নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচন বিএনপি পূর্ব পরিকল্পনা করে বর্জন করেছে। এটা পাগল/দলকানা ছাড়া কেউ বলছে না। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯

সিটি নির্বাচন বিএনপি পূর্ব পরিকল্পনা করে বর্জন করেছে। আওয়ামী লীগ এমনটাই প্রচার করছে। পূর্ব পরিকল্পনার প্রমান হিসেবে আওয়ামী ঘরনার কিছু মিডিয়া ভিডিও টেপ প্রচার করছে। অথচ সেগুলো শুনে এমনটা বুঝা যায় না যে, তারা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। আওয়ামী লীগের এই অপ্রচার ধরে নিলাম সত্য, তাহলে খালেদা জিয়ার উপর কে হামলা করেছে? তার গাড়ির কাঁচ ভাংগা ,গুলি করা এসব কি বিএনপি করেছে? বুলেটপ্রুপ গাড়ি না হলে তিনি তো মারাই যেতেন। ছাত্র লীগের সোনার ছেলেরা সেদিন সবার চোখের সামনে এই হামলা করেন। সেনা বাহিনী নিয়োগ না করা তাও কি বিএনপির কারনে? আপনারা যদি বুঝতেই পারতেন যে, বিএনপি নির্বাচন বর্জন করবেন ,তাহলে কেন সেনা বাহিনী ভয় পেলেন? নির্বিঘ্নে ভোট চুরির জন্য সেনা বাহিনী নিয়োগ করা হয়নি, এটা পাগলেও বুঝে। সব কেন্দ্র কারা দখল করেছে। বিএনপি নির্বাচন বর্জন করবে এমনটা জানলে আপনারা কেন বিএনপির সব এজেন্টকে রাতে বাসায় বাসায় গিয়ে হুমকি দিলেন? মির্জ আব্বাসকে কোর্টের দোহাই দিয়ে কেন জামিন দিলেন না?

তাবিদ আওয়াল নিজেই জাল ভোট দান কারীকে হাতে নাতে ধরেছেন। আসল ব্যপার হল আওয়ামী আশা করেনি যে, বিএনপি ইলেকশনে আসবে না।

বিএনপির হাজার হাজার নেতা-কর্মী পলাতক থাকতে আওয়ামী লীগই পুলিশ প্রসাশন দিয়ে ব্রিফিং দিয়েছে যে, তথাকথিত নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না। বিএনপি সুষ্ঠু নির্বাচন করার আশাতে হারতাল প্রত্যাহার করেছিল । এমনকি অবরোধও শেষ পর্যন্ত প্রত্যাহার করেছিল যে, অন্তত তাদের সব নেতা-কর্মদের ফ্রিলি কাজ করতে দিবে। কিন্তু কাজ করতে দেওয়া তো দূরের কথা তাদের আরো বেশি হয়রানি করলো। স্বয়ং প্রধানম্নত্রী ঘোষনা দিল যে, অভিঝান চলবে। নির্বাচনের আগে শেখ হাসিনার এই কথাই প্রমান করে যে, বিএনপি নেতাকর্মীদের ফ্রিলি বা স্বাধীনভাবে কাজ করতে দিবেন না। বিএনপি শেষ পর্যন্ত আশা করেছিল সরকার হস্তক্ষেপ করবে না। কিন্তু কি ঘটেছে,পুরো জাতি এমনকি পুরো বিশ্ব দেখেছে।

এহন অবস্থায় বিএনপির ইলেকশন বর্জন করা পূর্ব পরিকল্পনার দরকার তো নাই। দিনে দুপুরে ভোট জালিয়াতি তারা করেছে।

সুতারং কিছু দালাল মিডিয়া এবং আওয়ামী লীগের কিছু অনির্বাচিত মন্ত্রী যা বলছেন তা হালে পানি পাবে না। জনগন কি ভাবছে কি মনে করছে একটু ভাবুন।



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭

রাতুলবিডি৪ বলেছেন: এটা একমাত্র পাগলেরই প্রলাপ হতে পার ? না ভাই পাগলেও এটা বলবে না।
একমাত্র আওয়ামীলীগই এটা বলতে পারে ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০

