![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
এক দরিদ্র লোক দ্রুত শ্মশানের দিকে যায়
আর এক মৃতদেহকে মিনতি করে বলে: “জেগে ওঠো, বন্ধু, এক
মুহূর্তের জন্য হলেও আমার এই দারিদ্র্যের ভার তুমি নাও তোমার কাঁধে
যেন আমি আজীবন তোমার মৃত-জন্মের সুখ ভোগ করতে পারি।”
কিন্তু, মৃতদেহটি জানতো, মৃত্যু
দারিদ্র্যের চেয়ে শতগুণে ভালো, তাই সে নীরব রইল।
#
সঙ্গম-মুহূর্তে যুবতীর মুক্তোর মালাটি হঠাৎ ছিঁড়ে যায়।
এর মধ্যে এক-তৃতীয়াংশ মুক্তো মেঝেয় গড়িয়ে পড়ে,
এক-পঞ্চমাংশ ছড়ায় বিছানায়,
সে নিজে কুড়িয়ে নেয় এক-ষষ্ঠাংশ,
আর তার প্রেমিক তুলে নেয় এক-দশমাংশ।
যদি মাত্র ছয়টি মুক্তো অবশিষ্ট থাকে সুতোয়,
তবে ওই মালায় সর্বমোট কতোটি মুক্তো ছিল?
**
আদিরসাত্মক সংস্কৃত কবিতা
ভাষান্তর: ঋতো আহমেদ
প্রচ্ছদ: সারাজাত সৌম
প্রকাশক: বেহুলাবাংলা
বইমেলা: স্টল নং ৫২১-৫২২-৫২৩
অনলাইন পরিবেশনা: রকমারি.কম
https://www.rokomari.com/book/208723/adirosattak-sonskrita-kabita
বিনিময় মূল্য: ২৭৫ টাকা
২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫
ঋতো আহমেদ বলেছেন: হ্যাঁ ভাই, কিছু কবিতা আছে সেই অর্থে আদিরসাত্মক না হলেও কবিতার আবেদনটুকু ভালো লাগার কারণে সংকলনে অন্তর্ভুক্ত করেছি। আশা করছি সব ধরনের পাঠকেরই ভালো লাগবে। তবে, সংস্কৃত ভাষাজ্ঞান আমার নেই বললেই চলে। এক্ষেত্রে, কবি রাজাগোপাল পার্থসারথীর ইংরেজির সাহায্য নিয়েছি। তিনি তামিলনাড়ুর কবি। বইটির ভূমিকায় তা স্পষ্ট করা আছে।
বইমেলায় আমন্ত্রণ রইলো: বেহুলাবাংলা, স্টল নং ৫২১-৫২২-৫২৩
২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করবো।
২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৭
ঋতো আহমেদ বলেছেন: স্বাগতম। আশা করি ভালো লাগবে আপনার।
বইমেলায় আমন্ত্রণ রইলো: বেহুলাবাংলা, স্টল নং ৫২১-৫২২-৫২৩
৩| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: বইটি আগ্রহ জাগিয়েছে, আবির এর মন্তব্যের উত্তর পেলে তাতে আমারও কিছু কৌতুহল মেটে।
আরও কয়েকটা কবিতা যদি দিতেন।
মালায় ৩০ টা মুক্ত ছিল মনে হচ্ছে!
শুভকামনা রইলো।
২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:০১
ঋতো আহমেদ বলেছেন: আশা করি কিছুটা কৌতুহল মিটেছে। বাকীটা বইমেলায় বই হাতে নিয়ে ..
বইমেলায় আমন্ত্রণ রইলো: বেহুলাবাংলা, স্টল নং ৫২১-৫২২-৫২৩
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:০৪
সাজিদ উল হক আবির বলেছেন: প্রথম কবিতাটি তো আদিরসাত্মক বলতে যা বোঝায়, সেটা নয়। একেও সংকলনে রেখেছেন? সংস্কৃতভাষায় আপনার দক্ষতাই বা কীভাবে তৈরি করলেন, প্রকৌশলবিদ্যায় ডিগ্রী নিয়ে? শুভকামনা আপনার পুস্তকের প্রতি। সংগ্রহ করার আগ্রহ রইল।