নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

মানুষ একটি সামাজিক জীব

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

আমাদের আশে পাশে মানু্ষগুলিকে নিয়ে,আমাদের মধ্যে প্রায়ই এক প্রকার কঠিন হতাশা কাজ করে আর করাটাই স্বাভাবিক কারণ আমরা সামাজিক প্রানী কোন দেবতা বা ফেরেশতা কিংবা শয়তান নই। তবে একটা কথা শুনলে আপনারা দারুণভাবে অবাক হবেন, পৃথিবীতে চালাক মানুষদের চেয়ে বোকা মানুষদের সফল্যতার হার সবচেয়ে বেশি। চালাক মানুষগুলো চালাকি করতে করতে এক সময় নিজের চালাকিতে আটকে পড়ে আর যা থেকে তাঁদের নিস্তার পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। তবে, আপনি জীবনে যে কাজটা করবেন বা করার ইচ্ছা, মানে যে কাজটার প্রতি আপনার তীব্র আবেগ কাজ করে এবং রুজী রোজগারের এক মাত্র পথ বলে মনে করে থাকেন সেই কাজটা মন দিয়ে করার চেষ্টা করে যান, লক্ষ্য ঠিক করুন ধাপে ধাপে এগিয়ে যান । এরুপ আবার চিন্তা করবেন না এক লাফে সফলতার চূড়ায় উঠে যাবেন , তাহলে সেখান থেকে পড়ে এতদিন যা অর্জন করেছিলেন সব হারিয়ে ফেলবেন।
**** “ব্যর্থতা সফলতার চাবিকাঠি” কথাটি খুব পরিচিত , আমার কাছে এর মানে একটু ভিন্ন আমার কাছে মনে হয় বারং বার ব্যর্থতা ছাড়া কখনো সফলতা সম্ভব না , Several mistakes make a man to be a successful person in his life. অতএব একবারে চাঁদে যাওয়ার ইচ্ছা ছেড়ে দিন । মুল কথায় ফিরে আসি, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ বাস করে আর তাঁদের আচারণ ঠিক তাঁদের মত বৈচিত্র্য পূর্ণ । আমি মনো বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান নিয়ে পড়াশুনা করিনি, করেছি সাহিত্য নিয়ে পড়াশুনা আবার তা পাশ্চাত্য সাহিত্য তাই আমার করা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষনটি অনেকটা হাস্যকর বিষয়ের মত ।
***আমাদের মাঝে কিছু মানুষ যারা আচার আচরণে খুবি ভ্রদ কিন্তু তাঁরা আসলে ভান করেন ভদ্রতার এরা অনেকটা মিচকা শয়তানের মত, সবি করেন সবি বুঝেন আর ভাব করেন ভাঁজা মাছটা উল্টে খেতে পারেন না ।
*** আর কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সবার চেয়ে আলাদা আর নিজেকে বেশি সুন্দর ও বুদ্ধিমান মনে করেন এদের কাছে বাকি সব হচ্ছে ক্ষেত ওনারই শুধু পারফেক্ট , এই সব মানুষ কিছুটা লেজ কাটা শিয়ালের মত ।
*** কিছু মানুষ আছে তবে এরুপ মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি আমাদের সমাজে , মানে সমালোচনাকারী। নিজেদের ভুল এরা কখনো দেখেন না , এদের কাজ হচ্ছে অন্যের বিষয় নিয়ে সব সময় ব্যস্ত থাকা । এসব মানুষ ছায়াহীন , নিজেদের ছায়া কখনো দেখেন না , সব সময় অন্যেদের নিয়ে ব্যস্ত থাকনে । সমালোচনা করতে করতে এরুপ ছায়াহীন মানবদের মৃত্য ঘটে ।
*** কিছু মানুষ আছে নিরহ , এই সব বেচারারা সবার অত্যাচারের শিকার হয়ে থাকে কিন্তু মুখ তুলে কিছু বলেন না । তাঁদের ভাব দেখে মনে হবে আল্লাহতালা তাঁদের এই পৃথিবীতে পাঠিয়েছেন অত্যাচারিত হবার জন্য।
*** কিছু জ্ঞান পাপী রয়েছে এরা অনেকটা মাছির মত , তবে মধুর মাছি নয় এরা সব কিছুর মাছি তাঁদের কাছে মধু কি বা গোবর কি ? সবি সমান মোদ্দা কথা হলো নিজের কাজ হাসিল করা । *** কিছু মানুষ আছে যারা নিজেদেরকে Intellectual persons ভাবেন মানে অতি বুদ্ধিমান মানব , সবার সাথে কথা বলেন না , কিছু মাত্র মানুষের সাথে মেলামেশা করেন । মানে এরা একটু ক্লাস মেন্টেন করে চলেতে ভালোবাসেন ,ক্লাস মেন্টেন করতে করতে এক প্রকার ক্লাশহীন হয়ে পড়েন ।
*** কিছু মানুষ আছে যাদের অস্তিত্ব আছে বা নেই এটা বুঝা যায় না এরা অনেকটা চোরা স্বভাবের , সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে । একটা সময় তাঁদের স্বভাবের উন্নতি হয় , সেই উন্নতিটা খুব সীমিত ।
*** কিছু মানুষ আছে চাল কুমড়ার মত , এরা সবার সাথে মিশে কিন্তু নিজের লাভের আশায় , অনেকটা মাছি মানবদের মত অবস্থা আর কি !!

*** কিছু মানুষ আছে নিজেদের মধ্যে যোগ্যতা নেই কিন্তু তাঁরা পরিবারের যোগ্যতায় নিজের জীবন পাড়ি দেন ইহকালের ঊদ্দেশ্যে ।
এসব শুধু মজা করে লেখা আর বেশি কিছু নয় । তবে আমাদের সবার নিজের উন্নতি ও দেশের উন্নতির জন্য একত্রে কাজ করা উচিত ,আমরা চাই সুখী সুন্দর ও নিরাপদ জীবন। আবারো বলছি লেখাগুলি শুধু মজা করে লেখা আর বেশি কিছু , অতএব লেখাটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৩

আহসানের ব্লগ বলেছেন: ওকে । পিলাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.