![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
অন্তরার প্রতিটি কথা এখনো অভির মনে আছে, সে ভুলতে পারে না, অন্তরার একটি ছবি সব সময় সে মানিব্যাগে রাখে যখন, অন্তরার কথা মনে পড়ে, সে মানিব্যাগ খুলে দেখে। অন্তরা আজ অন্য একজনের স্ত্রী কিন্তু তবু ভুলতে পারে না, অভি। কিছুদিন আগে ফোন করেছিল,অন্তরা,,,,,,
- কেমন আছো, অভি?
-ভালো আছি, তুমি কেমন আছো?
- তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি, তুমি জানো না?
এই কথা বলে অন্তরা কান্না শুরু করল।
- এখন আর কেঁদে কি লাভ আছে? তুমি যদি সেইদিন আমার কাছে চলে আসতে, তাহলে আমাদের জীবনটা আজ এমন হত না।
- বিয়ে করবে না?
- করবো, যেদিন তোমাকে ভুলতে পারবো।
বলে অভি, ফোনটা কেটে দিলো।
অভি, আজ কোন কাজে মন বসাতে পারছে না,অফিস থেকে ফিরে সোজা বিছানায়। সেইদিনের কথা কিছুতেই ভুলতে পারছে না।
আজ থেকে চার বছর আগে,
-অভি, আমার বিয়ে ঠিক হয়েছে।
- মানে?
- হুম, ছেলে ব্যাংকে চাকরি করে, কাল আমায় দেখতে এসে, আংটি পড়িয়ে দিয়েছে।
- চল পালিয়ে বিয়ে করে ফেলি?
- তুমি জানো আমার পক্ষে এটা সম্ভব না। বাবা, মারা যাওয়ার পর, মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, আমি মার বিরুদ্ধে গিয়ে কোন কাজ করতে পারবো না।
- তাহলো, আমি এখন কি করব?
- আণ্টি, আংকেলের সাথে কথা বলো, তারপর আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দেয়।
অভি, বাড়ি ফিরে মার কাছে রান্না ঘরের দিকে গেলো
- কিছু বলবি?
- মা, এই যে আমি তোমাকে একটি মেয়ের কথা বলছিলাম মনে আছে?
- অন্তরা?
-হুম, মা। অন্তরার বিয়ে ঠিক হয়েছে।
-তাই নাকি?
- মা, তুমি আর বাবা অন্তরাদের বাসায় যাবে?
- তোমার বাবার সাথে আজ কথা বলবো, অন্তরাদের বাসায় কাল আমরা মিস্টি নিয়ে যাবো।
সেইদিন সন্ধ্যা ৭ টায়
অভির ফোনে রিং, অন্তরা করেছে।
- অভি, কেমন আছো?
- আমি, মার সাথে কথা বলছি। মা, বলেছে, আগামীকাল মা আর বাবা তোমাদের বাসায় আসবেন।
- ওনাদের তুমি বারন করো। আমি মার সাথে কথা বলেছি, মা রাজি হয়নি।
- তাহলে? কি করব?
- কিছু করার নেই। মা, বলেছে তোমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে।
- তোমার কি কিছুই বলার নেই?
- আমি মার কথার অবাদ্ধ হতে পারবো না, তুমি তা জানো।
- বিয়ে কত তারিখে?
- এপ্রিলের তিন।
- তুমি, হেরে গেলে অন্তরা, তুমি হেরে গেলে। ভাল থেকো।
বলে ফোনের লাইনটা কেটে দিলো।
©somewhere in net ltd.