নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে সবাইকে নিরন্তর আহ্বান

সত্যকে সবাই মেনে নিতে প্রস্তুত থাকে না। যদি তা নিজ স্বার্থ বিরোধী হয়। আমি তাদের হতে দূরে থাকতে চাই।

বিষণ্ন মন

সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।

বিষণ্ন মন › বিস্তারিত পোস্টঃ

আমার অভিমানী বাবা!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

মুটোফোনের ওপাশ থেকে ভেসে আসার বাবার কণ্ঠস্বর।

: ওই তোর বাপ আছে নাকি?



পাঠক হয়তো ভাবছেন, বাবা কেন হঠাৎ আমার উপর তার পিতৃত্বের দাবি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন?



না। বাবা তার পিতৃত্বের দাবি ছাড়েননি। কারণ তার কণ্ঠে ছিল পিতৃস্নেহে সিক্ত এক অভিমানি সুর।



কারণ, গত ৪ মাস যাবৎ কোন এক কারণে আমি খুব কষ্ট করেছিলাম। সেই কষ্টে বাবাকে কোন ভাগ দেইনি বলেই তার এই অভিমান।



: তোর বাপ থাকলে তো একা একা কষ্ট করতি না। বাপকে জানাতি।



আমি যতটুকু জানি বাবা তার জীবনে ‘সুখ’ নামক শব্দটির সাথে অল্পই পরিচিত। ছোট বেলা থেকেই বাবা অনেক কষ্টে বড় হয়েছেন। আমি যে কষ্ট করেছি তা বাবার কষ্টের তুলনায় কিছুই না। তাই আমার কষ্ট শেষ হবার পর বাবাকে জানাই।



তাতেই বাবার অভিমানি সুর। প্রতিটি বাবা-মা’ই বুঝি তার সন্তানদের আগলে রাখেন এমন স্নেহ-মহতায়। তাই পৃথিবীকে আমার কাছে মনে হয়েছে সুখের । সত্যি বলছি বাবা তোমাকে অনেক বেশি ভালবাসি। বাবা-মা তোমরা আমার পাশে থাকলে শত দু:খেও নিজেকে সুখী মনে করব।



তাই আমার প্রতি প্রার্থনায় আমার কণ্ঠে উচ্চারিত হউক ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা’।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

পথহারা সৈকত বলেছেন: ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা’।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.