেকে তুমি মুক্তি পাবে না, নিহাল...
আমার এক বন্ধুর সাথে কোন এক তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল কলেজ ক্যাম্পাসে , পরে শুনতে পারি তাঁর লাশ পাওয়া যায় কলেজের বাগানে। তাঁর চোখ দুটি উপরে ফেলা হয়েছে ।বুকের মাজামাজি এমন করে কাটা হয়েছে যে তাঁর ভিতরের সব কিছু বাইরে বাগানের মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে তার হৃদপিণ্ড পাওয়া যায়নি। আমি সেইদিন থেকে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি।

রাতে আমি আবার আমার রুমে সেই হিমশীতল আবহাওয়া অনুভব করলাম।
- নিহাল , ছেলেটাকে আমি মেরে ফেলেছি।
- কেন?
- তোমার সাথে ব্যাজে আচরন করেছিল। তাছাড়া অনেকদিন মানুষের কলিজার স্বাদ পাইনি। আজ পেলাম।
-এমন করে আপনার লাভ কি?
- তোমার শরীরটা আমার দরকার। আমার ভাল মানুষের একটা দেহ দরকার।
- তাহলে আমাকে মেরে পেলেন।
-তোমার সাধারণ মৃত্যু হলে তোমার শরীরটা আমি গ্রহণ করতে পারব।
- কিন্তু আমারটাই কেন?
_তোমার মত একজন ভাল মানুষের দেহ আমি গ্রহণ করতে পারলে। আমি অমরত্ব পাবো। আমি আবার নতুন করে কালো জাদু বলে সব কিছু আমার করে ফেলতে পারব।
-আমি এই সুযোগ কক্ষনও তোকে দেবো না , এই বলে নিহাল পটাশিয়াম চায়ানাইডের শিশিতে চুমুক দিলো।
নিহালের নিথর দেহটা রুমের মেঝেতে পরে রইল আর সেই অদৃশ জীবটা অন্য আরেক নিহালের খুঁজে বের হয়ে গেল রুম থেকে......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.