নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

রাতের ঢাকা এবং কিছু ঘরহীন মানুষের গল্প :((

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

রাতের ঢাকা শহরের রূপ কিন্তু পুরাই অন্য রকম । এই রূপে আছে এক গভীর ক্ষত । আছে অনেক বিশাল পরিমানের ভ্রাম্যমান মানুষের জীবনের গল্প ।

যা আমরা দেখতে চাই না বা না দেখার ভান করে থাকি । কেউ যদি কমলাপুর রেলষ্টেশন এ রাতে যাওয়ার সৌভাগ্য হয়ে থাকে তাহলে সে হয়তো ঐ সব মানুষদের একটা অংশকে দেখতে পাবে । যারা রাতের ঢাকার বিচিত্র্য এক রূপ । রাত বলে আমি একবারে মাঝ রাত মানে ২ টার কথা বুঝতাইছি। যখন ঘুমিয়ে থাকে পুরো ঢাকা কিন্তু জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন ।



এটা শুধু রেলস্টেশন এর চিত্র না বরং পুরো ঢাকা শহরের রাতের চিত্র । এতো মানুষ যে বাস্তসংস্থান হীন আছে তা আমাদের কল্পনাতেও আসবে না যদি এইসব প্রত্যক্ষ ভাবে না দেখি । আমাদের সমাজ বা আমাদের সরকার এই বাসসংস্থাহীন মানুষদের জন্য তেমন কিছুই করে না বা করতে চায় না । তবুও কিছু মানুষ আছে যারা এই সব ভ্রাম্যমানষ মানুষদের নিয়ে কাজ করে যাইতেছে অনবরত ।

আমরা দেশ নিয়ে অনেক ভাবি । আমরা রাজনীতি নিয়েও অনেক আলোচনা করি কিন্তু এই মানুষদের নিয়ে কি কোন আলোচনা করি আমরা ।

উত্তর হলো আমরা এমন আলোচনাকেই এরিয়ে চলে যাই । কিন্তু কেন আমরা এদের এরিয়ে চলে যাই । সেটাই হলো বড় একটা প্রশ্ন । হতে পারে আমরা তাদের ঐ অবস্থাকে খুব স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছি বলেই এমন টা হচ্ছে আমাদের মাঝে ।



কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এই সব ভ্রাম্যমান মানুষদের পাশে ।



ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন

ronykhan Ron

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন:
ভাই মানবতা মনে নেই আছে মুখে যাই হোক......
ঘুরে আসার অনুরুদ রইল.........
Click This Link
Click This Link

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

রনিখান রন বলেছেন: আসুন তাহলে ভাই মানবতা মুখ থেকে থেকে মাঠ পর্যায়ে নিয়ে যাই ।

শুধু যে লেখার মাধ্যমে মানবতা প্রকাশ করবো সেটা কেমন করে ভাবলে চলে ভাই ।।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই আমি একজন সামর্থ্যহীন,
তারপরও সাধ্য মতো চেষ্টা করি......
আর যটোটুকু পারি লিখে যাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

রনিখান রন বলেছেন: সামর্থ্যহীন বলতে কি বুঝাতে চেয়েছেন ? সেটা আর্থিক নাকি মানোসিক সেটা কিন্তু বলেন নাই ।
যাই হোক সাহায্য করাটা বড় কথা না । বরং তা থেকে বড় কথা হচ্ছে কোন কিছু করে যাওয়ার চেষ্টা ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট বাজারের এইতো রীতি!

আর তার সমাজসেবাও লোক দেখানো ফটো সেশন.. ৫০০ টাকা ডোনেট করতে ৫০ হাজার টাকার মিডিয়া এক্সপেন্স....

ভুপেন হাজারিকার গানটার কথা গুলো অক্ষরে অক্ষরে যেন চীৎকার করে বলছে সবাইকে-
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয়না মানুষ
যদি দানব কখনোবা হয় মানুষ
লজ্জ্বা তুমি পাবেনা....

