![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমাম আল আওযা‘য়ী বলেছেন:-“ তুমি অবশ্যই ছালাফে সালিহীনের বর্ণনা ও কথা-বার্তাকে দৃঢ়ভাবে অনুসরণ করো যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে। অন্যান্য মানুষের রায় বা অভিমত তা যতই সুন্দর ও সাজানো গুছানো হোক না কেন, তথাপি তুমি তা গ্রহণ ও অনুসরণ থেকে পূর্ণ সাবধান ও দূরে থেকো। তাহলে এক পর্যায়ে এ বিষয়টি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যাবে যে, তুমি যে পথের উপর রয়েছ সেটাই হলো সরল সঠিক পথ”।
(আল মাদখাল লিল ইমাম আল বায়হাক্বী, পৃ: নং- ২৩৩। শারাফু আসহাবিল হাদীছ লিল খতীব আল বাগদাদী-পৃ: নং ৬। জামে‘উ বয়ানিল ‘ইল্ম লি ইবনে ‘আব্দিল বার, ভলিয়ম নং ১, পৃ: নং ১৭০১ এবং আশশারী‘আহ লিল আ-জুরী- পৃ: নং ১১৯।)
©somewhere in net ltd.