নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার বাংলােদশ

বাংলা ভালবাসি,ভালবাসি বাংলার আকাশ বাতাস,বিদ্রোহ করি বাংলাকে যারা শষান করতে চায় তাদের বিরুদ্ধে।

ভালবাসার বাংলােদশ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির রাজনীতি শেষ। বিএনপি বিলীন হয়ে যাচেছ। বাস্তবতা কি?

০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৪৩

বাংলাদেশর রাজনীতিতে কোন একটি রাজনীতিক দলকে পর পর দুই বার জনগন ক্ষমতায় বসায়নি। যত উন্নয়ন্ই করুন,স্বাধীনতার পর এর ব্যতিক্রম হয়নি। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ইলেকশনে বিএনপিই ক্ষমতায় আসার কথা ছিল। জরিপগুলোও এমন আভাস দিচিছল। তার বাস্তবতা আমরা দেখতে পাই ৫ টি সিটি কর্পোরেশন ইলেকশনে বিএপির বিপুল বিজয়। সেই ইলেকশনকে কারচুপি হয়েছে দেশেী বিদেশী কেউ বলেননি। এরপরই আওয়ামী লীগ মহা চিন্তায় পড়ে গেল। কিভাবে বিএনপিকে ছাড়াই ইলেকশন না করেই/দুই নাম্বারি করে ক্ষমতা লাভ করা যায়,সেই ফন্দি করতে লাগল তারা। সেই মোতাবেক ৫ই জানুয়ারী কোন ইলেকশন না করেই ক্ষমতায় যাওয়ার চিন্তা করল। যা হবার তাই হল। ১৫৪ জন বিনা নির্বাচনে নিবাচিত হয়েই এর মিশন শুরু করল। নির্বাচনের নামে প্রকাশ্য এমন তামালা তারা করল।

ক্ষমতায় যাওয়ার ৯৯% সম্ভবনা থাকা সত্বেও বিএনপি কে ক্ষমতায় যেতে

দেওয়া হল না সম্পূর্ন অন্যায়ভাবে।

এর পর থেকে বলঅ শুরু করল বিএনপি ইলেকশনে না গিয়ে ভূল করেছে। অথচ সর্বশেষ আমরা কি দেখলাম সিটি ইলেকশনে তারা কি করল। জাতীয় ইলেকশনে গেলেও এমনটাই আওয়ামী লীগ করত। এমনটা আশংকা করেই বিএনপি ইলেকশনে অংশগ্রহন করেননি।

কারো বাড়ীতে চোর বা ডাকাত যথন চুরি /করতে আসে। তখন চোর/ডাকাত তার কাজ করে চলে যায়। ঐ চোর/ডাকাত মনে করে যে, আমি অনেক কষ্ট করে সফল হয়েছি। মালিক/পুলিশ/জনগন আমাকে আটক করতে পারে না্ই। ঐ চোর বা ডাকাত তখন তৃপ্তির ডেকুর তুলে তার সহকর্মী অন্য চোর বা ডাকাতদের সাথে বিষয়টি শেয়ার করে মহা আনন্দ উল্লাশ করে। বাড়ীর মালিক তার বাড়িতে চুরি বা ডাকাতি হওয়ার জন্য খুবই অসহায়বোধ করেন। কিন্তু তাকে কেউ এর জন্য দোষারপ করেন না। কিছু টাকা বা সম্পত্তি হানির জন্য বাড়ির মালিকের সাময়িক সমস্যা হয়্ । কিন্তু আাস্তে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

তার বাড়িতে চুরি হয়েছে এইজন্য প্রতিবেশী বা কেউ তাকে এমন কথা বলেন না যে, অমুক শেষ। সে আর মাথা তুলে দাড়াতে পাড়বে না।

উপরের উদাহরনরে মতই বর্তমান অবস্থা বিএনপির । বিএনপি অবৈধ ইলেকশনে যায়নি,তাদের বিজয় রুদ্ধ করে দিনে দুপুরে ডাকাতি করে আওয়ামী লীগের বড় বড় নেতারা এখন চোর বা ডাকাতের মতই লম্বা লম্বা কথা বলছেন। অথচ এই চুরি বা ডাকাতির মধ্যে কোন ক্রেডিট নাই ,তা দেশের সকল জনগনই বুঝে।

অন্যদিকে বিএনপি চোর ধরতে পারে না্ই,বা চুরির বা ডাকাতির ইলেকশনে অংশ গ্রহন করেন নাই,তাই তারা নাকি অসহায় বাড়ি আওয়ালার মত শেষ হয়ে গেছে ।

