![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরি/ডাকাতিতে কোন ক্রেডিট নাই এটা আমরা সবাই জানি। বাংলাদেশের ক্লাস ওয়ানে পড়া বাচ্চাও বুঝে এই সরকার বিনা ভোটের সরকার। যে দল (বিএনপি) িনশ্চিত ক্ষমতায় যেত সেই দলকে বাদ দিয়ে তারা যে ইলেকশন করল তাকে ইলেকশন বলা যায় না। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানও এভাবে নির্বাচিত হওয়া বিবেকবান মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। গায়ের জোরে পুলিশ দিয়ে বিরোধী দলকে রাস্তায় নামতে না দিয়ে ক্ষমতায় থাকা কোন ক্রেডিট নয়। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। বাংলাদেশ এর কোটি কোটি মানুষ সাক্ষী আপনারা কিভাবে দু নাম্বারি করে আবার বাহদুরি করছেন। যারা এই সরকারের পক্ষে সাফাই গা্ইছে,তাদের নীতি নৈতিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। মানুষ বলতে শুরু করেছে ,যারা দিনে দুপুরে এভাবে ভোট ডাকাতি করে ,বা ভোট না করে ক্ষমতায় থাকতে পারে। তারা দু নাম্বারি সবই করতে পারে। ছি: ছি রাজনীতি! থিক্কার এমন রাজনীতিকে। এই ধরনের রাজনীতিবিদরাই বাংলাদেশ নামক দেশ শাষন করছে। এরা আবার উন্নয়নের ভেল্কি দেখিয়ে মানুষ মন ভূলানোর চেষ্ঠায় লিপ্ত।
©somewhere in net ltd.