নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা থেকে খেলনা গাড়িতে করে যাত্রা তারপর বাস।

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কুমিল্লার টমসম ব্রিজ থেকে তিন চাকার
খেলনা গাড়িতে করে গন্তব্যে রওনা
হলাম, বাসের উদ্দেশ্যে। ড্রাইভার সাহেব
আমার সাথে ভালই কথা বলছিলেন,
কিছুক্ষন পর উনার মোবাইল বেজে উঠল।
এক হাতে গাড়ির স্টেয়ারিং অন্য হাতে
মোবাইল, কিছুক্ষন পর দেখলাম উনি মনে
হয় উনার wife এর সাথে উচ্চ
আওয়াজে কিছু বলার চেষ্টা করছেন।
আমি বুঝে ফেললাম কিছুক্ষনের মধ্যে
আমার একটা ইচ্ছাু পূরন হতে যাচ্ছে,,,,,
-ভাই, আপনি গাড়ির স্টেয়ারিং একটু
ধরেন।
-হুম, চালাচ্ছি।
বুঝতে পারলাম ড্রাইভার হিসেবে খারাপ
করব না।
অত:পর অনেক কষ্টে বাসে উঠলাম, সাথে
একটা মাম পানির বোতল কিনলাম।
পাশের সিটে বসা, একজন ভদ্র লোক,
ভ্রমনটা ভাল হবে।
কিছুক্ষন পর আমি পানি খাচ্ছিলাম।
- ভাই একটু পানি হবে খাব?
আমি দিলাম, নিজে পানি না খেয়ে।
লোকটা পানির বোতল হাতে নিয়ে,
বাসের জানালা দিয়ে, মুখ ধুলেন, কুলি
করলেন, পানি খেলেন তারপর খালি
বোতলটা আমার কাছে দিয়ে দিলেন।
লোকের আচরনে আমি হতবাক।
আমি সাবধান হয়ে গেলাম।
পাশের ডাবল সিটে বসেছিল দুই ছেলে,
তাদের কথাবার্তায় বুঝতে পারলাম,
দুইজনই পাতি নেতা,কাকে ধরবে কাকে
মারবে সেই কথা বলছে।
কিছুক্ষন পর ফিস ফিস কথার আওয়াজ
শুনলাম, পিছনে দেখি দুজন, একজন ছেলে
আর আরেকজন মেয়ে প্রেম শুরু করে
দিয়েছে। তাদের আচার আচরন দেখে
মনে হল, বাসটা তাদের কাছে রমনা
পার্ক মনে করে প্রেম শুরু করে দিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.