![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একতরফাভাবে ইলেকশন আয়োজনই যেন প্রধান নিলজ্জ নির্বাজন কমিশনারদের প্রধান দায়িত্ব। আর তার নেত্বত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার। এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে নিল্জ্জ ব্যক্তি কে? এই প্রশ্নে উত্তরে দেশের ৮০ ভাগ মানুষই বলবেন কাজী রকিব ওরফে ডাল ভাত রকিব। এই লোকটা সামান্য বেতন আর হালুয়া রুটির লোভে একটি জাতির গুরুত্বপূর্ন কিছু স্তম্বকে ধবংস করে দিচ্ছেন। নির্বাচন একটু সুষ্ঠু হলে তার মন খারাপ হয়ে যায়। এর আগে উপজেলা ইলেকশনে দেখা গেল ৩য় দফা পর্যন্ত সুষ্ঠু হচিছল,ঠিক তখনই কাজী রকিব ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে গেলেন। সাথে সাথে সেই ডাইরিয়ার চিকিৎসার নাম দিয়েচলে গেলেন বিদেশে। সুযোগ করে দিলেন ভোট চুরি করার । এবার স্বয়ং নিজেই অংশ গ্রহন করলেন,ভোট চুরির সহযোগিতায়। যেনতেন নির্বাচন একটা আয়োজন করে গেজেট দ্রুত পাশ করে শপৎ পাঠ করানোই যেন এই ব্যক্তির প্রধান কাজ। বিএনপি সহ সব বিরোধী দলের উচিত বাংলাদেশর রাস্তায় যেসব ফকির/ভিক্ষুক আছে ,তাদের কাছ থেকে কিছু ভিক্ষার ভাগ তুলে তার বেতনের ব্যবস্থা করা,যাতে যে বেতন বর্তমানে পায় তার ব্যবস্থা হয়। সামান্য বেতনের জন্যই সে এসব করছে। তাহলে অন্তত এই জাতি গনতন্ত্র হরন থেকে রেহাই পাবে।
এই কাজী রকিব বলেছেন , খালেদা জিয়া নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন। যখন নির্বাচনী প্রচারনা চালাতে গেলেন তিনবারের প্রধান মন্ত্রীর উপর একর পর এক হামলঅ হল তাকে হত্যার জন্য। একটিরও বিচার করলেন। তিনি হয়তো এমনটাই চেয়েছিলেন। কারন তিনি তো জাসদ রবের কথাঅনুযায়ী ১৪ দলের অংশীদার। তিনি তাদের সাথে জোট করেছেন। যেন তেন নির্বাচন আয়োজন করেই গেজেট প্রকাশ কমি শনার হিসেবেই তিনি পরিচিতি চাচ্ছেন।
২| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক চামচ!!!
কি নিলজ্জ দালাল!!
কি ভীষনরকম দলান্ধ!!!
হে আল্লাহ বাংলাদেশকে এরম লোকদের হাত থেকে মুক্তি দাও!!!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
ভবোঘুরে বাউল বলেছেন: শতভাগ সত্যতা আছে। ধন্যবাদ এমন একটি সময়োপযোগী পোস্ট করার জন্য।