নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

প্রণয় কাব্য

২০ শে জুন, ২০১৫ রাত ১:৩৯

ক্ষণিকের পরিচয়, তারপর প্রণয়,
ভুলে গিয়েছিলাম সব বাধ্যবাধক্তা,
যদি পাশে থাক আমার,
পাড়ি দেব ভালবাসার বাঁধার, প্রশান্ত মহাসাগর ও ।
তখন কে জানতো ? তুমি হারিয়ে যাবে,
থাকবে না আমার পাশে।

আজ রাতের অসীম নিরবতা,
জোনাকিদের আলো খেলা,
নাম না জানা বুনো ফুলের সুবাস,
আর তোমার সেই সব প্রণয়ও কথা,
সব মিলে মনে আজ বিষণ্ণতা।
হয়তো ,তুমি ভুলে গেছো ,
আমি ভুলিনি , তোমায় ,
হাজারো ব্যস্ততার মাঝে ,
তোমারি সুর যেন
আজও আমার হৃদয়ে বাজে ।

অনুভূতি গুলো আর তীব্র হচ্ছে,

মনে যে বীজ বপন করেছিলাম,
তোমারি নামে তা শাখা প্রশাখা,
ছড়িয়ে দিয়েচ্ছে আমারও হৃদয়ের সমতলে।
কি করব? বলতে পারও,
তোমার চোখে হয়ত , আজ অন্য কারো ছবি,
হয়ত তুমি অন্য কোন কবির কবিতা
কি করব ? বলতে পারও
তুমি আজও আমার হৃদয় ক্যানভাসে,
এক মাত্র ছবি ।

সেই দিন আমি অপেক্ষা করেছিলাম,
সকাল থেকে গোধূলি লগনে,
তুমি আসলে না,
আমি অপেক্ষা করেছিলাম,
অবশেষে বাড়ি ফিরে ছিলাম ভগ্ন হৃদয়ে।
তারপর থেকে কত সময় কাটিয়েছি,
একা , একাকী , সবার অন্তরালে।
আমি তোমাকে ভুলিনি।
কত সব মানুষের সাথে এখন আমার আনাগোনা,
কেন যে পারি না তোমাকে ভুলিতে?

তুমি যাদু জানো?
সত্যি তুমি অনেক বড় যাদুকর ,
আমাকে ছেড়ে চলে গেলে,
আমার মনটাকে আজও বশ করে রাখলে
সত্যি তুমি অনেক বড় যাদুকর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.