অথচ বাস্তবতা হল আওয়ামী লীগ-ই শেষ হয়ে যাবে। জনগনের কাছে তারা চোর হিসেবে স্বীকৃত। ভাল ইলেকশন হলে তারা ভবিষ্যতে কখনও জিততে পারবে না।

বাংলাদেশরে রাজনীতিতে মহা আতেল এরশাদ আজ পত্রিকায় দেখলাম তিনি বলছেন ,বিএনপি নাকি শেষ হয়ে গেছে। অথচ এই আতেল এর মেয়র প্রাথীরা জামানত হারিযেছে বললে অনেক সন্মান দেখানো হবে ,বলতে হবে জনগন জুতার বাড়ি দিয়েছে ,যাতে তারা আর কখনও ইলেকশনে না দাড়ায়।

তাই বাঙলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান সৎ,ন্যায়নিষ্ট,শুদ্ধ।

অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান অবস্থান মিথ্যা,কপটতা,চালাকি,নকলবাজি,গায়ের জোর করে যেন তেন ভাবে ক্ষমতায় থাকা।

সুতারং পাঠক আপনারা বরুন কোন অবস্থাটা দীর্ঘস্থায়ী।

কে বিলিন হবে সময়ই বলে দেবে। জনগনের ভোট ছাড়া অত্যাচার নির্যাতন করে সাদ্দাম হোসেন ,আয়ুব খান,কর্নেল গাদ্দাপি,শেখ মুজিব এর পরিনতি সকলের জানা। রাজনীতি থেকে তারা স্বসন্মানে বিদায় নিতে পারেন নাই।





মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:১২

মোহামমদ অাবুল বাশার বলেছেন: সাদদামের পতনের সময় বিএনপি জামাত সারাদেশ সাধামের জন্য দোয়া মাহপিলের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচে এখন সাদদাম খারাপ হয়ে গেছে

২| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৩৯

শেখ মফিজ বলেছেন: সাহসীরা যুদ্ধকে ভয় পায় না ।

৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৫৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আইয়ুব খান আর শেখ মুজিবকে একই কাতারে বসাইলেন?

ও আচ্ছা, তারা দুজনেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তাইতো??

৪| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৫৪

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: রাজনীতি থেকে তারা স্বসন্মানে বিদায় নিতে পারেন নাই....................

আর জিয়াউর রহমান খুব সন্মানে বিদায় নিয়েছিলেন, তাইতো?

০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:১৪

ভালবাসার বাংলােদশ বলেছেন: আমি শুধু স্বৈরশাষকদের কথা বলছি। যারা জনগনের মতামতের তোয়াক্কা করেন না তাদের কথা বলছি

৫| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৫৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আওয়ামীলীগ অনেক খারাপ কাজ করছে ঠিক, কিন্তু তাদের সেই খারাপ কাজ ঠেকাতে যেয়ে যদি বি এন পিও একই খারাপ করল, তাহলে আর শান্তি বা সমাধান কিভাবে চান??

সঠিককে সঠিক বললে ভাল হবে আশাকরি।

০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:১৭

ভালবাসার বাংলােদশ বলেছেন: বিএনপি দেড় বছর ধরে অপেক্ষা করছে বিনা অন্দোলনে। অথচ টাকু কামরুল বলল-বিএনপির মুরোদ না্ই। আওয়ামী লীগ করার সময় তো জনগনকে চুমা দেয় । গাড়ি ভাংগে না্। আর লহগ বৈঠা দিয়ে তারা তো মানুষকে আদর করে।

৬| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:০৩

মুদ্‌দাকির বলেছেন:

এই বিপুল জোচ্চোরির যুগেও ভোটের পার্থক্য

কোথাও ৪ থেকে ৫
কোথাও ৩ থেকে ৪
কোথাও সাড়ে ৩ থেকে সাড়ে ৪

ভাবি এই দুই শহরে বিবেকহীন কারা বা কে? প্রধানমন্ত্রী মনে করেন এই দুই শহরের প্রতি ২৪ জন মানুষের সাড়ে ১০ জন বিবেকহীন, আসলে বিবেক মানে কি আল্লাহ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেন। আসলে জনগণ যেমন তাদের নেতারাও তেমনই হন।

৭| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:২৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
শেখ মুজিব স্বৈরশাসক ছিলেন না, যতখানি ছিলেন জিয়াউর রহমান।
তাই শেখ মুজিবের নামটি বাদ দিলে ভাল হতো।

বাংলাদেশ স্বীকার করলে শেখ মুজিবকে স্বীকার করতে হবে, তেমনি জিয়াউর রহমানকেও।

সবার খারাপ কাজকে তুলে ধরতে হবে, এটাই হওয়া উচিত।
কিন্তু যারা বি এন পি ও আওয়মীলীগ করে তারা শুধু অন্যের দোষটা ধরে।

