নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

কিছু নীতিকথা

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৬



১) বইকে ভালোবাসুন, বই আপনাকে ভালোবাসবে।
২)আপনার মন, চিন্তা ও চেতনা আপনার নিয়ন্ত্রণ থাকবে অন্য কারো না।
৩) চরিত্রহীন ও মিথ্যাবাদী মানুষদের এড়িয়ে চলুন।
৪) আবেগকে নিয়ন্ত্রন করতে শিখুন, বিবেকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করুন।
৫) প্রকৃত সংগ্রামী সফল মানুষের জীবনী থেকে শিক্ষা গ্রহন করুন।
৬)নিজেকে মূল্যায়ন করতে শিক্ষন, নিজের সক্ষমতার উপর ভরসা রাখুন।
৭)পরিকল্পনা মাফিক প্রতিদিনের কাজ করুন।
৮) নিজেকে বিনয়ী মনভাবের মানুষ হিসেবে গড়ে তুলুন, বড়দের সম্মান করুন মন থেকে।
৯) জীবনের গুরুত্ব দিতে শিক্ষুন।
১০) নিজের সাফল্যের কথা চিন্তা করুন।
১১) ধর্মের প্রতি বিশ্বাস রাখুন।
১২) জীবনে যথা সম্ভব বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশুন, বাস্তবতা শিখার চেষ্টা করুন।
১৩) জীবন মুখী বই পড়ার চেষ্টা করুন।
১৪) ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: নীতিকথাই নিয়ে থাকুন,পেটে ভাত জুটবে না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.