নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

টেনশন

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

টেনশন জিনিসটার মাঝেই মহা চিন্তার ময় এক ভাবনা লুকাইয়া আছে । আমাদের তরুন বা যুবক বয়স টাই হইছে এই টেনশন এ আক্রান্ত হবার বয়স ।
জীবনের নানা বাকে নানা ভাবে নিজেকে নিয়ে মিথ্যার বেড়া জাল যখন বাস্তবে এসে পড়ে তখন এক টা ছেলে বা মেয়ে টেনশনে পতিত হয় ।
লেখাপড়া শেষ করে টেনশন থাকে নিজের ক্যারিয়ার গড়ে তুলার । চারদিক থেকে তখন ধেয়ে আসে নানা কথা বার্তা ।
কে হয় না , কি হলো , কবে হবে , হবেই না ইত্যাদি কথার তীরে বিদ্দ্য হতে হতে টেনশন এর মাত্রা বেড়েই চলে ।

জীবন নামক রেলগাড়ি টা তখন ঠিক লাইনচুত্য হবার আশঙ্কাও থাকে । অনেকেই অনেক খারাপ পথে পা বাড়ায় । কেউ বা জীবন যুদ্ধ পরাজিত হয়ে চুপসে যায় সমাজ থেকে ।

এই টেনশন নামক জিনিস টা হাজার টা সম্ভবনা কে নস্ট করে দিয়ে যায় । কেউ কিন্তু ইচ্ছা করে টেনশন করে না ।

তরুন যুবক দের মূল টেনশন টাই হইতাছে অর্থ কেন্দ্রিক । বাড়ি বাবা মা বোন তার প্রতিক্ষায় রয়েছে । কিছু তো একটা করতেই হবে ।

বন্ধু বিসিএস দিচ্ছে বা কেউ বিয়ে করতাছে বা কেউ মিস্টি বিতরন করতাছে চাকরি পাওয়া তে আর এই দিকে টেনশন এর পারদ বেড়েই চলতাছে

ধন্যবাদ টেনশন তোমাকে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ ভোর ৪:৫৫

মাসুক আলম নোটন বলেছেন: - যদি কাউকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সব চেয়ে বড় রোগ কি?! তখন সে বলবে ক্যান্সার বা এইডস। কিন্তু পৃথিবীতে সব চেয়ে বড় রোগ হইছে টেনশন। এটার কোনো ওষুধ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.