আহমেদ ফিরোজ. বলেছেন: Absolutely right

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

এ আর ১৫ বলেছেন: বিএনপি নির্বাচন বর্জন করবে এমনটা জানলে আপনারা কেন বিএনপির সব এজেন্টকে রাতে বাসায় বাসায় গিয়ে হুমকি দিলেন?------ কোথা্য় এমন ঘটলো ??? তাদের নাম বলতে পারবেন ?? কেন রিটানিং অফিসারদের কাছে বিএনপি এজেন্টদের নাম দেওয়া হয় নাই । যেখানে এজেন্টদের নামই দেওয়া হয় নি রিটানিং অফিসারদের কাছে সেখানে কোন এজেন্টের বাড়ীতে গিয়ে হুমকি দেওয়া হোল ?? বিএনপি ভোট থেকে বের হয়ে আসবে তাই এজেন্টের নাম তারা পাঠায় নি নির্বাচন অফিসে । ২% ভোট কেন্দ্রে গোলযোগ হয়েছে ২৭০০+ কেন্দ্রের মধ্যে ৬২টার উপর অভিযোগ করা হয়েছে। ভোট কারচুপির যত ভিডিও ও ছবি পোষ্ট করা হয়েছে তার সর্ব মোট সংখ্যা ১০ থেকে ১৫ টা কিন্তু মোট ৬২টা কেন্দ্রের অনিয়মের জোড়ালো অভিযোগ এসেছে । আন্য জা্য়গায় আওয়ামী কাউন্সিলর ও বিদ্রোহী আওয়ামী কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৬

ভালবাসার বাংলােদশ বলেছেন: স্বয়ং প্রধানমন্ত্রী এর এমন মন্তব্যই তো যথেষ্ট যে, অভিযান চলবে। কিসের অভিযোগ অঅপনি কি বুঝেন ভাইজান? মানে বিএনপির লোকজনকে দমনের অভিযান। আমার এলাকার সব এজন্টকেই কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। সারা দেশে একই অবস্থা। বিএনপি কোটি কোটি টাকা খরচ করেছে কি সরে অঅসার জন্য?পুশি পাহারায় নিবিঘ্রে একচেটিয়াভাবে এমন ভোট চুরি অতীতে কেউ দেখেনি।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

ভালবাসার বাংলােদশ বলেছেন: শুধু ৬২ আর ৬২ করছেন। ১০০% ই জালিয়াতী হয়েছে। দলীয় প্রভাবে কেউ টিকতে পারে না্ই। একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেই তাকে মামলার ভয় দেখানো হয়েছে এরষ্টে করা হয়েছে অারে ভাই আপনি আপনার মগজ কি মাথায় নাকি অন্য কোন জয়গায়্ যেখানে তিনবারের প্রধানমত্রীর উপর হামলা হয়,টু শব্দ হয় না। সেখানে নেতাকর্মীদের কি অবস্থা তা বুঝার এত সময় লাগে কেন? সবাই পলাতক । না হুমকি দিয়ে দূরে রাখা হয়েছে ।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯

এ আর ১৫ বলেছেন: BNP didn't send agent list in lot of area why ?? What kind of worker who hide under bed just in a sheet !!! Ok show us evidence of 100% rigging. Why only 62 officially reported why no reporting for 2700. Why all media hide the news Khaleda's security vehicle hit people on the road before her rally was attacked. If you people scares mamla then why come into politics. AL worker never care such kind of threat of Mamla even Jamat cadres aren't scare such kind of Mamla then why BNP cadres are scaring. Is it you people's attitude for politics. Political workers can't be stopped by police or mamla.

৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯

টি এম মাজাহর বলেছেন: এ আর ১৫ দাদা কি মঙ্গল গ্রহ থেকে মাত্র নাইমা আইলেন? আপনার দল পুরা হাজার কোটি টাকার মিডিয়াই গায়েব কইরা দিলো, লাখ খানেক হুজুররে এক ঘন্টার মধ্যে খেদায় দিলো (কত লাশ পড়ছে, সেইটা বলাও নিষেধ!) ,টক শোতে বাঘা বাঘা কত্থকরাই চুপ মাইরাগেলো, সামান্য ফেসবুকে দুইটা কথা লেখার সাহস পায়না পাবলিক, আর সিটি নির্বাচনে মাঝরাতে হুমকি খাইয়া আপনার কাছে আইসা রিপোর্ট করতে আসবে পাবলিক? আপনার মতো দলকানাগিরি করার চেয়ে তাদের জীবন বাচানোটাই ফরজ মনে করাটাই স্বাভাবিক। ওরা তো আপনার মতো গাঞ্জা খাওয়ার পয়সা পায় নাই, যে, বইসা বইসা ৬২.... ৬২... গল্প বানাইবো।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

এ আর ১৫ বলেছেন: If BNP has backboneless coward worker then they have to pay for this.

৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৬

এ আর ১৫ বলেছেন: I have to thanks BNP supporter to acknowledge their worker cum leaders are backboneless coward who go under the bed for police or mamla. These aren't attitude of the political workers. Even Jamat workers aren't like this. AL workers aren't like this.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.