![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
বৃষ্টির একটা ব্যাপার-ই আছে ভালো লাগার । কিন্তু এই ইট কাঠের শহরে বৃষ্টি এখন বিড়ম্বনার একটা উপলক্ষ্য ।
এই শহর প্রতি নিয়ন নেতা জন্ম দিতে পারে কিন্তু কোন নেতাই এই শহর কে নতুন করে জন্ম দেওয়ার
উপলক্ষ্য খুজে পায় না ।
সামান্য বৃষ্টি হলেই এই শহর টা যেন তলিয়ে যায় সেই প্রস্তর যুগে ।
সব দোষ সরকার রে দিলেই আমাদের গায়ে কাদা ছিটিয়ে আসবে না তা কিন্তু নয় ।
এই শহর প্রতি নিয়ন বাসহীন হয়ে উঠতাছে আমাদের নিজেদের ভুল গুলোর কারনে ।
প্রতিনিয়ন আমরা হত্যা করতাছি এই শহর টা কে ।
সব কিছুতে-ই খালি আমরা নেতা খুজি বা সব কিছুতে আমরা খালি দোষ অন্যের ঘাড়ে দিতে ইচ্ছুক থাকি ।
কিন্তু এক বারোও কি ভেবে দেখেছি এই শহর আমাদের আর এই শহরের জন্য আমি আপনি কি করতে পেরেছি ।
রাস্তায় যানজটের কথা তুলে মূখে ফ্যানা তুলে ফেলি কিন্তু নিজেই প্রতিনিয়ন চলার পথে হাজার টা যানজটের
কারন হয়ে দাঁড়াই ।
আজ ফুটওভার ব্রিজ থাকার পরও আমরা রাস্তা দিয়েই পার হয়ে যায় ।
কোন বাইক চালক তো ফুটপাতকেই রাস্তা মনে করে ইদানিং চলাফেরা করা ।
ফূটপাত থাকার পর বড় রাস্তা উপর দিয়েই আয়েসে হেলে দুলে পথ চলি । আর আমাদের মাঝে ভি আই পি হলে তো কথাই নেই
যেন রাস্তা গুলো তাদের বাপের বানানো >
প্রতিনিয়ত রং-সাইড দিয়া গাড়ি চালিয়ে যানজটের কারন হয়ে দাঁড়ায় এই সব বাপের বানানো ভি আই পি রা .।.।
এই রকম হাজার টা কারন বলতে পারি যে গুলার ফলে আমরাই এই শহর টা ধ্বংসের পিছনে সব থেকে দায়ী ।
সরকার বা আইন একা এই শহর টা বাসযোগ্য করতে পারবে না ।
এর জন্য দরকার প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা ।
আমাদের সমস্যা গুলোর সমাধান কিন্তু খুব সহজ ।
আমি নিজে দায়িত্ব পালন করবো এই নীতি সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে ।
#Ronykhan_ron
২৭ শে জুন, ২০১৫ রাত ২:৪৪
রনিখান রন বলেছেন: ঢাকার প্রতিটা ফুটওভার ব্রিজ বা ফুটপাতের চিত্র এখন এমন টাই হয়ে দাড়িয়েছে । তবুও আমরাই বার বার দোষ গুলো অন্যের ঘাড়ে চাপিয়েই দায়িত্ব শেষ করে দিতেই যেন বেশি আগ্রহ থাকি ।
২| ২৭ শে জুন, ২০১৫ রাত ২:৩৫
নতুনের আগমন বলেছেন: বৃষ্টির কারণে আজ সব কাজ পন্ড হয়ে গেছে ।
একটি অসাধারণ বই (The Biggest Secret-by David Icke) জেনে নিন এই পৃথিবীর হাজার বছরের অজানা ইতিহাস |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন
২৭ শে জুন, ২০১৫ রাত ২:৪৯
রনিখান রন বলেছেন: নিজের শহরের ইতিহাস টুকুভালো করে জানতে পারি নাই তাহলে কেমনে পৃথিবীর ইতিহাস জানার পিছনে যাই ।
আগে নিজের ইতিহাস টা জেনে নেই তারপর পৃথিবী ইতিহাস জানার জন্য না নয় আপনের দেখানো বইটা ডাউনলোড করে জেনে নেবো ।
৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ২:৪০
সচেতনহ্যাপী বলেছেন: এমন অনেক সমস্যাই আছে,যার জন্য কর্তৃপক্ষ লাগে না।। কিন্তু কার গোয়াল আর কে দেয় ধুয়া!! যদিও বড়ই গর্ব করে বলি আমি এই শহরেরই লোক!!
২৭ শে জুন, ২০১৫ রাত ২:৫১
রনিখান রন বলেছেন: আপনি একটা ভালো কাজ করবেন আর আপনার থেকে অন্য জন্য ইন্সপায়াড হয়ে সে ভালো কাজ করবে ।
জিনিস গুলো অনেক টা এমন ই
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ রাত ২:৩৫
উর্বি বলেছেন: আজ ফুটওভার ব্রিজ থাকার পরও আমরা রাস্তা দিয়েই পার হয়ে যায় ।
কোন বাইক চালক তো ফুটপাতকেই রাস্তা মনে করে ইদানিং চলাফেরা করা ।
ভালো লাগল