![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#সাহাবীদের সম্পর্কে আমাদের আকিদাঃ
ইমাম তাহাবী রাহেমাহুল্লাহ এই বিষয়ে বলেছেনঃ
১। আমরা রাসুলুল্লাহ সাল্লাহু আলাহি সাল্লাম এর সাহাবীগণকে ভালবাসি। তাঁদের কারো ভালবাসায় সীমালঙ্ঘন করি না এবং তাঁদের কারো প্রতি অভক্তি বা সম্পর্কহীনতা ঘোষণা করি না।
২। যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে বা ঘৃণা করে তাদেরকে আমরা ঘৃণা করি।
৩। সাহাবীদের ভালবাসা হল দীন,ঈমাব ও ইহসান। আর তাঁদেরকে ঘৃণা করা কুফর, নিফাক ও অবাধ্যতা।
৪। আমরা রাসুলুল্লাহ সাল্লাহু আলাহি সাল্লাম এর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর খিলাফত স্বীকার করি এবং তা সমগ্র উম্মতের উপর তাঁর শ্রেষ্ঠত্ব ও শীর্ষস্থানীয় কারণে ।
৫। এরপর আমরা উমর রাদিয়াল্লাহু এর, এরপর অছমান রাদিয়াল্লাহু এর, এবং আলী রাদিয়াল্লাহু এর খিলাফত স্বীকার করি।
৬। এরাই হলেন খুলাফায়ে রাশেদীন।
৭। রাসুলুল্লাহ সাল্লাহু আলাহি সাল্লাম যে ১০জন সাহাবী নাম উল্লেখ করে তাঁদের জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দান করেছেন, আমরা তাঁর এ সাক্ষের ভিত্তিতে তাঁদের জান্নাতবাসী হওয়ার সাক্ষ্য প্রদান করি। কেননা, তাঁর উক্তি সত্য।
এছাড়াও প্রথম যুগের সালাফে সালেহিন ও তাঁদের অনুসারী পরবর্তীকালের কল্যাণময় আলিমগন, মুহাদ্দিস ও হাদিস অনুসারীগণ এবং ফকিহ-মুযতাহীদ ও ফিকাহ এর অনুসারীগণ, তাঁদের সকলকেই যথাযোগ্য সম্মান ও প্রশংসার সাথে উল্লেখ করতে হবে। আর যে বাক্তি তাঁদের সম্পর্কে কটূক্তি বা বিরুপ মন্তব্য করে সে ভ্রান্ত পথের অনুসারী।
(ইমাম তাহাবী, আল-আকিদাহ, পৃষ্ঠাঃ ১৮-১৯)
©somewhere in net ltd.