নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

আদিম যুগের রুম ডেট

২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩১

ম্যালা দিন আগের কতা ।
যহন পুরা
বাসাআ খালি ।
লিটনের ফ্যালাট জিনিস ট্যা এভ্যা কইরা তহনো ছড়ায় নাই ।
রুমে শুয়ে আছি কাথা মুড়ো দিয়ে আর চাচাত ভাইয়ে রান্না ঘরে ভাত চরাইয়া দিছে ।
আরিফে খুজ পাইছে বাসায় কেউ নাই ।
অনেক দিন
ধরেই জ্বালাইতাছে কবে বাসার সবাই বাইরে যাবে আর বাসা ডা
দুই চার দিন এর জন্য খালি হইবো ।


আরিফ ফাজিলে তহন পড়ে কালাস এইট এ আর ঐর প্রেমিকা পড়ে কেলাস সিক্স এ ।


এমনি তেই শীত তার উপর মাথায়র উপর ফ্যান ঘুরতাছে
আর রুম ডা রে গ্রীনল্যান্ড এর মতন শীতল কইরা ঘুমাইতাছি
। এর মাঝে আরিফ তার প্রেমিকা কে নিয়ে একবারে বাসার
রুমের মাঝে ডুকে ডাকাডাকি শুরু করছে ।


চাচাতো ভায় ভয়ে রান্না ফালাইয়া আইয়া দেহে এক মাইয়া নিয়ে আরিফ রুমে দাড়াইয়া আছে ।

মাথা বের করে দেখার চেষ্টা করলাম ঘটনা কি ।
--ভাইয়া ভালো আছেন তো
হুম আমি ভালো
আপনি ভালো তো
এই মেয়ের সাথে এমন হরর পরিস্থিতিতে বাচ্চিত করতে ভয় ই লাগতাছে ।


কাথা গায়ে জড়িয়ে অন্য রুমে গেলাম কাপড় ঠিক করতে । এসে দেখি মেয়ে আমার রুমে পরিষ্কার করে দিছে যেটা দুই দিন ধরে আমাজান এর বন হয়ে আছিলো ।


আরিফে কইলো বাইরে গিয়া পাহারা দে আমাগো একটু একলা ঘরে থাকতে দে ।


নতুন কেনা ফোন নিয়া চাচাত ভাই রে নিয়া বাইরে গিয়া দরজার ফাক দিয়ে কি হয়ে দেখার বহুত চেষ্টা করলাম ।


উপায় না পেয়ে ঘরের বাইরে জানালার পাশে গিয়ে কান পেতে শুনার চেষ্টা করতাছিলাম আরিফে কি আলাপ পারে ।


চাচাত ভাই আইবার লইয়া ক্যাদায় পড়ে বিরিকিচ্ছিরি অবস্থায় পড়ে ফিরে গেলো ।


না সেই বার আরিফ তেমন কিছুইই করতে পারে নাই ললনার হাত খান ধরা ছাড়া ।
তাগোর বিদায় দিয়া আমরা রান্না করতে শুরু করতে করতে আলাপ জুড়ে দিলাম

আমাগোর কি হইবো সামনে ।


চাচাত ভাই সামিরে নতুন এক নাম্বার যোগার কইরা মিস কল দিতাছে এই ভরসায় যে মাইয়া কল করতে পারে ।

তহন অবশ্য সাত টেহা মিনিট ছিলো ফোন তাই মিস কল দিয়েই প্রেমের শুরু করন লাগতো ।
#ronykhan_ron

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.