৮| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:৫৪

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @জাতি_ধর্ম_বর্ণ, "শেখ মুজিব স্বৈরশাসক ছিলেন না"

- আপনি বোধহয় বাকশাল এর গঠন সম্পর্কে কিছু জানেন না, বাকশাল এর উদ্দেশ্য আর প্রক্রিয়া টা জেনে আসেন, আশা করি ভুল ভাঙবে।
"শেখ মুজিব স্বৈরশাসক ছিলেন না, যতখানি ছিলেন জিয়াউর রহমান।"
জিয়ার সামনে মুজিবের স্বৈরশাসন ছিল অনুসরনের জন্য,
আপনি বরং মুজিব এর সাথে জিয়ার তুলনা কইরেন না।

৯| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঙলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান সৎ,ন্যায়নিষ্ট,শুদ্ধ।
অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান অবস্থান মিথ্যা,কপটতা,চালাকি,নকলবাজি,গায়ের জোর করে যেন তেন ভাবে ক্ষমতায় থাকা।
সুতারং পাঠক আপনারা বরুন কোন অবস্থাটা দীর্ঘস্থায়ী।
কে বিলিন হবে সময়ই বলে দেবে। জনগনের ভোট ছাড়া অত্যাচার নির্যাতন করে সাদ্দাম হোসেন ,আয়ুব খান,কর্নেল গাদ্দাপি,শেখ মুজিব এর পরিনতি সকলের জানা। রাজনীতি থেকে তারা স্বসন্মানে বিদায় নিতে পারেন নাই।

+++++++++

১০| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:০৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @ ফাহাদ ইবনে মুরতাযা .................. জী ভা্ইজান, আপনি সঠিক, আমি বেঠিক। আপনি আপনারটা নিয়ে থায়েন।

আমি কিছুই জানি না।
সব জানেন আপনারা, কি এবার খুশি তো, ভাইজান??

আর জিয়াউর রহমান হলেন বাংলাদেশের জনক, জিয়াউর রহমান না হলে বাংলাদেশ হইতো না, খুশি তো??

আর শেখ মুজিব কে?? বাংলাদেশের ইতিহাসে তার কোন স্থান নেই!!!!!!!
সব জিয়া করছে!!!!!!

খুশি তো? নাকি মন ভরে নাই??

১১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৪৭

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "আপনি আপনারটা নিয়ে থায়েন।"
জি, থাকবো, আপনিও আপনার আবোলতাবোল নিয়া খুব সাবধানে থাকেন।

"আমি কিছুই জানি না।"

আপনার লেখা পড়লেই বোঝা যায়, আলাদা করে বলার কিছু নাই।

"আর জিয়াউর রহমান হলেন বাংলাদেশের জনক, জিয়াউর রহমান না হলে বাংলাদেশ হইতো না, খুশি তো??

আর শেখ মুজিব কে?? বাংলাদেশের ইতিহাসে তার কোন স্থান নেই!!!!!!!
সব জিয়া করছে"
আমার কমেন্টের কোথাও উপরের কথাগুলা বলা হয় নাই, বানায়া বানায়া আবজাব লেখা বাদ দেন।

১২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:০০

টি এম মাজাহর বলেছেন: ৫ জানুয়ারী আর ২৮ এপ্রিল নির্বাচনের পর দালালরা আর কোন যুক্তিই বের করতে পারছে না, তাই যত্তোসব বানোয়াট লেখা আর গালাগাল ই একমাত্র ভরসা তাদের। সবচেয়ে মজার ব্যাপার, ভোট চুরির হাজার হাজার ছবি, ভিডিওর বিরুদ্ধে তিনদিন পর দালালদের হাতিয়ার হয়ে আসছে একটা অডিও টেপ! তবে, যেই দেশের সাংস্কৃতিক নেতারা প্রকাশ্যে দালালীতে কোমর বেধে নেমে যায়, সেই দেশের সত্যিকারের অগ্রগতি কিভাবে হবে, সেই ব্যাপারে আমি কনফিউজড। তবে যাই হোক, মিথ্যা প্রচারণায় এই দালালরা অত্যন্ত শক্তিশালী, এ নিয়ে সন্দেহ নাই। পেশাদার দালাল গোষ্ঠী আগামী কয়েকমাস ক্রমাগত মিথ্যা বলতে বলতে বলতে, এই ইলেকশনের একটা অবস্থান তৈরী করে দেবে, যেমনটা করেছিলো ৫ জানুয়ারীর ইলেকশন নিয়ে। তবে, ১৬ কোটি মানুষেরে বারবার ভুল বোঝানো খুব সহজ কাজ নয়। এই দালালদের কথা আজকাল তাদের দালালরাও বিশ্বাস করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.