![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
তোমার জীবনে আজ সবুজ বসন্ত,
আমার জীবনে গ্রীস্মের তীব্র তাপদাহ,
তোমার আকাশে হাজারো পাখির ঢ্ল,
নাম না জানা কত সব পাখির আনাগোনা
আমার আকাশ পাখি শূন্য
আর কালো মেঘের আনাগোনা।
সকালবেলা তুমি ঘুম থেকে উঠে
দেখ পৃথিবীর কোথায় কি হয়েছে?
আর আমার রাত্রি কাটে এই ভেবে
জীবন টা বুঝি ভেস্তে গেল,
একটা কাজ না পেয়ে।
জানো, এখন আমি আর স্বপ্ন দেখি না?
বাস্তবতার করাল গ্রাসে আমার স্বপ্নগুলি বিভ্রান্ত
পায়ে প্রচন্ড ব্যথা, এখন আর হাটতে পারি না।
এখন আর তুমি ও তো নেই যে আমায় পথ দেখাবে,
এখন শুধু চারপাশ কালো আর কালো,
জানো আমার চশমাটা এখন কাজ করছে না?
শেষবার তুমি ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলে
এখন কে আমায় নিয়ে যাবে?
ডাক্তারবাবুকে দেবার মত টাকাটাও আমার কাছে নেই,
শুনেছি তুমি নাকি বেশ ভাল আছ?
ভাল থাক, তুমি ভাল আছ,
এটাই আমার কাছে বেশ।
তোমার জীবনে আজ বসন্ত,
আমার জীবনে গ্রীস্মের তীব্র তাপদাহ।
©somewhere in net ltd.