![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুবেল পারভেজ, কবি, প্রাবন্ধিক, অনুবাদক, সমালোচক ও নাট্যকার। শিক্ষাগত যোগ্যতাঃ এম, এস, সি, ফিসারিজ।
সৃষ্টির সকল আঁধার এবং নিস্তব্ধতা
কি আশ্চর্য!
বিচরণশীল একটি পাখির মত
সমস্ত জেনিন আমার বুক জুড়ে
হিমাংকের তুষারের চাঁই
কিছুক্ষণ আগেও আমার হাসিতে
মুগ্ধ ছিল সারা হেবরণ-জেরুজালেম
বিশ্বের অন্য প্রান্তের একটি শিশুর হাসি
যেমন দীপ্তি ছড়ায়
মা’র মুখ; তার জন্মভূমি স্বর্গীয় দ্যুতিতে
ধরিত্রীর সকল ছবি শিল্পী সাংবাদিক চাক্ষুস্মানেরা
সত্যি কি অন্ধ হয়েছে তোমাদের দুটি চোখ
শ্রবণেন্দ্রিয় কি হয়েছে বধির?
হাতের কলম প্রতিবাদী মুখের ভাষা
আমার লাশের পাশে এসে দাঁড়াতেও কি ভয় পাও?
মার্কিন এবং ইসরাইলি এলসেসিয়ানদের
যারা আমার মাসুম কলিজার রক্ত পান করেছে নির্বিবাদে
তবে কি মুসলিম দুনিয়া ও বিশ্ব বিবেক
ওদের পোষা গোলাম হয়ে গেছে
মুমিনের জিন্দাদিল কি আজ
মৃত্যুগুহায় পলাতক কয়েদী
আমার জানাজা ওদের ট্যাংক- বুলডোজারের তলায় পিষ্ট
বিলীয়মান ধুলোর কার্পেট
ওরা ভাবছে ‘আমি মরে গেছি’
মরে গেছে আমার মা-বাবা-ভাই-বোন
এমনকি সমগ্র ফিলিস্তিনের বীর সন্তানেরা
মর্দে মোমিন জিন্দাদিল
না। আমার মৃত্যুহীন সুপ্ত বিসুভিয়াসের জ্বলন্ত অঙ্গার
যা অগ্নি উদ্গিরণে একদিন জেগে উঠবে মুহূর্তের তেজস্ক্রিয়তায়
আমার কবর জেয়ারতে
পবিত্র শহীদানদের পাশে কি সুন্দর শুয়ে আছি
এই দ্যাখো নিবিড় ঘুমে নয় অফুরন্ত বিশ্বাস আর শাহাদতের
নহরে কওসার পেয়ালার স্বাদ চোখে
দাঁড়িয়ে আছি আবেহায়াতের তীরে
বালু ও পাথর কণায় ঢাকা আমি এক জীবন্ত মুজাহিদ
একদিন এই হেবরণ মুক্ত করার দৃঢ় অঙ্গীকার
বুকে নিয়ে হাজার হাজার জেহাদের ডাক দিয়ে যাবো
শোনো; জেনো আমি এক জ্বলন্ত অগ্নিগিরির জ্বালামুখ
নরাধম মানুষেরা তোমরা জানতে পারবে
জ্বলন্ত জ্বালামুখ ফেড়ে বিঘূর্ণিত জ্বলন্ত লাভা
চতুর্দিকে জ্বালাবে আগুন
যে আগুনে পুড়বে এবং পুড়বে তোমরাই
হে অন্ধ বর্বর মানব সন্তানেরা
তোমরা কি পারতে
তোমার মা-বাবা-ভাই-বোন
এমনি করে যদি আপন স্বজন
মর্টার-শেল-মিসাইল-মেশিনগান বুলেট টমাহকে
যদি বিদ্ধ হতো
যদি পিষ্ট হতো
ট্যাংকের নীচে
বিদেশী হায়েনার রক্তময় হাতে
পারতে কি তোমরা চুপ করে বসে থাকতে?
তোমরাই না এখন মানবাধিকার ও গণতন্ত্রের
ফাঁকা বুলিতে ফাটিয়ে তোলো আসমান-জমিন
জল-স্থল-মরু-সাগর-মেরু-বন-উপবন
জেনে নাও বিশ্বের সকল মানুষ সেদিন দূরে নয়
আমার রক্ত ও কাফনহীন লাশ
একদিন জেগে উঠবে পুনরুত্থান দিবসের মতো
পূর্ব রাগ আকাশের রক্তিম সূর্যের আভায়
কসম এই হেবরণের
কসম আগুনঝরা আকাশগ্রন্থির আর কসম সিনাই পাহাড়
হে আমার প্রিয় স্বর্গ প্রিয় জন্মভূমি
আমার রুধিরাগ্র সালাম তোমার পায়ে অর্পিত হোক
অর্পিত হোক আমার এই নিবেদিত আত্মা
সাক্ষী থাকো কফিনপরা জেনিনের মাটি
সাক্ষী থাকো হে মুহাম্মদ
সাক্ষী থাক তোমার কোরআন
সাক্ষী থাকো হে মুসা
সাক্ষী থাক তোমার তাওরাত
সাক্ষী থাকো হে দাউদ
সাক্ষী থাক তোমার যবুর
সাক্ষী থাকো হে ঈসা
সাক্ষী থাক তোমার ইনযিল
সাক্ষী থাকো হে নীল লোহিত সাগর
সাক্ষী থাকো নূহের তাজল্লিতে দগ্ধ কোহেতুর
হে আমার প্রিয় শান্তির স্বদেশ
একদিন আমি তোমার মুখ দেখবো
দেখবো মুক্ত ফিলিস্তিন
আমার রক্ত নীলিম সূর্য শিখায়
একদিন আমি দেখবো
একটি স্বাধীন ফিলিস্তিন
একটি স্বাধীন মানচিত্র
একটি স্বাধীন শিশুর উন্মুক্ত পদচারণা
একটি ফিলিস্তিনী শিশুর
স্বর্গীয় হাসির উচ্ছল ফোয়ারা।
©somewhere in net ltd.