নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

আমার মুনুটা অসুস্থ

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১২

আমার মুনু গত তিনদিন যাবত ,সে তরল খাবার ছাড়া আর কিছু গ্রহণ করতে পারছে না। একটু খুলে বলি তাঁর সাথে আমার পরিচয় হয়ে ছিল , গত বছর জানুয়ারি মাসে কনকনে শীতে , তখন তাঁরা দুই ভাই ছিল । কিন্তূ কিছুদিন পর তাঁর ভাইটা মারা যায় , পেটের পীড়ার কারণে , কোন কিছু বুঝে উঠার আগে তাঁর চিরন্ত্যন গন্তব্যে যাত্রা করে , আমাদের সবাইকে কাঁদিয়ে ।
সেই থেকে মুনু আমাদের সাথে , রাতে খুব কষ্ট হয় আমার মুনুটার , গলায় টঞ্চেল এসেছে। আসবেই না কেন ,কোন ডাকাডাকি শুনে না বৃষ্টি দেখলে যেন ঈদ লাগে।
খাবার দাবার বলতে শুধু এখন গরম পানি, খাটি গরুর দুধ , মাছ ও মাংস আবার সেই সব নরম করে দিতে হয়।
আমি আমার পালিত বিড়াল মুনুর কথা বলছি। তাঁর বয়স এক বছর আট মাস , সে সব সময় খুব ফুরফুরে ম্যাজাজে থাকে । যেহেতু আমাদের বাসায় মাই রান্নাভারার কাজ মূল করেন, মিস্টার মুনু কিভাবে যেন আমার মাকে বশে এনে ফেলেছে, সব সময় আম্মার সাথে রান্নার ঘরে থাকা যেন তাঁর প্রধান কাজ। আমি পড়াশুনা আর চাকরির খাতিরে প্রায়ই বাসার বাইরে থাকতে হয় , আর মুনু সব সময় আমার মার সাথে সাথে থাকবে। আর যদি ক্রিং বেল বাজে , মার আগে সে দরজার সামনে হাজির।
ইদানীং কতিপয় আশেপাশের বাজে বিড়াল তাঁর ক্ষতি করার জন্য চেষ্টা করছে।
তাই আমরা সবাই তাঁর দিকে বিশেষ খেয়াল রাখছি।
আমার মুনুটার জন্য সবাই দোয়া করবেন আশা করছি।
পুনশ্চঃ আমার মুনুর দুইটা বান্ধবী রয়েছে , তাঁরা এসে আমার মুনুকে দেখে যায় , বিপদে বন্ধুর পরিচয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.