নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

জনাব আনিছুল হককে খোলা চিঠি।

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

জনাব আনিছুল হক। গত কয় দিন আপনার ভাব দেখে মনে হযেছে আপনি কিছুটা হলেও সৎ। অন্য প্রার্থীদের তেকে ব্যতিক্রম। আপনার সেই কথা গুলো আমরা বিশ্বাস করতে চাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আপনি আাওয়ামী লীগার নন। যেই ইলেকশন করে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি হয়তো এমনটা আশা করনেনি। আমরাও বিশ্বাস করতে চাই। আপনি এই সরকারের পুতুল না হয়ে জনগনের সেবক হবেন। আমরা এমনটার প্রমান দেখতে চাই। আপনি প্রমান করে দেন। আপনি অন্যদের থেকে ব্যতিক্রম। ভোট কারচুপির এই ইলেকশন আপনি যদি প্রছন্দ না করে থাকেন। প্লিজ আপনি অন্তত প্রমান করে এই দেশকে ভয়াবহ দূর্জগ থেকে রক্ষ করুন। আপনি যখন ব্যবসায়িক নেতা ছিলেন ,তখন আপনি দেশের স্বার্থে বিরোধী দল এবং সরকারী দল এর সাথে আলোচনায় বসে ব্যবসায়িদের রক্ষা করা কথা বলতেন। আপনি তাদেরকে দেশকে ভালবাসতে বলতেন। দেশের স্বার্থে অনেক কথা আপনি বলতেন।

আপনার অনির্বাচিত মেয়রের পদ থেকে পদত্যাগ করে প্রমান করে দিন আপনি তথাকথিক সুবিধাবাদী রাজনীতিকবীদ নন। আপনি দেশের স্বার্থে অনেক সেক্রিফাইজ করতে পারেন। তাই দেশকে আপনি রক্ষা করতে পারেন,এমন একটা সাহসী পদক্ষেপ নিয়ে। হয়তো আপনি অনেক টাকা খরচ করেছেন। কিন্তু আপনার এই টাকা খরচ দেশের স্বা্র্থে মেনে নেন। আপনি যুগ যুগ ধরে হিরো হিসেবে মানুষের হৃদয়ে থাকবেন।

হয়তো আপনার এই পদত্যােগ একসময় আপনার প্রধানমন্ত্রী হবার সৃষ্টি করলে দেশের মানুষ আশ্চর্ষ হবে না।

আশা করি আপনি মেয়র পদের শপৎ গ্রহন থেকে বিরত থাকবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: এই বেহায়া কি আর পদত্যাগ করব??

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

কলাবাগান১ বলেছেন: পদত্যাগ করুন কেননা আপনার ৫ লাখ ভোটের সবই জাল আর জামাতি দের ৩-৪ লাখ ভোট সবই হালাল।

সামুতেই পোস্ট আছে ব্লগারদের নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে। বেশীর ভাগ ব্লগারই শান্তিপূর্ন ভাবে ভোট দিয়েছেন। কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে, তাতে আবার ভোট হওয়া উচিত। কিন্তু জামাতি-রাজাকার রা যেভাবে ঢালাও ভাবে অভিযোগ করছে, তাতে মনে হয় ্উনার ৫ লাখ ভোটই জাল!!!!

আপনারা তো আগেই থেকে ঠিক করে রেখেছিলেন যে ভোট বয়কট করবেন তাই পোলিং এজেন্ট ও দেন নাই ঠিকমত, এখন বলেন যে ওদেরকে বের করে দেওয়া হয়েছে??

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "সামুতেই পোস্ট আছে ব্লগারদের নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে। বেশীর ভাগ ব্লগারই শান্তিপূর্ন ভাবে ভোট দিয়েছেন।"

হাম্বা দালালদের কাছে এই ভোট "অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ" ভাবেই হবে, সারা বাংলাদেশ আজ জানে কতটা "শান্তিপূর্ন ভাবে" এই নির্বাচন হয়েছে। তারও ভুরি ভুরি প্রমান সামুর ব্লগাররা অবিরাম দিয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেটা উল্ল্যেখ করলেন না!!

অবশ্য করলে তো এই ফাপর টা দিতে পারেন না।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @কলাবাগান১, আপনার জন্য একটা নমুনা দিলাম(ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে)-

Click This Link

এখন কি বলবেন?? বিছিন্ন ঘটনা?? কয়টা এরকম অভিজ্ঞতা পাইলে আপনি সন্তুষ্ট??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.