![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
টেনশন জিনিসটার মাঝেই মহা চিন্তার ময় এক ভাবনা লুকাইয়া আছে । আমাদের তরুন বা যুবক বয়স টাই হইছে এই টেনশন এ আক্রান্ত হবার বয়স ।
জীবনের নানা বাকে নানা ভাবে নিজেকে নিয়ে মিথ্যার বেড়া জাল যখন বাস্তবে এসে পড়ে তখন এক টা ছেলে বা মেয়ে টেনশনে পতিত হয় ।
লেখাপড়া শেষ করে টেনশন থাকে নিজের ক্যারিয়ার গড়ে তুলার । চারদিক থেকে তখন ধেয়ে আসে নানা কথা বার্তা ।
কে হয় না , কি হলো , কবে হবে , হবেই না ইত্যাদি কথার তীরে বিদ্দ্য হতে হতে টেনশন এর মাত্রা বেড়েই চলে ।
জীবন নামক রেলগাড়ি টা তখন ঠিক লাইনচুত্য হবার আশঙ্কাও থাকে । অনেকেই অনেক খারাপ পথে পা বাড়ায় । কেউ বা জীবন যুদ্ধ পরাজিত হয়ে চুপসে যায় সমাজ থেকে ।
এই টেনশন নামক জিনিস টা হাজার টা সম্ভবনা কে নস্ট করে দিয়ে যায় । কেউ কিন্তু ইচ্ছা করে টেনশন করে না ।
তরুন যুবক দের মূল টেনশন টাই হইতাছে অর্থ কেন্দ্রিক । বাড়ি বাবা মা বোন তার প্রতিক্ষায় রয়েছে । কিছু তো একটা করতেই হবে ।
বন্ধু বিসিএস দিচ্ছে বা কেউ বিয়ে করতাছে বা কেউ মিস্টি বিতরন করতাছে চাকরি পাওয়া তে আর এই দিকে টেনশন এর পারদ বেড়েই চলতাছে
ধন্যবাদ টেনশন তোমাকে
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৭ ভোর ৪:৫৫
মাসুক আলম নোটন বলেছেন: - যদি কাউকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সব চেয়ে বড় রোগ কি?! তখন সে বলবে ক্যান্সার বা এইডস। কিন্তু পৃথিবীতে সব চেয়ে বড় রোগ হইছে টেনশন। এটার কোনো ওষুধ নেই।