![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
পাহাড়ি ফুল আমি ,
পাহাড়ে আমার জন্ম,
কেন তুলে এনেছ আমায়?
বানিও না আমাকে দোকানের পন্য।
আদিতে ছিলাম পাহাড়ে শেষ প্রান্তে ,
এখন থাকি আমি রাস্তার পাশে ,
তবুও নেই তো কোন দুঃখ
যদি ভালবাস আমায় ,
সুবাস দিবো আমি অনন্ত।
যদি নিয়ে যায় আমায়,
তোমার প্রিয়তমার কাছে,
বলব আমি তাঁকে আমার,
অব্যক্ত হাজারো গল্প,
আকাশ দেবে সাক্ষী,
কেন আজ আমি পথের বৈরাগী।
আমি পাহাড়ি ফুল
আমার নেই তো কোন নাম,
কি নামে ডাকবে আমায়?
তবুও কেন ভালাবাস?
আদি থেকে অনন্ত।
পাহাড়ি ফুল আমি,
পাহাড়ে আমার জন্ম।
©somewhere in net ltd.