নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

যারা ভোটের রাজনীতি বিশ্বাস করেন না ,ভোট ছাড়াই ৫ বছরের স্বপ্নেবিভোর,তারা তো ভোটকে ভয় পাবেই।

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯


আওয়ামী লীগের অধীনে ইলেকশনে বিএনপি গেলেও কেমন ইলেকশন হত,তা এই জাতির বুঝতে বাকি নাই। যে নির্বাচন দিয়ে ক্ষমতার পরিবর্তন হয় না্,সেই সিটি নির্বাচন তারা কি না করছে। দুই বারের সাবেক প্রধানমন্ত্রীকে তারা হত্যা করে ফেলতে চাইছিল ছাত্রলীগ এর সোনার ছেলেদের লেলিয়ে দিয়ে। বুলেটপ্রুট গাড়ি না হলে তিনি মারাই যেতেন। নিলজ্জ ইলেকশন কমিশন কি করতে পারে তা জাতি আরেক বার বুঝতে পারল। সামনে তারা ভোট জালিয়াতির চুরান্ত খেলা খেলবে শুধু ২৮ তারিখ। নির্বাচন আইন অনুযায়ী শেখ হাসিনা সহ মন্ত্রীরা নির্বাচনের প্রচারনাায় নামতে পাবেন না এটা বলঅর পরও তারা নির্বাচনের বিপক্ষ পক্ষে বিরুদ্ধে কথা বলে মূলত প্রচারনাই লিপ্ত ছিলেন। অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলেন না। খালেদা জিয় নিরাপত্তার স্বার্থে যখন গাড়ি নিয়ে বের হলেন তখন বলা হল তিনি গাড়ি বহর নিয়ে বের হয়েছেন ,তিনি নাকি এতে আচরন বিধি লংঘন করছেন। কি পরিমান নিলজ্জ দলীয় দৃষ্টি ভংগি হলে এমনটা সম্ভব।
যারা ভোটের রাজনীতি বিশ্বাস করেন না তারা তো ভোটকে ভয় পাবেই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

তিক্তভাষী বলেছেন: আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। এ দুটো শব্দ বিপরীতার্থক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.