![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তারিখ ২০.০৮.২০১৫ ইং । স্থান ২ নং গেইট,চ.বি। স্থানীয় এক শ্রমিকের সাথে ছাত্রলীগের এক কর্মীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী প্রায় চার শতাধিক কিরিচ,দা,কুড়াল,খন্তি,বল্লম নিয়ে শাহ আমানত এবং শাহ জালাল হল থেকে রওনা দিল। পুলিশ নির্বিকার। এই অস্ত্র যাদের উপর প্রয়োগ করা হবে তারাও মানুষ। অথচ সভ্য যুগে এটা কিভাবে সম্ভব? এমন দৃশ্য না দেখলে কোন চোখ হয়তো বিশ্বাস করবে না। এই যেন মধ্যযুগীয় বর্বর অধ্যায়ে ফিরে যাওয়া। এই সবই যদি ক্ষমতা প্রদর্শন হয়। এটা যদি সমাধানের একমাত্র পথ হয়। তাহলে কেন এত এত অাইন করা হল?
২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
নতুন বলেছেন: ছাত্ররাজনিতি বন্ধ করা দরকার।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
হানিফঢাকা বলেছেন: চবি, শাহ জালাল হল, প্রয়াসের পরটা, মৌর দোকান, সফি ঝুপড়ি, ঝারুল তলা, গো্ল পুকুর, সাঁটল, সারাদিন আড্ডাবাজি, রাতে তাস খেলা---- অনেক কিছু মনে পড়ে গেল। কতদিন যাই না, কতদিন দেখি না।