নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কাজ করুন......

আমি এমনিতে ১৮-, তয় এইখানে কিন্তু পুরাদস্তর ১৮+...আহেম আহেম!

রুবাইয়েত সাদমান

প্রকৃতির প্রতি একটা অকৃত্রিম টান নিজের মাঝে। নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি, এবং সেটা অবশ্যই প্রকৃতির মাঝে.……..নির্জনে।

রুবাইয়েত সাদমান › বিস্তারিত পোস্টঃ

চিঠি: নজরুল

২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৫

নজরুল,

কেমন আছ তুমি? আমার দিব্বি কেটে যাচ্ছে।



একটি কথা জানাতে চাই তোমায় আজ। হঠাৎ খেয়াল করলাম- এ কথাটি তোমায় বলা হয়নি কভু। কিন্তু তোমার যে জানা দরকার-



জসীম, ফররুখ আর সুকান্তদের মাঝে ডুবে থাকলেও ভুলিনি তোমায়। তুমিই আমার প্রথম প্রেম! সেই ছোট্টবেলা থেকে এ হৃদয়ে রয়েছ তুমি প্রিয়। খুব আছে মনে, সেই ছোট্টবেলায় মঞ্চ কাঁপিয়ে হাত নেড়ে নেড়ে সবাইকে শুনিয়েছিলাম তোমার "লিচু চোর" কবিতাটি। করেছিলেম ভুল কতক। সামনের সারির এক প্রৌঢ় ভুলগুলো চুপিসারে শুধরে দিয়েছিলেন। আর কবিতার শেষে বাবা এঁকেছিলেন চুমু কপোলে।



তারপর............

"খোকার গপপ বলা" পড়ে হেসেছি যে কত! "বিদ্রোহী" কবিতাটা আজো কন্ঠস্থ হয় নি। কিন্তু তাতে কি! আজো পড়ে পড়ে আমি ক্ষণে ক্ষণে শিহরিত হই।



তোমার মেহেরনিগার যে আজো দূরদ্বীপে বসে তোমার প্রতীক্ষায় পথ চেয়ে আছে! অনুভব করতে পার কি? আমি কি ঠিক করেছি জানো?- আমার কখনও মেয়ে হলে তার নাম রাখব মেহেরনিগার!



আজ তোমার ১১৫ বছর পূর্ণ হল, জানো কাল আমি আঠারো বছরে পা দেব! আমার হৃদয়ের কোনো এক নিভৃত কুঠুরীতে তুমি চিরকাল ঘুমিয়ে থেকো। আর মাঝে মাঝে সকালবেলা পাখি হয়ে আমায় জাগিয়ে দিও।



ইতি,

একাবিংশ শতাব্দীর

চৌদ্দটি বসন্ত পার করে

আসা চট্টলার কোন এক যুবক!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

খোলা বাতাস বলেছেন: ভাল ......।

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৩৯

রুবাইয়েত সাদমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাজার বছর পরেও কোন এক ১৮র হৃদয়ে এমনি থাকবে/থাকুক নজরুল... তার প্রেমে, তার সৃস্টিতে, তার সাম্যে, তার বিদ্রোহে.......................

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৪০

রুবাইয়েত সাদমান বলেছেন: জী ভাই, তাই কাম্য। এবং অনিবার্য!

৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৪২

রুবাইয়েত সাদমান বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫২

উদাসীন_বালক বলেছেন: পড়ে ভালো লাগলো

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৪৩

রুবাইয়েত সাদমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.