নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

সাধারন কথামালা

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭

বিধবা মেয়েটা স্বামী খেকো !
তালাক প্রাপ্ত মেয়েটা অপয়া চরিত্র হীনা !
প্রেমিকের ছুড়ে ফেলা মেয়েটা পতিতা !
'
বিধবা মেয়েটার দিকে আজকে যে প্রশ্নটা ছুড়ে
দিচ্ছেন কাল যদি আপনি না থাকেন পরশু
আপনার বিধবা বউটার কি হবে শুনবেন ?
'
মাঝ রাতে আপনার বিধবাকে ফোন দিবে পাড়ার
মুদি দোকানি l
'
ভাবি, ভাই তো নাই কিছু সদাই নিয়ে আসব
বাসায় ?
'
আপনি বেচে থাকতে যাকে কোন দিন দেখেননি
আপনি মরার পর সে আপনার বন্ধু হয়ে গেল l
আপনার এতিম বাচ্চাটার হাতে বড় একটা মাছ
ধরিয়ে দিয়ে বলল -
'
যাও বাবু এটা নিয়ে মাকে দাও l বলবে চাচ্চু আজ
রাতে খাবে !
'
প্রেম শেষে ছুড়ে ফেলা মেয়েটাকে পতিতা বলে
গড়িয়ে পরার আগে নিজের বোনটা বড় হয়েছে সে
খেয়াল আছে ?
'
'বানরকে ভেংচি কাটলে বানর কখনো সালাম
দেয়না' নিউটনের তৃতীয় সুত্র আবিষ্কারের বহু
বছর আগেও মরুব্বিরা একটা সুত্র বলত জানেন ?
'
" কর্ম ফল " বাইবেল পড়েন বা কুরআন পড়েন,
বেদ পড়েন আর গীতা পড়েন l আপনার পুরোটা
জীবন আপনার কর্ম ফল l
'
'হাত পা নাড়ার আগে নিজের ছায়াটাকে দেখবেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: প্রাকৃতিক শাস্তির কথা সবারই মনে রাখতে হবে।অন্যের ক্ষতি করে নিজে পার পেয়ে যাবেন তা আসলে কখনো সম্ভব নয়!

২| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৪১

সাগর মাঝি বলেছেন: সবার মাঝে এই ঙ্গান থাকা প্রয়োজন। আজকে তুমি যে কাজ করবে কাল তোমর জন্য তার ফল আবশ্যক।

ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের ফল হবে খুব খারাপ।

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.