কিংবা বাস্তবতায়..ও গঙ্গা বইছো কেনর কথা..

বিস্তীর্ন এ শহরে
অসংখ্য মানুষের হাহাকার শুনেও
ও মানুষ তুমি মানুষ হওনা কেন!!!!! (পরিবর্তিত)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৬

রনিখান রন বলেছেন: জি আপনের কথা সত্য যে , এখন কিছু করলে তা বড় করে দেখানোর জন্য তার থেকে বেশি খরচ করা হয়ে থাকে ।
এবং ভুপেন হাজারিকার গানের কথাও মিলে যায় এই সময়ের সাথে ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১

ফা হিম বলেছেন: শুধু রাতে না, মাঝে মাঝে দিনেও দেখা যায়।

একবার রাতের দিকেই আমি আর আমার বন্ধু খিলগাও, তালতলায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। ফুটপাতটা একেবারেই সরু এবং নোংরা। অন্ধকারে খেয়াল করিনি, হঠাৎ দেখি পায়ের কাছেই এক লোক দিব্যি ঘুমিয়ে আছে। কি অদ্ভূত!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

রনিখান রন বলেছেন: হুম দিনের হয়তো দেখা যায় কিন্তু আরো ভালো করে দেখতে চাইলে রাত ১০ টার পর যাইয়েন কমলাপুর এ কোন বন্ধুকে নিয়ে ।
অনেক কিছু দেখতে পারবেন যা জিবনের লক্ষ্য কে পাল্টে দিতেও পারে ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

আমিনুর রহমান বলেছেন:




এদের নিয়ে ভাবনার সময় কোথায় আমাদের সমাজপতিদের। নিজেদের আখের গোছাতেই সময় কেটে যায় তাদের।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৯

রনিখান রন বলেছেন: আমাদের সমাজপতি দের থেকে কিন্তু বেশি দোষগুলো আমাদেরই ।
আগে নিজের দিক গুলো দেখতে হবে যে আমি নিজে তাদের জন্য কি করতে পারলাম

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

আমিনুর রহমান বলেছেন:



ওহ আপনার শিরোনামে রাতের স্থলে রাতর হয়ে আছে। ঠিক করে নিবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২১

রনিখান রন বলেছেন: জি এটা ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে ।

এটা বলার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

জেন রসি বলেছেন: বেঁচে থাকার মৌলিক অধিকার রাষ্ট্র থেকে আদায় করে নিতে হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩

রনিখান রন বলেছেন: এই আমারো কিন্তু রাষ্ট্রের এক একটা অংশ । আমাদের প্রত্যেকেই সকলে পাশে দাড়াতে হবে ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই অসহায় হতভাগাদের দেখার কেউ নেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

রনিখান রন বলেছেন: কেউ না কথাটা মনে হয় ঠিক না । তবে তাদের পাশে আপনা , আমাকে দাড়াতে হবে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

রনিখান রন বলেছেন: তাদের দেখা কেউ না এই কথা মনে হয় ঠিক না । তাদেরও দেখার অনেকই আছে । শুধু একবার গিয়ে দেখতে হবে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

রনিখান রন বলেছেন: তাদের দেখা কেউ না এই কথা মনে হয় ঠিক না । তাদেরও দেখার অনেকই আছে । শুধু একবার গিয়ে দেখতে হবে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

রনিখান রন বলেছেন: তাদের দেখা কেউ না এই কথা মনে হয় ঠিক না । তাদেরও দেখার অনেকই আছে । শুধু একবার গিয়ে দেখতে হবে

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

বাংলার ঈগল বলেছেন: আসলে ঘর হীন মানুষের পাশে কেউ নাই!

এখন সারাদেশে বন্যা চলছে, আমাদের সকলের উচিৎ সাধ্যমত সহযোগীতা করা।

বিস্তারিত দেখতে: হেল্প এইড বিডি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০

রনিখান রন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.