![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
এই রেজিমেন্ট এর নাম সোনার অক্ষরে লেখা আছে আমেরিকার ইতিহাসে ।
১৮৬২ সালের দিকে আব্রাহাম লিংকন এর ইচ্ছায় এই ম্যাসাচুসেট্স গভর্নর এর নিদেশে এই রেজিমেন্ট গঠন করা হয় । যা ছিলো একটা ভলেন্টিয়ার ভাবে অংশ গ্রহন সৈন্যদের নিয়ে । কিন্তু তা ছিলো আমেরিকার ইতিহাসে প্রথম কালো মানুষদের নিয়ে গঠিত একটা রেজিমেন্ট ।
এই রেজিমেন্ট এর দায়িত্ব দেওয়া হয় কর্নেল রবার্ট গোল্ড শ কে । এই রেজিমেন্ট গঠিত হয় আফ্রিকান-আমেরিকান কালোদের নিয়ে ।
১৮৬৩ সালে আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হলে এই রেজিমেন্ট গঠন করা হয় মূলত । অনেক বাধা বিপত্তি সত্তেও তখন কালো দের নিয়ে এই রেজিমেন্ট গঠন করা হয় । প্রথম দুই সপ্তাহেই ভলেন্টিয়ার ভাবে ১০০০ জনের উপর কালো মানুষ আসে এই রেজিমেন্ট এ যোগ দিবার জন্য । অনেকে নিউইয়র্ক , ইন্ডিয়ানা , অহো থেকে আসে বাকীরা স্লাব অঙ্গ রাজ্য থেকে আসে এই রেজিমেন্ট এ ।
৩৭ জন সাদা অফিসার ছিলো এই ৫৪ রেজিমেন্ট এ । তখন সৈন্যদের সপ্তাহে ১৩ ডলারের পেমেন্ট করা হলেও কালোদের জন্য দেওয়া হয় সপ্তাহে ১০ ডলার । যা কালো সকল সৈন্যরা প্রত্যাখান করে । ট্রেনি সমাপ্ত হলে ইউনিয় আর্মির হয়ে গৃহ যুদ্ধে অংশ নেওয়ার জন্য বোস্টনে চলে আসে ।
মূলত রেজিমেন্ট প্রধান কর্নেল রবার্ট গোল্ড শো এর প্রচেষ্ঠায় এই রেজিমেন্টের কালো সৈন্যরা এক সুতায় আসতে পারে । প্রথম দিকে এই রেজিমেন্ট দিয়ে যুদ্ধ করার থেকে অন্য কাজ দেওয়া হলে কর্নেল রবার্ট গোল্ড শ এর বিরোধিতা করে । তিনি কালোদের নিয়ে সারাসরি যুদ্ধ অংশ গ্রহন করতে চায় ।
এরফলে গৃহযুদ্ধের দক্ষিনের বিদ্রোহীদের সাথে ৫৪ রেজিমেন্ট প্রথম যুদ্ধে অংশ গ্রহন করে দারুন ফলাফল করে উক্ত খন্ড যুদ্ধে । ১৮৬৩ সালের জুলাইয়ের ১৮ তারিখের দিকে প্রায় অসম্ভব যুদ্ধে ৫৪ রেজিমেন্ট অগ্রসারী দলের ভূমিকা পালন করে । তখন এই রেজিমেন্ট প্রত্যেক কালোদের লক্ষ্যছিলো সবাইকে জানানো যে এই দেশটা তাদেরও , তারাও দেশের জন্য যুদ্ধ করে প্রান দিতে জানে ।
এর ফলেই উক্ত যুদ্ধে বিদ্রোহীদের কামানের গোলা বর্ষণ সত্তেও ৫৪ রেজিমেন্ট অগ্রসর হয়ে মূখমূখি যুদ্ধে অংশগ্রহন করে ।।
ফলাফল সরূপ এই যুদ্ধে ৫৪ রেজিমেন্ট এর প্রায় ৮০ ভাগ সৈন্যই মারা যায় এবং তাদের সেনাপতি কর্নেল রবার্ট গোল্ড শো ও মারা যায়।
কিন্তু রেখে যায় দারুন একটা ইতিহাস কালো মানুষ দের সংগ্রামের ।
২০০৮ সালে এই রেজিমেন্ট আবার পুনরায় গঠন করা হয় 54 তম ম্যাসাচুসেট্স রেজিমেন্ট নাম নিয়ে ।
- - - - - -- - - - - - - - - - - - - - -
আসলে আমেরিকার ইতিহাস লেখার ইচ্ছা আমার নাই কিন্তু এই ইতিহাস আমেরিকানদের শুধু না , এই ইতিহাস সকল দেশের বর্ণবাদ দের বিরোধে কালো মানুষ দের সংগ্রামের ইতিহাস ।
** ভুল হইলে আন্তরিক দুঃখিত >>>>>>>>
©somewhere in net ltd.