![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
মেয়েটা দেখতে আমাদের জুঁইয়ের মত না?
কিছুটা, মেয়েটার চোখে মুখে কেমন জানি মায়ার ছাপ আছে। যাই হোক তুমি মেয়েটাকে কাজে রেখে খুব ভাল করেছো। ফারিয়া, একজন খেলার সাথী পেলো।
তুমি কাল অফিস থেকে আসার সময় মেয়েটার জন্য কয়েকটা জামা কিনে নিয়ে এসো।
ঠিক আছে আমার মাদার তেরেসা।
আর আহ্লাদ করতে হবে না , এবার ঘুমিয়ে পরো।
ফারিয়াঃ কিরে তোর নাম কি?
শাহিনাঃ আপা, আমার নাম অক্লিমা বেগম, আব্বা আদর করে শাহিনা নামে ডাকতো।
ফারিয়াঃ আবার আদর!!!!! কি পদের নাম , আবার আদর করে ডাকে। যাক আমি তোকে আগের থেকে বলে দেই, আমার কোনও ব্যাপারে নাখ গলাবি না। আম্মুর কাছে আমার সম্পর্কে কিছু বলবি না। মনে যেন থাকে।
শাহিনাঃ আপা আপনি সিগারেট খান? খালাম্মা দেখলে ?
তোকে না বলেছি তুই আমার ব্যাপারে মাথা না ঘামাতে।
মিসেস রুহুল আমিনঃ শাহিনা তোকে যে আমি কাপড় গুলি ধুতে দিয়েছিলাম , কাপড় গুলি ভাল করে পরিস্কার হয় নি, হারামজাদি খালি ভাত গিলতে পারস। আর ত কিছুই পারস না।
খাল্লাম্মা আমি ভাল করে কাপড় ধুইছিলাম
আবার মুখে মুখে তক্ক করছ, আজকে তোরে ভাত দিমু না, দেখমু তোর গলায় কত জোর।
খালাম্মা খুব খিদা পিইছে , সকালে তো কিছু খাইতে দেন নাই।
না খেয়ে থাক তোর জোর কমবে।
শাহিনা, শাহিনা
কি খালু?
ফারিয়া কোথায় ?
আপা স্কুলে গেছে।
তোর খালাম্মা কোথায়?
আফিসে গেছে, খালু।
শাহিনা, আমার মাথাটা একটু টিপে দে।
আচ্ছা খালু।।
তোর জামাটা ছিঁড়ে গেছে, তোকে একটা জামা কিনে দিতে হবে।
দাঁড়া, তোর মাপ নিতে হবে।
খালু, খালু
চুপ কর। কথা বলবি না।
আগে ভাল করে মাপ নিতে দে। কাল তোর জন্য জামা কিনে আনবো
খালু আমার জামা লাগবো না।
আমারে দুই বেলা ভাত দিলেই হইব,খালু।
©somewhere in net ltd.